You are currently viewing Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board | Class 3 3rd summative question paper Bengali 2023 WB Board

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board | Class 3 3rd summative question paper Bengali 2023 WB Board

Spread the love

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস III 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, Class 3 3rd summative question paper Bengali 2023 WB Board

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস III 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, এই নিবন্ধে আমার ক্লাস III 3rd unit test এর বাংলা বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইংরেজি , পরিবেশ ও বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 3 3rd unit test question paper 2023 Bengali নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 3 3rd unit test question paper 2023 Bengali এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 3 3rd unit test question paper 2023 Bengali ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 3 3rd unit test question paper 2023 Bengali প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

শ্রেণী / ClassClass 3 3rd unit test question paper 2023
পরীক্ষা / ExamClass 3 3rd unit test question paper 2023 Bengali
বিষয়Bengali
পূর্ণ মাণ 50
সময়2 hours
Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board | Class 3 3rd summative question paper Bengali 2023 WB Board

Full Marks – 50 , Time 2 hour Class – III

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board Question short question

১। নীচের সঠিক উত্তরগুলি লেখ । ১x 6 = 6

১.১) ট্রেন থেকে এক বাঙালি – ডাক্তারবাবু / উকিলবাবু / চাষি নামলেন ।

উঃ ডাক্তারবাবু ।

১.২) মেয়ের গায়ে চিকচিক করছে – কাদা / রং / বালি ।

উঃ বালি ।

১.৩) মহিষরেখা ঘাটে সেদিন একটা – নৌকা / লঞ্চ / জাহাজ পেলাম ।

উঃ লঞ্চ ।

১.৪) বাবুইগিন্নি – বেল / পদ্ম/ জবা ফুলের রুমাল বানিয়েছিল লিপিদের জন্য ।

উঃ বেল ।

১.৫) শিশুটির কখন ঘুম ভেঙে ছিল ‘আরাম’ কবিতায় – ভোরে / সন্ধে / রাত্রে ।

উঃ ভোরে

১.৬) তালগাছে বাসা বেঁধেছিল কোন পাখি – কাক / ঘুঘু / টিয়া ।

উঃ কাক

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board Question Grammar

২। বর্ণ গুলি কে সাজিয়ে শব্দ তৈরি কর । 1X4

২.১) ষ ম খা হি রে ২.২) বা ক্তা ডা র বু ২.৩) ধো বো য় দ ২.৪) গি বু বা ই ন্নি

৩। নীচের শব্দ – জোড়ার ভেতর অর্থের পার্থক্য লেখ । 1×2

৩.১) কনে / কনে ৩.২) পার / পাড়

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board Question Small type question

৪। নীচের প্রশ্ন গুলির উত্তর গুছিয়ে লেখ। 1×10

৪.১) সোনার কি নাম রেখেছিল সংস্কৃতের দিদিমণি ?

৪.২) ফুলপরিরা একরাতে কোথায় নেমে এল ?

৪.৩) “নৌকাযাত্রা” কবিতা তে নৌকাটি কোন স্থানে বাঁধা ছিল ?

৪.৪) শেষে শেয়াল কি বলে চলে গেল ?

৪.৫) কার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল শিকারির

৪.৬) লিপিদের বাড়ির কাছে কি আছে ?

৪.৭) ফসল বিক্রি করতে চাষির ছেলে কি পেয়ে গেছিল ?

৪.৮ ) শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিত ?

৪.৯) হিংসুটির মামা আদর করে তাদের কি খেতে দিয়েছিল ?

৪.১০) কাটারিতে আঘাত লেগে কার লেজ কেটে গিয়ে ছিল।

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board Question grammar question

৫। নীচের শব্দগুলির সঠিক বিপরীত শব্দ লেখ ? 1x 4

৫.১) উপকার ৫.২) স্বাধীনতা ৫.৩) ঠান্ডা ৫.৪) ভুল

৬। পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখ । 1×4

অপরূপ , বন, গরম , বৃক্ষ ।

৭। নীচের শব্দগুলির অর্থ লেখ । 1×4

নাগ, কমল , বলাকা , অপরূপ

৮। নীচের শব্দগুলির মধ্যে যেগুলি বেমানান সেগুলি লেখ । 1×2

৮.১) সোমবার, মঙ্গলবার , শনিবার , বৈশাখ

উঃ বৈশাখ

৮.২) শরত , দুর্গা, কাশ ফুল, বর্ষা

উঃ বর্ষা

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board Question question in 2-3 lines

৯। অল্প কথায় নীচের প্রশ্নগুলির উত্তর দাও। 2×3

৯.১) হরিণ কেন ভয় পেয়েছিল ? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল?

৯.২) বৃষ্টি নামতেই ভূতের কি অবস্থা হয়েছিল তা বর্ণনা কর।

৯.৩) ইশপের প্রভুর নাম কি ? তার কথায় ইশপ কোথায় গিয়েছিল ? এবং সেই যায়গা কেন বিখ্যাত ?

১০। নীচের প্রশ্নগুলি গুছিয়ে নিজের ভাষায় উত্তর লেখ। 1x 4

১০.১) সমগ্র পৃথিবীতে মানুষ কতগুলি ভাষায় কথা বলে ?

১০.২) মানুষের শরীরের কথা বলার ক্ষেত্রে সবচেয়ে ছোট অংশ কোনটি ?

১০.৩) ক্রিকেট দল ছেলেরা খেলছে মাঠে করে । – শব্দগুলিকে সাজিয়ে একটি সুন্দর বাক্য তৈরি কর।

১০.৪) কথা বলার জন্য মুখের ভেতর সবচেয়ে ছোট কোন অংশটি ব্যাবহার করা হয়।

Class 3 3rd unit test question paper 2023 Bengali WB Board Question easy question

১১। নীচের বিষয়গুলি থেকে যেকোনো একটি বিষয়ে রচনা তৈরি কর। 1×4

ক) দুর্গা পুজা খ) বিবেকানন্দ গ) তোমার বাড়ির পাশের মেলা

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply