You are currently viewing Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board PDF Download | Class 5 1st summative question paper Bengali 2024 WB Board PDF Download

Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board PDF Download | Class 5 1st summative question paper Bengali 2024 WB Board PDF Download

Spread the love

Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board, ক্লাস V ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় বাংলা Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board

Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board , ক্লাস V ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় বাংলা , এই নিবন্ধে আমার ক্লাস V 1st unit test এর বাংলা বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board syllabus

সাহিত্যমেলা – গল্পবুড়ো, বুনো হাঁস , দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা।

ভাষাপাঠ – সন্ধি , শব্দ ও পদ, বিপরীত শব্দ, সব্দার্থ, বাক্য রচনা।

Class 5 1st unit test question paper 2024 Bengali WB Board PDF Download | Class 5 1st summative question paper Bengali 2024 WB Board PDF Download

মোট নম্বর ১০ সময় – ২০ মিনিট শ্রেণি – ৫

বাংলা

Class 5 1st unit test question paper 2024 Bengali WB short questions

১। সঠিক উত্তরটি কোনটি হবে লেখ । 1×2

১.১) ভারতের বিখ্যাত মরুভূমির নাম কি ? ( গোবি / সাহারা/ থর ) ।

উল থর

১.২) রূপকথার গল্পে কোনটি থাকে না ? ( হেলিকপ্টার / পক্ষীরাজ / দত্যি )

উঃ হেলিকপ্টার

১.৩) থুত্থুড়ে শব্দটির অর্থ কি ( নড়বড়ে/ জড়োসড়ো / জ্ঞানী )

উঃ নড়বড়ে ।

১.৪) এতোয়া শব্দটির অর্থ কি – ( রবিবার / সোমবার / মঙ্গলবার )

উঃ রবিবার

Class 5 1st unit test question paper 2024 Bengali WB small questions

২। নীচের প্রশ্নগুলি ২-৩ লাইনে উত্তর দাও । 1×2

২.১) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?

উঃ জম্মু ও কাশ্মীরের লাডাক অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে ছিল জোয়ানদের ঘাঁটি ।

২.২) বুনো হান্সেরা জোয়ানদের তাঁবুতে কি খেত ?

উঃ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি ইত্যাদি খেত।

২.৩) বালক রবিন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল ?

উঃ বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাঁদের জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ।

Class 5 1st unit test question paper 2024 Bengali WB small questions in 4-5 lines

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 2×1

৩.১) দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল কেন ?

উঃ শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদেরই মধ্যে থেকে একটি বুনো হাঁস নিচে নেমে আসে। ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাডাকের মাটিতে নেমে পড়েছিল । আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁস ও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল।

২.২) এতোয়া নামটি কেন হয়েছিল ?

উঃ আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতোয়ার জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া।

Class 5 1st unit test question paper 2024 Bengali WB Grammar questions in 4-5 lines

৪। অর্থ লেখো । .5 x 4 = 2

দরবার – সভা, রাজসভা।

বাগাল – রাখাল

মিনার – গম্বুজাকৃতি স্তম্ভ ।

গুঞ্জন – গুনগুন ।

৫। সন্ধি বিচ্ছেদ করো .5×4=2

মৃন্ময় – মৃৎ + ময়

সদিচ্ছা – সৎ + ইচ্ছা

সংবাদ – সম্ + বাদ

বৃষ্টি – বৃষ্ + তি

দিগন্ত – দিক্ + অন্ত

আরো দেখে নিন –

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q. এতোয়া শব্দটির অর্থ কি ?

উঃ রবিবার ।

Q. রূপকথার গল্পে কোনটি থাকে না ?

উঃ হেলিকপ্টার

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply