Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস IV 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, Class 5 3rd summative question paper Bengali 2023 WB Board
Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস IV 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, এই নিবন্ধে আমার ক্লাস IV 3rd unit test এর বাংলা বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইংরেজি , পরিবেশ ও বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 4 3rd unit test question paper 2023 Bengali নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 4 3rd unit test question paper 2023 Bengali এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 4 3rd unit test question paper 2023 Bengali ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 4 3rd unit test question paper 2023 Bengali প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
শ্রেণী / Class | Class 4 3rd unit test question paper 2023 |
পরীক্ষা / Exam | Class 4 3rd unit test question paper 2023 Bengali |
বিষয় | Bengali |
পূর্ণ মাণ | 50 |
সময় | 2 hours |

Full Marks – 50 , Time 2 hour Class – IV
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board Question
১। “আদর্শ ছেলে” কবিতার প্রথম ৮ লাইন লেখ, কবির নাম অবশ্যই লিখবে। 1+4
উঃ পাঠ্য পুস্তক থেকে দেখে নেবে।
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board short question
২ । সঠিক উত্তরটি লেখ । 1×3
ক) নাদের আলি একজন ( মিস্ত্রি / মাঝি / সাফাই কর্মী ) ছিলেন।
উঃ মাঝি।
খ) জ্যো তির ন-মামার নাম ছিল – ( অনাথ / শ্রীনাথ / ঘনাত ) ।
উঃ অনাথ
গ) ওগো শোন ……… ( কান / গাল / মাথা ) পেতে।
উঃ কান।
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board mapping left with right
৩। মিল কর ক স্থম্ভ এর সঙ্গে খ স্তম্ভ।
ক স্থম্ভ | খ স্তম্ভ |
ক) ছন্দের যাদুগর | ১) অখিল বন্ধু নিয়োগী |
খ) নীললোহিত | ২) সত্যেন্দ্র নাথ দত্ত |
গ) স্বপনবুড়ো | ৩) সুনীল গঙ্গোপাধ্যায় |
উঃ ক – ২, খ – ৩ , গ – ১
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board Fill in the blanks
৪। নীচের শূন্যস্থান পূরন কর ।
ক)ঘুমের ………. বুলিয়ে আসে গুটি গুটি ।
উঃ কাজল।
খ) মায়াদ্বীপের অপর নাম …………………. ।
উঃ বানভাসি দ্বীপ ।
গ) ট্রাম ছাড়া ………………….. হল আরও একটি পরিবেশ বান্ধব যান।
উঃ মেট্রো ।
ঘ) নতুন চটি পায়ে দিয়ে …………………যতীন খুব সাবধানে রইল ।
উঃ প্রথম দিন।
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board very small question .
৫। নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও । 1×5
ক) মহিতলাল মজুমদারের লেখা তোমার জানা যেকোনো দুটি কাব্য গ্রন্থের নাম লেখ ।
উঃ স্বপনপসারি , হেমন্ত গোধূলি ।
খ) কোন বই থেকে ‘ মায়াদ্বীপ’ গ্লপকে চয়ন করা হয়েছে ?
উঃ ‘ তাঁর বড়োরা যখন ছোট ছিল ” ।
গ) যতীন তার কোন জিনিসটিকে যতদিন সম্ভব টিকিয়ে রাখত ?
উঃ তার ঘুড়িটিকে ।
ঘ) মা জ্যোতি কে কোন নদীতে স্নান করতে নিয়ে যেতেন ?
উঃ গোড়ুই নদী।
ঙ) কুশুমকুমারি দাসের জন্ম ও মৃত্যু কবে হয়েছিল।
উঃ ১৮৭৫ সালে জন্ম ও ১৯৪৮ সালে মৃত্যু ।
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board small question 4 – 5 lines.
৬। অল্প কথায় উত্তর দাও ? ৪ থেকে ৫ লাইনে। 2×2
ক) অনেক শুশুক দেখা হয়ে ওঠে না কেন কথকের মায়ের ।
খ) ‘প্রত্যেক বাড়িতে থাকত নিজস্ব নৌকা’ – এই ব্যবস্থার কারন কি ?
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board small question 8- 10 lines.
৭। নীচের প্রশ্ন গুলির উত্তর নিজে গুছিয়ে লেখ । 3×2
ক) ‘কথায় না বড় হয়ে কাজে বড় হবে’ – কবির এই কথা বলার কারন কি ?
খ) জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল ?
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board Grammar question .
৮। ২টি শব্দ-এর ভিতর অর্থের কি পার্থক্য আছে তা লেখ । 2×2
ক) ভাল / ভালো
খ) বাড়ি / বারি
৯ । বিপরীত শব্দ লেখ । 1×4
ক) দিবস , খ) জোয়ার , গ) অভ্যাস , ঘ) স্পষ্ট
১০। দুটি করে সমার্থক শব্দ লেখ । 1×4
ক) জল , খ) হাত, গ) মা , ঘ) হাতি
১১। লিঙ্গ পরিবর্তন কর। 1×4
ক). রানী , খ) মা , গ) দাদা
Class 4 3rd unit test question paper 2023 Bengali WB Board easy writing.
১২। যেকোনো বিষয়ের উপর রচনা লেখ । 5×1
ক) তোমার প্রিয় মেলা,
খ) তোমার প্রিয় ঋতু
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।