Class 4 3rd unit test question paper 2023 Math WB Board , ক্লাস IV 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় অংক, Class 5 3rd summative question paper Math 2023 WB Board
Class 4 3rd unit test question paper 2023 Math WB Board , ক্লাস IV 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় অংক, এই নিবন্ধে আমার ক্লাস IV 3rd unit test এর অংক বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইংরেজি , পরিবেশ ও বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 4 3rd unit test question paper 2023 Math নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 4 3rd unit test question paper 2023 Math এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 4 3rd unit test question paper 2023 Math ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 4 3rd unit test question paper 2023 Math প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
শ্রেণী / Class | Class 4 3rd unit test question paper 2023 |
পরীক্ষা / Exam | Class 4 3rd unit test question paper 2023 Mathematics |
বিষয় | Mathematics |
পূর্ণ মাণ | 50 |
সময় | 2 hours |
Full Marks – 50 , Time 2 hour Class – IV
Class 4 3rd unit test question paper 2023 Math WB Board Question
১। নীচের প্রশ্নগুলির সঠিক ভাবে উত্তর দাও । 1×5
১.১) দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কত ?
উঃ ৯৯
১.২) দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত ?
উঃ ৯৭
১.৩) কোন সংখ্যাটি না মৌলিক না যৌগিক ।
উঃ ১
১.৪) পুরো নামে লেখ – ল.সা. গু.
উঃ ল.সা. গু. এর পুরো নাম হল – লঘিস্ট সাধারন গুনিতক ।
১.৫) ৫টি ৩ এর গুনফল কত ?
উঃ ১৫
২। নীচের সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখ ।
২.১) গুণনীয়কের সংখ্যা কি নিদিষ্ট / যাকিছু / অসংখ্য ।
উঃ নিদিষ্ট
২.২) গুনিতকের সংখ্যা নিদিষ্ট / যাকিছু / অসংখ্য ।
উঃ অসংখ্য
২.৩) সবথেকে ছোট জোড় মৌলিক সংখ্যা টি হল – ১ / ২ / ৩
উঃ ২
২.৪) একটি ফুটবলের কয়টি তল থাকে – ১ / ২/ ৩
উঃ ১ টি তল
২.৫) কাজের জন্য ব্যবহার করা বড় ঝুড়ি কি – সমতল / বক্রতল / দ্বিতল
উঃ বক্রতল
৩। নীচের প্রশ্নগুলির শুন্যস্থান পূর্ণ কর । 1×5
৩.১) চার বাহু বিশিষ্ আকৃতির জ্যামিতিক চিত্র কে বলে …… ।
উঃ চতুর্ভুজ ।
.৩.২) ফুটবলের মত কোন বস্তুর যে আকার থাকে তাকে বলে …… ।
উঃ গোলক ।
৩.৩) ১৫ সংখ্যাটির গুণনীয়ক কয়টি …….. ।
উঃ ৪ টি ।
৩.৪) ৩০ স্নখ্যাটির মৌলিক উৎপাদক গুলি হল ……. ।
উঃ ২, ৩, ৫।
৩.৫) দুই অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা টি ……. ।
উঃ ৯৮
৪। উৎপাদকে বিশ্লেষণ কর ? ২০ , ১৫ 5×1
২০= ২x২x ৫
১৫ = ৩ x৫
৫। উৎপাদকে বিশ্লেষণ করে গুন ও ভাগ কর । 6×1
১২০ x ২৪ , ২০২০ ভাগ ২০
৬। সরল কর । ৬
৫x৩ + ৪ – ১০২০- ৭x২+৪
৭। রাম ও মধু বাড়ি ভাড়া করে বারি ফিরতে হয়ে ছিল গাড়ি ভাড়া করার জন্য তাদের মোট ২২৫ টাকা দিতে হয় । প্রত্যাকে যদি সমান ভাড়া দেয় তবে কত টাকা করে তাদের দিতে হয়েছিল । ৬
৮ । সুমন বাবু মোট ৪৫১৫ টি খবরের কাগজ বিলি করেছেন ।তবে তিনি এই কাগজ মোট ২১ দিনে বিলি করেছেন । তবে তিনি এক দিনে কত কাগজ বিলি করেছেন । ৬
৯। একটি সমদ্বি ভাহু ত্রিভুজ আঁক । ৬
Q. দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত ?
উঃ ৯৭
Q. গুনিতকের সংখ্যা নিদিষ্ট / যাকিছু / অসংখ্য ।
উঃ অসংখ্য
Q. সবথেকে ছোট জোড় মৌলিক সংখ্যা টি হল – ১ / ২ / ৩
উঃ ২
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।