Class 6 1st unit test question paper 2024 Science WB Board, ক্লাস VI ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, Class 6 1st unit test question paper 2024 Science WB Board
Class 6 1st unit test question paper 2024 Science WB Board , ক্লাস VI ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, এই নিবন্ধে আমার ক্লাস VI 1st unit test এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 6 1st unit test question paper 2024 Science WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 6 1st unit test question paper 2024 Science WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 6 1st unit test question paper 2024 Science WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 6 1st unit test question paper 2024 Science WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
Class 6 1st unit test question paper 2024 Science WB Board syllabus
১। পরিবেশ ও জীবজগতের পারস্পারিক নির্ভরতা
২। আমাদের চারপাশের ঘটনা সমূহ
৩। মৌলিক , যৌগিক ও মিশ্র পদার্থ
Class 6 1st unit test question paper 2024 Science WB Board Number Classification
No | অধ্যায় | MCQ | SAQ | SA | Total |
1 | পরিবেশ ও জীবজগতের পারস্পারিক নির্ভরতা | 1×2 | 1×1 | 2×1 | 5 |
2 | আমাদের চারপাশের ঘটনা সমূহ | 1×2 | 1×1 | 2×1 | 5 |
3 | মৌলিক , যৌগিক ও মিশ্র পদার্থ | 1×2 | 1×1 | 2×1 | 5 |
মোট | 6 | 3 | 6 | 15 |
মোট নম্বর ১৫ সময় – ৩০ মিনিট শ্রেণি – ৬
Physical Science
বিভাগ – ক
Class 6 1st unit test question paper 2024 Science WB Board Short Question
১। নীচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন কর । 1×4
১.১) পাশের ঘটনাগুলির মধ্যে কোনটি মানুষের দ্বারা অনভিপ্রেত ঘটনা – বন্যা / ভূমিকম্প / গাছকাটা / দাবানল
উঃ গাছকাটা ।
১.২) সোডিয়াম ও ক্লোরিন দিয়ে কোন যৌগ তৈরি হয় – চিনি / নুন / সাবান
উঃ নুন
১.৩) পাশের কোন টি তরল ধাতুর নাম – ব্রোমিন / পারদ / সোডিয়াম
উঃ ব্রোমিন
১.৪) কার্বারিল হল – রাসায়নিক কীটনাশক / জৈব সার / অজৈব সার
উঃ রাসায়নিক কীটনাশক
Class 6 1st unit test question paper 2024 Science WB Board small Question
২। নীচের প্রশ্নগুলির সঠিক ভাবে উত্তর দাও । 1×2
২.১) ভুল না ঠিক – দিন থেকে রাত এবং রাত থেকে দিন হওয়া একটি পরযাবৃত ঘটনা।
উঃ ঠিক
২.২) দুটি মৌলের পরস্পরের যুক্ত হওয়ার ক্ষমতা কে কি বলে ?
উঃ যোজ্যতা ।
২.৩) যে ঘটনা ধীরে ধীরে হয় তাকে …… ঘটনা বলে।
উঃ মন্থর ঘটনা ।
Class 6 1st unit test question paper 2024 Science WB Board small Question 1-2 sentence
৩। নীচের প্রশ্নগুলির ১ – ২ বাক্যে উত্তর দাও । 2×2
৩.১) জলের অনু কি কি মৌল নিয়ে গঠিত । এর অনুতে কোন কোন মৌলের কয়টি পরমাণু আছে ?
উঃ জলের অনু হাইড্রোজেন ও অস্কিজেন নিয়ে গঠিত। এতে ২ টি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু আছে।
৩.২) প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখ ।
কোবাল্ট, লিথিয়াম, হিলিয়াম, পারদ
উঃ – Co, Li, He, Hg
৩.৩) অভিপ্রেত ঘটনা কাকে বলে উদাহরণ সহ লেখ ?
উঃ যে সমস্ত ঘটনা মানুষের কোন ক্ষতি করে না। যেমন – গাছে ফল হয়। বীজ থেকে নতুন চারাগাছ সৃষ্টি হয় ।
বিভাগ – খ
Life Science
Class 6 1st unit test question paper 2024 Science WB Board Short Question L. S.
১। প্রশ্নগুলি ভাল করে পড় ও সঠিক উত্তর টি নির্বাচন কর । 1×2
১.১) সাগরকুসুমের সঙ্গে মিথোজীবিতা দেখা যায় – সন্ন্যাসী কাঁকড়া / ক্লাউন মাছ / দুটোই ।
উঃ সন্ন্যাসী কাঁকড়া
১.২) ফুসফুস, হাড় ও নানা অঙ্গে কোন জীবাণু সংক্রমণ করে – যক্ষ্মার জীবাণু / আমাশার জীবাণু / ম্যালেরিয়ার জীবাণু
উঃ যক্ষ্মার জীবাণু ।
১.৩) ধুনা কোন গাছের আঠা থেকে তৈরি হয় – সেগুন / শাল / পাইন ।
উঃ – শাল।
Class 6 1st unit test question paper 2024 Science WB Board small Question
২। সংক্ষিপ্ত কথায় উত্তর দাও । ১
২.১) কোন ভিটামিনের অভাবে চোখের সমস্যা হতে পারে –
উঃ ভিটামিন A .
২.২) জাব পোকারা গাছের রস শোষণ করে যে বর্জ্য ত্যাগ করে তাকে কি বলে ?
উঃ হানিডিউ বলে।
Class 6 1st unit test question paper 2024 Science WB Board small type Question 2-3 sentence
৩। এক বা দুটি বাক্যে উত্তর দাও ।
৩.১) স্বর্ণলতা কিভাবে খাদ্য সংগ্রহ করে ।
উঃ স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ এটি যে গাছে জন্মায় সেই গাছ থেকে নিজের খাদ্য সংগ্রহ করে।
৩.২) পরিবহনে প্রাণীর ভুমিকা বর্ণনা কর ।
উঃ পরিবহনের কাজে বিভিন্ন প্রাণী খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যেমন গরু বা মোষ চাষের কাজে পরিবহণে সহায়তা করে। আবার উট মরুভূমি তে যাত্রী পরিবহন করে। এবং হাতি ও নানা ধরনের মাল পরিবহনে সহায়তা করে।
আরও দেখে নিন –
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Q. কোন ভিটামিনের অভাবে চোখের সমস্যা হতে পারে –
উঃ ভিটামিন A .
Q. সোডিয়াম ও ক্লোরিন দিয়ে কোন যৌগ তৈরি হয় –
উঃ নুন
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।