Class 8 1st unit test question paper 2024 History WB Board, ক্লাস VIII ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, Class 8 1st unit test question paper 2024 History WB Board
Class 8 1st unit test question paper 2024 History WB Board , ক্লাস VIII ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, এই নিবন্ধে আমার ক্লাস VIII 1st unit test এর ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 8 1st unit test question paper 2024 History WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 8 1st unit test question paper 2024 History WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 8 1st unit test question paper 2024 History WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 8 1st unit test question paper 2024 History WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Subject – History
Number – 15 Time – 30 min
Class 8 1st unit test question paper 2024 History WB Board syllabus
১। আঞ্চলিক শক্তির উত্থান
২। ঔপনিবেশিক কর্তৃতব প্রতিষ্ঠা
অধ্যায় | MCQ | SAQ | 2 MARK | 3 MARK | 5 MARK | Total |
১। আঞ্চলিক শক্তির উত্থান | 1×2 | 1×1 | 2×1 | 3×1 | 5×1 | |
২। ঔপনিবেশিক কর্তৃতব প্রতিষ্ঠা | 1×1 | 1×1 | 2×1 | 3×1 | 5×1 | |
পূর্ণমান | 3 | 2 | 2 | 3 | 5 | 15 |
Class 8 1st unit test question paper 2024 History WB Board – short Questions
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । যেকোন তিনটি 1×3
১.১) পলাশীর যুদ্ধ কবে হয়েছিল – ১৯৫৭ সালের ২৩ জুন / ১৯৫৭ সালের ২৬ জুন / ১৯৫৮ সালের ২১ জুন
উঃ ১৯৫৭ সালের ২৩ জুন
১.২) ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার – দেওয়ান / নবাব / জমিদার
উঃ দেওয়ান
১.৩) অধিনাতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন – লর্ড ওয়েলেসলি / লর্ড ডালহৌসি / রবার্ট ক্লাইভ
উঃ লর্ড ওয়েলেসলি
Class 8 1st unit test question paper 2024 History WB Board small questions
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । একটি বাক্যে উত্তর দাও। 1×2
২.১) ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ।
২.২) পাঁচশালা ব্যবস্থা কী?
উঃ পাঁচ বছরের জন্য জমি দেওয়ার বন্দোবস্তকে পাঁচশালা ব্যবস্থা বলা হয় ।
Class 8 1st unit test question paper 2024 History WB Board small questions in 3-4 lines
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । ১ টি 2×1
৩.১) ছিয়ত্তরের মন্বন্তর কী?
উঃ ১৭৬৫ থেকে ১৯৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। ফ্লে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় । বঙ্গাব্দের হিসাবে ওই বছরটি ছিল ১১৭৬ বঙ্গাব্দ। তাই একে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয় ।
Class 8 1st unit test question paper 2024 History WB Board broad questions
৪। নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও – 3×1
৪.১) ‘পলাশির লুণ্ঠন কাকে বলে ?
উঃ মীরজাফরের নবাব পদ লাভের বিনিময়ে ব্রিটিশ কোম্পানি ২৪ পরগনার জমিদারী পায় এবং এই জমিদারী থেকে যে রাজস্ব সামরিক খরচ মেটানোর জন্য অধিকার দেওয়া হয় । সিরাজের কলকাতা আক্রমনের অজুহাতে কোম্পানি ১ কোটি ৭৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ কোম্পানি প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে। এই লুণ্ঠনের পর নবাবের কোষাগার নিঃস্ব হয়ে যায়।
৪.২) অন্ধকূপ হত্যা কি ?
৪.৩) উইলিয়াম কেরি কে ছিলেন ? শিক্ষাচর্চায় তার অবদান লেখ ।
৪.৪) জগত শেঠ কে ছিলেন? কেন বা বিখ্যাত ?
৪.৫) ইজারাদারী ব্যবস্থা কী ?
৫। নীচের একটি প্রশ্নের উত্তর দাও । 5×1
৫.১) টকা লেখ – ফাররুখশিয়রের ফরমান, বক্সারের যুদ্ধ
৫.২) ইঙ্গ – ফরাসি যুদ্ধ সম্পর্কে আলোচনা কর ।
৫.৩) ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান কি ছিল ?
৫.৫) ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠায় পলাশী অপেক্ষা বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপুর্ন কেন ?
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Q.বাংলার রাজা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল ?
Ans: -কর্ণসুবর্ণ
Q. বঙ্গ নামের উল্লেখ কন গ্রন্থে প্রথম পাওয়া যায় কোথায় ?
Ans. অর্থশাস্ত্র
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।