You are currently viewing Class 4 3rd unit test question paper 2023 Paribesh WB Board | Class 4 3rd summative question paper Paribesh 2023 WB Board

Class 4 3rd unit test question paper 2023 Paribesh WB Board | Class 4 3rd summative question paper Paribesh 2023 WB Board

Spread the love

Class 4 3rd unit test question paper 2023 Paribesh WB Board , ক্লাস IV 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, Class 5 3rd summative question paper Paribesh 2023 WB Board

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস IV 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় পরিবেশ, এই নিবন্ধে আমার ক্লাস IV 3rd unit test এর পরিবেশ বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইংরেজি , পরিবেশ ও বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 4 3rd unit test question paper 2023 Paribesh নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 4 3rd unit test question paper 2023 Paribesh এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 4 3rd unit test question paper 2023 Paribesh ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 4 3rd unit test question paper 2023 Paribesh প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

শ্রেণী / ClassClass 4 3rd unit test question paper 2023
পরীক্ষা / ExamClass 4 3rd unit test question paper 2023 Paribesh
বিষয়Paribesh
পূর্ণ মাণ 50
সময়2 hours

Full Marks – 50 , Time 2 hour Class – IV

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board Short Question

১। নীচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বেছে নাও । যেকোনো ৫ টি ।     1×5

১.১) বিরশা মুন্ডার নামে কোন শহরে মিউজিয়াম তৈরি করা হয়েছে – কলকাতা / রাঁচি / পুরুলিয়া ।

উঃ রাঁচি

১.২) কোন জিনিস কে আগেকার দিনে মধুতে দুবিয়ে রাখা হত – মাংস / মাছ / ফল মূল ।

উঃ ফল মূল

১.৩) চাষের কাজে কোন হাতিয়ার কে ব্যবহার করা হয় – বেলচা / কোদাল / কাঁচি ।

উঃ কোদাল ।

১.৪) একই পরিবারের সঙ্গে যারা যুক্ত বা শাখা প্রশাখা তাদের কে বলা হয় – বন্ধু / আত্মীয় / শত্রু ।

উঃ আত্মীয় ।

১.৫) মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল – গরু / কুকুর / বিড়াল

উঃ কুকুর ।

২। নীচের শূন্যস্থান গুলি পূরন কর । যেকোনো ৫ টি। 1×5

২.১) …………………………. অতিরিক্ত ছড়িয়ে ফেলার কারনে ওনেক প্রাণী শেষ হয়ে যাচ্ছে।

উঃ কীটনাশক ।

২.২) প্রথম অবস্থায় মানুষ ………………………. ছিল ।

উঃ যাযাবর ।

২.৩) কলকাতার কিছুটা দূরে ঠাকুর পুকুরে আছে …………………… গ্রাম ।

উঃ ব্রতচারী ।

২.৪) ……………………. অঞ্চলে জল থাকে না।

উঃ মরুভূমি অঞ্চলে জল থাকে না।

২.৪) জাতীর জনক গান্ধিজির পুরো নাম …………………………. ।

উঃ মোহনদাস করমচাঁদ গান্ধি ।

৩। নীচের প্রশ্নগুলি সত্যি না মিথ্যা লেখ ।

৩.১) মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল বানানো হয়েছিল ।

উঃ সত্যি।

৩.২) লেপচা মিউজিয়াম দার্জিলিং জেলার কালিম্পঙে আছে।

উঃ সত্যি।

৩.৩) মিউজিয়াম -এর বাংলা কথা হল যাদুঘর ।

উঃ সত্যি।

৩.৪) পাঞ্জাবে ভারতের মধ্যে গম চাষ সবচেয়ে বেশী হয় ।

উঃ মিথ্যা।

৩.৫) কোন অঞ্চলের সংস্কৃতি হল ওই অঞ্চলের নাচ, গান, খাওয়া, শিল্প, কলা ইত্যাদি ।

উঃ সত্যি ।

৪। ক স্তম্ভ ও খ স্তম্ভ -এর ভিতর সম্পর্ক নির্ণয় কর । 1×4

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক) ১৯৬০১) গান্ধীজীর জন্ম
খ) প্ল্যাস্টিক২) পাথরের রং বদলে যাওয়া
গ) ১৮৬৯৩) ব্যান্ডেল চার্চ
ঘ) বায়ুদূষণ ৪) মাটির নীচে জল

উঃ – ক – ৩ , খ – ৪, গ – ১ , ঘ – ২

৫। নীচের প্রতি প্রশ্ন থেকে অমিল শব্দগুলি বের করে লেখ । 1×4

৫.১) গম, টমেটো, আলু, হিমঘর ।

উঃ গম ।

৫.২) চাল, গম , যব, ডিম ।

উঃ ডিম

৫.৩) কালো ধুঁয়া ,শ্বাসকষ্ট , পুকুর ।

উঃ পুকুর

৫.৪) নিড়ানি , কাস্তে, লাঙল , বাঘ।

উঃ বাঘ

৬। বাম পখ্য ও ডান পখ্যের মধ্যে মিল কর । যেকোনো ৫ টি। 1×5

বাম ডান
১ ) পোকামাকড় ক) মাছ
২) কারখানাখ) যাদুঘর
৩) বিশ্নুপুর গ) নদী
৩) বোরালি
ঘ) জঞ্জাল
৪) ডাস্টবিন ঙ ) বিষ
৫) মাটিচ) রাসমঞ্চ
৬) জল ছ) পাখি
জ) উৎসব

উঃ ১ – ঙ , ৩ – চ , ৩ -ক , ৪ – ঘ, ৬ – গ

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply