You are currently viewing Class 8 2nd unit test question paper 2024 Science WB Board PDF Download | Class 8 2nd summative question paper Science 2024 WB Board PDF Download

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board PDF Download | Class 8 2nd summative question paper Science 2024 WB Board PDF Download

Spread the love

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board , ক্লাস VIII ২য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, Class 8 2nd summative question paper Science 2024 WB Board

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board , ক্লাস VIII ২য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, এই নিবন্ধে আমার ক্লাস VIII 2nd unit test এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 8 2nd unit test question paper 2024 Science WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 8 2nd unit test question paper 2024 Science WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 8 2nd unit test question paper 2024 Science WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 8 2nd unit test question paper 2024 Science WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board PDF Download

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board syllabus

১.  ভৌত   পরিবেশ  ১.৩ 

২.  মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া- 

২.৩ রাসায়নিক বিক্রিয়া

 ২.৪ তড়িৎ এর  রাসায়নিক প্রভাব

৫. প্রাকৃতিক ঘটনা ও তার   বিশ্লেষণ 

৮ মানুষের খাদ্য ও তার উৎপাদন

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board Number Classification

Noঅধ্যায় MCQ SAQ2 marks3 marksTotal
1তাপ 1×21×12×15
2রাসায়নিক বিক্রিয়া1×11×13×15
3তড়িৎ এর  রাসায়নিক প্রভাব1×11×13×15
প্রাকৃতিক ঘটনা ও তার   বিশ্লেষণ 1×11×13×15
মানুষের খাদ্য ও তার উৎপাদন1×11×13×15
মোট 6521225

মোট নম্বর ২৫ সময় – ৫০ মিনিট শ্রেণি – ৭

বিভাগ – ক

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board Short Question

Physical Science

সঠিক উত্তরটি বেছে নাও যেকোনো পাঁচটি

ক)  বরফ গলনের লীন তাপ কত  –   80 ক্যালোরি /গ্রাম //  537 ক্যালোরি /গ্রাম // 80 ক্যালোরি /কিগ্রা 

উঃ  80 ক্যালোরি /গ্রাম

খ) তরমুজের  বীজে যে এনজাইম থাকে তা হল  – ক্যাটালেজ /  লাইপেজ /  ইউরিয়েজ 

উঃ ইউরিয়েজ  

গ) একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম হলো –  গ্লুকোজ /  কপার সালফেট /  খাদ্য লবণ

উঃ –  খাদ্য লবণ

ঘ)  নির্জল  কোষের তড়িৎ চালক বলটি কত – ১.৫ ভোল্ট / ৩.৫ ভোল্ট / ২.৫ ভোল্ট

উঃ ১.৫ ভোল্ট 

ঙ) কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে –  পরিবহন/  পরিচলন/  বিকিরণ 

উঃ বিকিরণ

চ) একটি পদার্থের নাম বল যার নির্দিষ্ট কোন গলনাঙ্ক নেই –  পিচ / তামা/  দস্তা।

উঃ-  পিচ 

ছ) মৃদু  তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হল – অ্যাসিটিক অ্যাসিড / কেরোসিন/  খাদ্য লবণ

উঃ অ্যাসিটিক অ্যাসিড

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board Short Question

২। সংক্ষেপে উত্তর দাও ( যেকোনো ৪ টি )          1×4 

 ক) স্টিমের লীন তাপ 537 ক্যালোরি/ গ্রাম বলতে কী বোঝো ?

উঃ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ১০০° সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম জলকে একই উষ্ণতায় এক গ্রাম স্টিমে পরিণত করতে ৫৩৭ ক্যালোরি/ গ্রাম তাপ প্রয়োগ করতে হয় 

খ) গ্যালভানাইজেশন কি ?

উঃ লোহার উপরে জিংকের আস্তরণ দিলে জিংক লোহার মরচে ধরায় বাধা দেয় এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে 

গ) হিমমিশ্র কাকে বলে এর একটি ব্যবহার লেখ।

উঃ  বরফ ও লবণ নির্দিষ্ট ভরের অনুপাতে মেশালে মিশ্রণের উষ্ণতা কমে এই মিশ্রণকে হিমমিশ্র  বলা হয়। মাছ ও মাংস সংরক্ষণে এবং হিমমিশ্র ব্যবহার করা হয় ।

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board small type Question

৩। শূন্যস্থান পূরণ কর – 

ক) লোহায় মরচে পড়া  একটি  ……..  প্রক্রিয়া 

 উঃ রাসায়নিক । 

খ)  মেঘের নিচের দিকটা সাধারণত  …..  তড়িৎ গ্রস্থ হয়।  

উঃ ধন্যাত্মক

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board small type Question

৪। একটি বা দুটি বাক্যে উত্তর দাও , যে কোন একটি     2×1 

ক) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও । 

উঃ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে এর উদাহরণ হল গলিত Nacl, কপার সালফেট প্রভৃতি ।

খ) তাপমোচি ও  তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? 

উঃ যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় এবং তাদের তাপমোচী রাসায়নিক পরিবর্তন এবং যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে পরিবেশ থেকে তাপ শোষিত হয়ে যায় তাদের তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বলে । 

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board small long type Question

৫। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোন তিনটি             3×3

ক) সন্ধ্যাবেলায় শিশির পড়েনা কেন ?  তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? 

উঃ  দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা বেশি থাকে ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয় এই কারণে বাড়িতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না এবং সন্ধ্যা বেলায়  শিশির পড়ে না । 

তড়িৎ বিশ্লেষণ –  যখন গলিত অবস্থায় বা দ্রবণে কোন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ  পরিবহনের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটানো হয় সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে । 

খ) অনুঘটক কাকে বলে?  অনুঘটকের তিনটি বৈশিষ্ট্য লেখ ।

উঃ যে সব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদের অনুঘটক বলে। 

অনুঘটকের বৈশিষ্ট্য- ১)  রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ও বিক্রিয়া শেষে তা ফিরে পাওয়া যায়। 

২)  অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায়। 

৩)  কোন বিক্রিয়ায় কোন অনুবাদক ক্রিয়াশীল হবে তা পরীক্ষার মাধ্যমেই শুধু নির্ণয় করা হয়। 

গ) বজ্র নিরোধক কি বজ্রপাতের সময় নিরাপদ স্থান গুলি কি কি কয়েকটি লেখ । 

উঃ বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে বজ্র নিরোধক । 

বজ্রপাতের সময় নিরাপদ স্থান গুলি হল লোহার কাঠামো যুক্ত বাড়ি ধাতব ছাদ যুক্ত বাড়ি ইত্যাদি

ঘ) তড়িৎলেপন কাকে বলে? রুপোর তৈরি গহনায় সোনার লেপন দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করতে হবে?

উঃ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কম দামি ধাতু যেমন লোহা বা সংকর ধাতুর উপর অপেক্ষাকৃত দামী ধাতুর যেমন সোনা, রুপা কে প্রলেপ দেওয়া কে  তড়িৎ লেপন  বা ইলেকট্রপ্লেটিং বলে ।  

*** রুপোর তৈরি গহনার  ওপর সোনার প্রলেপ দিতে এনোড হিসেবে বিশুদ্ধ শোনার পাত এবং ক্যাথোড হিসেবে রূপা ও ব্যবহার করতে হবে ।

Group B  – Life science 

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board small short type Question

১। সঠিক উত্তরটি নির্বাচন কর যে কোন একটি   1×1

ক) খরিফ ফসলের একটি উদাহরণ দাও –  গম/  ভুট্টা/  সরষে

উঃ গম

খ) ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হল / সঞ্চয়পুকুর / আঁতুড় পুকুর /  হ্যাচারি

উঃ আঁতুড় পুকুর

গ) একটি আগাছানাশক রাসায়নিক পদার্থ হল –  ফলিডল /  ডেলাপণ /  মেটাসিড । 

ঘ) রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে –  ক্যাফিন/  পলিফেনল /  টেনিন

উঃ পলিফেনল

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board small short type Question

২। সংক্ষিপ্ত উত্তর দাও যেকোনো একটি  1×1 

 ক)  এপিয়ারি কি ? 

উঃ মৌমাছি পালানোর জন্য যে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে মৌমাছিদের থাকার ব্যবস্থা করা হয় তাকে এপিয়ারি বলে । 

খ) গোল্ডেন রাইস কি ? 

উঃ  ভিটামিন A এর চাহিদা পূরণে কৃষিবিজ্ঞানী দ্বারা প্রস্তুত বিশেষ প্রকার ধান কে গোল্ডেন রাইস বলা হয় . । 

গ) স্টক ও  সিয়ন কাকে বলে? 

উঃ আমি জোড়কলম  প্রস্তুতির ক্ষেত্রে আঁটি  থেকে তৈরি চারা গাছের মূল তন্ত্র যুক্ত অংশকে স্টক বলে এবং উন্নত জাতের বিটপের অংশকে সিওয়ান বলা হয় । 

ঘ) পলিকালচার কি ? 

উঃ মৎস্য চাষের ক্ষেত্রে তিন ধরনের দেশি  কার্প -এর  সঙ্গে তিন ধরনের বহিরাগত কার্প -এর চাষ  করাকে বলা হয় পলিকালচার ।

শূন্যস্থান পূরণ কর – 

ঙ) দুটি  ননসিটার মুরগি  হল …….. । 

উঃ  লেহর্গন 

চ) DOTS পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয় ? 

উঃ যক্ষা

Class 8 2nd unit test question paper 2024 Science WB Board long type Question

৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোন একটি    ।    3×1 

ক) মেজর কার্প  ও মাইনর কার্প-এর  মধ্যে পার্থক্য লেখ । 

উঃ  মেজর কার্প   – 

i)  আকারে বড়

ii)  তাড়াতাড়ি বাড়ে সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না । 

iii)  ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও  বেশি। 

 উদাহরণ রুই , কাতলা, মৃগেল 

মাইনর কার্প    

i) আকারে ছোট

 ii) তাড়াতাড়ি বাড়ে না সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে

 iii) ব্যবসায়ীক দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। 

  উদাহরণ বাটা,  পুঁটি  ইত্যাদি

খ) জৈব সার অজৈব সার এর চেয়ে ভালো কেন ? 

উঃ জৈব সার অজৈব স্যারের চেয়ে ভালো কারণ জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়

 জৈব সার ব্যবহার করলে মাটির রন্দ্রযুক্ত হয় ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান-প্রদান ভালো হয়। 

 মাটিতে থাকা উপকারি জীবাণুদের সংখ্যা বাড়তে সাহায্য করে। জৈব সার

  জৈব সার মাটির গঠনকে উন্নত করতে সাহায্য করে।

প্রশ্ন Download করতে হলে এই লিঙ্ক এ ক্লিক করুন

FAQ

Q. ORS এর পুরো নাম কি ?

Ans. – ORS এর পুরো নাম Oral Hydration Solution

Q. মটর গাছের মুলে বসবাসকারি অণুজীবটির নাম কি?

উঃ রাইজোবিয়াম

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply