You are currently viewing Class 7 3rd unit test question paper 2024 History WB Board | Class 7 3rd summative question paper History 2024 WB Board

Class 7 3rd unit test question paper 2024 History WB Board | Class 7 3rd summative question paper History 2024 WB Board

Spread the love

Class 7 3rd unit test question paper 2024 History WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, Class 7 3rd summative question paper History 2024 WB Board

Class 7 3rd unit test question paper 2024 History WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, এই নিবন্ধে আমার ক্লাস VII 3rd unit test এর ইতিহাস বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান , বাংলা বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

Class 7 3rd unit test question paper 2024 History WB Board Class 7 3rd summative question paper History 2024 WB Board

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 7 3rd unit test question paper 2024 History নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 7 3rd unit test question paper 2024 History এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 7 3rd unit test question paper 2024 History ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 7 3rd unit test question paper 2024 History প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 7 3rd unit test question paper 2024 History WB Board syllabus

অধ্যায় নং অধ্যায়
৩। ভারতের সমাজ, অর্থনীতি ও সাংস্কৃতির কয়েকটি ধারা
৪। দিল্লী সুলতানি – তুর্ক আফগান শাসন
৫।মুঘল সাম্রাজ্য
৭।জীবনযাত্রা ও সংস্কৃতি – সুলতানি ও মুঘল যুগ
৮। মুঘল সাম্রাজ্যের সঙ্কট
৯। আজকের ভারত সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন

Class 7 3rd unit test question paper 2024 History WB Board Number Classification

অধ্যায়mcqsaq2marks3marks5 marksTotal
৩। ভারতের সমাজ, অর্থনীতি ও সাংস্কৃতির কয়েকটি ধারা 1×31×32×13×111
৪। দিল্লী সুলতানি – তুর্ক আফগান শাসন1×31×32 x13×15×116
৫। মুঘল সাম্রাজ্য1×21×22 x13×15×114
৭। জীবনযাত্রা ও সংস্কৃতি – সুলতানি ও মুঘল যুগ1×41×42 x13×15×118
৮। মুঘল সাম্রাজ্যের সঙ্কট1×21×22 x13×17
৯। আজকের ভারত সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন1×21×22 x14
প্রদত্ত প্রশ্ন সংখ্যা141412106
উত্তর দিতে হবে1414653
মোট নম্বর70সময়2.5 ঘণ্টা

Class 7 3rd unit test question paper 2024 History WB Board Short Question

১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও – 1×14

১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও – 1×14

ক)তান্ত্রিক বৌদ্ধদের নেতা কে কি বলা হত ?

(ক) আচার্য (খ) উপাচার্য (গ) সিদ্ধাচার্য

উঃ- আচার্য

খ) চোল রাজ্যে কি বিখ্যাত ছিল ?

(ক) মৃৎশিল্প (খ) ব্রোঞ্জ হস্তশিল্প (গ)বস্ত্র শিল্প

উঃ- ব্রোঞ্জ হস্তশিল্প

গ)গীত-গোবিন্দম কাব্য কার রচনা?

(ক)জয়দেব (খ) শরণ (গ)ধয়ি

উঃ- জয়দেব

ঘ) পাল যুগের একজন বিখ্যাত শিল্পী হলেন –

(ক) ধীমান (খ) হলায়ুধ (গ)গোবর্ধন

 উঃ- ধীমান

ঙ) শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করার চলকে বলে –

(ক) পিয়েত্রা দুরা (খ) চাহার বাগ (গ) টেরাকোটা

উঃ পিয়েত্রা দুরা

চ) মনসব বলতে কি বোঝ ?

(ক) ওয়াতন (খ) জমিদার (গ) মোগল প্রশাসনিক পদ

উঃ- মোগল প্রশাসনিক পদ

ছ.) “শিরিন কলম” ছদ্মনাম টি কার ছিল –

(ক)আবুল ফজল (খ) আমির খসরু (গ) আব্দুস সামাদ

  উঃ- আব্দুস সামাদ

জ) চারমিনার কোন শহরে অবস্থিত –

(ক) হায়দ্রাবাদ (খ)কলকাতা (গ) সুরাট

 উঃ- হায়দ্রাবাদ

ঝ) শিখদের ধর্মগ্রন্থের নাম কি ?

(ক)বাইবেল (খ)গুরু গ্রন্থসাহিব (গ) গীতা

উঃ- গুরু গ্রন্থসাহিব

ঞ)’তন্ত্র’ শব্দের অর্থ কি ?

(ক) আইন (খ) শাসন (গ) ব্যবস্থা

ব্যবস্থা

ট)শ্রীকৃষ্ণবিজয় কাব্য টি কে অনুবাদ করেন ?

(ক.) মালাধর বসু (খ) কাশিরাম দাস  (.গ) আব্দুস সামাদ

উঃ- মালাধর বসু

ঠ) শিবাজীর অভিষেক হয়েছিল কবে ?

(ক) ১৬৭৩খ্রিঃ  (খ) ১৬৭৪খ্রিঃ (গ)১৬৭৫খ্রিঃ 

১৬৭৪খ্রিঃ

ড) দশম শিখগুরু কে ছিলেন?

(ক) গুরু গোবিন্দ সিং (খ) গুরু মান সিং (গ) গুরু অর্জুন সিং 

উঃ- গুরু গোবিন্দ সিং

ঢ) মেঘমল্লার রাগ কে সৃষ্টি করেছিলেন –

(ক)তানসেন (খ)কবীর (গ) জয়দেব

তানসেন

ণ )ভারতীয় সংবিধানের প্রধান রুপকার হলেন –

(ক) গান্ধিজি (খ) বি আর আম্বেদকর (গ) রবীন্দ্রনাথ

উঃ- বি আর আম্বেদকর

Class 7 3rd unit test question paper 2024 History WB Board Short Question in single word

২।A.  নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও ।

ক) হলায়ুধ কে ছিলেন ?

উঃ লক্ষণ সেনের প্রধানমন্ত্রী

খ) পদ্মাবতী কাব্যের রচয়িতা কে ছিলেন ?

উঃ সৈয়দ আলাওল

গ) দোঁহা কি ?

উঃ হিন্দি ভাষায় দুটি পক্তির কবিতাকে দোঁহা বলা হয়।

ঘ)বিক্রমশীল মহাবিহার কে নির্মাণ করেন ?

উঃ ধর্মপাল ।

ঙ)সংস্কৃতে ‘পুর’ কথার অর্থ কি?

উঃ নগর

চ) ভক্তিবাদের মূল কথা কি ?

উঃ ভগবানের প্রতি ভক্তের ভালবাসা ।

ছ) ‘পাদশাহ’ উপাধি কে কবে কোথায় নিয়েছিল ?

উঃ বাবর, ১৫০৭ খ্রিঃ কাবুলে নিয়েছিল।

জ) ভারতের সংবিধান কত তারিখ কার্যকর হয় ?

উঃ ২৬শে জানুয়ারি, ১৯৫০খ্রিঃ

Class 7 3rd unit test question paper 2024 History WB Board Fill in the blanks

২। B . শূন্যস্থান পুরন কর ।

ক) গিরিধারি বা শ্রীকৃষ্ণ এর সাধিকা ছিলেন ………………..

মীরাবাঈ

খ) অনেকগুলি গ্রাম নিয়ে ………………. তৈরি হয় ।

ব্লক ।

গ) খালসা কে তৈরি করেন  ……………………………. ।

গুরু গোবিন্দ সিং ।

ঘ) যে শাসনব্যবস্থায় নিজেই নিজের অধীন তা হল ………………….. ।

স্বায়ত্তশাসন ।

২। C. ঠিক না ভুল নির্ণয় কর –

   ক) খালিফা কথার অর্থ হল ধর্মগুরু ।

ঠিক

খ) মোগল আমলে  ৪ ভাগে ভাগ করা সাজানো বাগান কে চাহার বাগ বলা হত ।

ঠিক

গ) ‘ওয়াতন’ কথার অর্থ হল নিজের ভিটে বা এলাকা ।

ঠিক।

Class 7 3rd unit test question paper 2024 History WB Board long question 2-3 lines

৩। নীচের প্রশ্নগুলির উত্তর লেখ , যেকোনো ৬ টি। 2×6

ক) জোড়-বাংলা রীতি কি ?

উঃ বাংলার এক ধরনের স্থাপত্যরীতি কে জোড়-বাংলা রীতি বলা হয়। সুলতানি ও মোগল যুগে বাংলার এক রীতির বৈশিষ্ট হল ইমারতে ইটের ব্যবহার। এই সময় বাংলার মন্দিরগুলি বাড়িরমত ঢালু করে বানানো হত। এই বিশেষ নির্মাণ পদ্ধতি কে বাংলা রীতি বলা হত। এই ভাবে দুটি কাঠামো পাশাপাশি জুড়ে বাংলার যে মন্দির তৈরি হত তাকে বলা হত জোড়-বাংলা ।

খ) অষ্টপ্রধান কে ছিল ?

উঃ শিবাজির আটজন মন্ত্রী ছিলেন এই আটজন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হয়। এই অষ্টপ্রধান-এর প্রধান কে বলাহত পেশোয়া ।

গ) সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ গুলির মধে ৩ টি বল ?

উঃ দেশের জনগণ ভোট দানের মাধ্যমে দেশ চালাবার জন্য সরকার কে বেছে নেয়।

সরকারের কাজগুলি হল –

১)দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা।

২) জনগনের কল্যাণের জন্য কাজ করা।

৩) দেশের স্বাধীনতা কে রক্ষ্যা করা।

ঘ)’বা-শরা’ ও ‘বে-শরা’ কাদের বলা  হত ?

উঃ সুফিরা ছিলেন দুই প্রকারের। ’বা-শরা’ ও ‘বে-শরা’ ।

বা-শরা – যে সমস্ত সুফিরা ইসলামের আইন (শরা) মেনে চলতেন তারা।

বে-শরা –  যে সমস্ত সুফিরা ইসলামের আইন (শরা) মেনে চলতেন না তারা।

ঙ) কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল এবং এর ফল বা কি ছিল ?

উঃ ১৬৬৫ খ্রিঃ শিবাজি ও ঔরঙ্গজেব এর সেনাপতি রাজা জয়সিংহ এর মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল ।

এই সন্ধির ফলে শিবাজি ঔরঙ্গজেবকে ২৩ টি দুর্গ ছেড়ে দিয়েছিল।

চ) ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝ ?

ক্যালিগ্রাফি – মুগল যুগে হাতের লেখা শিল্পের খুব চর্চা হত। একে ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি। বাংলায় একে হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হতো।

মিনিয়েচার – সম্রাট আকবরের সময় তুতিনামা, রজমনামা প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হত সূক্ষ্ম হস্তলিপি ও ছবি দিয়ে । আকার ও আয়তনে ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার।

মিনিয়েচার কথাটি ইংরেজি। বাংলায় একে অনুচিত্র ও বলা হয়।

ছ) গনতন্ত্র কাকে বলে ?

উঃ গন শব্দের অর্থ হল জনগন। তন্ত্র কথাটির অর্থ হল ব্যবস্থা।

যে দেশের জনগণ নিজেরাই নিজেদের ব্যবস্থা কে পরিচালনা করে তাকে  বলে গনতন্ত্র । যেমন আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশফ।

ছ) টীকা লেখ-  শিখদের পঞ্চ-ক

গুরু গোবিন্দ সিং শিখদের পাঁচটি জিনিস কে সবসময় পাশে রাখতে বলতেন। তা হল কেশ, কঙ্খা, কচ্ছা, কৃপাণ, কড়া।

জ) ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি কাকে বলে ?

উঃ স্বতন্ত্রীকরন মান আলাদা। গণতন্ত্র কে সুরক্ষিত করার জন্য আইনবিভাগ, শাসনবিভাগ, বিচারবিভাগ কে আলাদা করা হয়। গণতন্ত্রে যাতে কোন ভাবেই সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ক্ষমতার কেন্দ্রগুলিকে আলাদা করাকে ক্ষমতা  স্বতন্ত্রীকরন বলা হয়।

ঝ) আলাই দরওয়াজার বৈশিষ্ট কি ?

উঃ আলাই দরওয়াজা বৈশিষ্টগুলি হল –

এটি লাল বেলে পাথরে তৈরি।

এর গায়ে শুধুমাত্র সুলতানের প্রশংসা খোদাই করা ছিল।

এটি কুতুবমিনার চত্বরে তৈরি করা হয়েছিল।

ঞ) পাট্টা ও কবুলিয়ত কি ? পেজ ৭৩

ট) ভক্তিবাদ বলতে কি বোঝ ? পেজ ১৬৮

ঠ) ভারতকে জুক্তরাষ্ট্র বলা হয় কেন ? পেজ ১৬৮

ড) সুলহ-ই কুল কি ? পেজ – ৮৫

ঢ) পৌরসভার কাজ কি ? Page -১৭০

ন ) সংবিধান কাকে বলে ? Page – ১৬৭

Class 7 3rd unit test question paper 2024 History WB Board long question

৪। নীচের প্রশ্নগুলির উত্তর লেখ ? যে কোন ৫টি।

ক)শের শাহের শাসন সংস্কার ব্যাখা কর ? Page – ৭৩

খ) ইক্তা ব্যবস্থা ও মনসবদারি ব্যবস্তা টীকা। Page – ৫৭ ৮৫

গ)  ভক্তিবাদি আন্দোলনের গুরুনানক ও কবিরের অবদান লেখ ? Page – ১১৮, ১১৯

ঘ) মধ্যযুগের ভারতের সাধারন মানুষের জীবনযাত্রা কেমন ছিল ? Page – ১১৩-১১৫

ঙ) মঙ্গলকাব্য  সম্পর্কে কি যান ? মীরাবাঈ কেন বিখ্যাত ? Page – ১৪৯, ১১৮

চ) আকবরের দীনইলাহি সম্পর্কে টীকা লেখ । Page – ১২৭

ছ) মোগল শাসনের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি সংকটের কারন ও প্রভাব লেখ। Page – ১৬৩

জ) টীকা – খালসা, বিক্রমশীল মহাবিহার। Page – ১৬০, ৩৮

ঙ) সম্রাট ইলতুতমিসের সামনে প্রধান ৩ টি সমস্যা কি ছিল ?

চ) গোলকুণ্ডা ও বিজাপুর জয় করে মোগলদের কি সুবিধা হয়েছিল। Page – ৮৩-৮৪

Class 7 3rd unit test question paper 2024 History WB Board long question 5 numbers each

৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও , যেকোনো তিনটি  5×3

ক)শ্রী চৈতন্যদেবের  প্রচারিত ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা কর ? Page – ১২৩-১২৪

খ) আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রন ব্যবস্থা সম্পর্কে লেখ? Page – ৫৯-৬০

গ) বাংলার স্থাপত্য রীতির বিশিষ্ট কি আলোচনা কর। Page – ১৩৮

ঘ) মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। Page -১২৯

ঙ) দাক্ষিণাত্য ক্ষত মোগল সাম্রাজ্যের উপর কি প্রভাব ফেলেছিল। Page – ৮৪

চ) আকবর ও রাজপুত নীতি সম্পর্কে আলোচনা কর ? Page – ৪০

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply