You are currently viewing Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board | Class 5 3rd summative question paper Bengali2023 WB Board

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board | Class 5 3rd summative question paper Bengali2023 WB Board

Spread the love

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস V 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, Class 5 3rd summative question paper Bengali 2023 WB Board

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস V 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, এই নিবন্ধে আমার ক্লাস V 3rd unit test এর বাংলা বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান ভুগল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 5 3rd unit test question paper 2023 Bengali নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 5 3rd unit test question paper 2023 Bengali এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 5 3rd unit test question paper 2023 Bengali” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 5 3rd unit test question paper 2023 Bengali প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

শ্রেণী / ClassClass 5 3rd unit test question paper 2023
পরীক্ষা / ExamClass 5 3rd unit test question paper 2023 Bengali
বিষয়Bengali
পূর্ণ মাণ 50
সময়2 hours
Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board | Class 5 3rd summative question paper Bengali2023 WB Board

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board Syllabus

পাতাবাহার ভাষা পাঠ
মাস্টারদা, মিষ্টি , তালনবমী একলা, আকাশের দুই বন্ধু, বোম্বাগড়ের রাজা । পুরুষ, বিপরীত শব্দ, অনুচ্ছেদ রচনা।
MCQSAQ2 nos5 nosTotal
গদ্য 1×31×32×21×515
কবিতা 1×31×32×21×515
ব্যাকরণ 1×51×510
নিমিতি 5+510

Full Marks – 50 , Time 2 hour Class – V

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board Short Question

১। নীচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে নীচে লেখ । যেকোনো ৯ টি ।     1×9

১.১) পেটকাটা আর চাঁদিয়াল এর বন্ধু হল – আকাশ / বাতাশ / জল

উঃ আকাশ

১.২) অরা বলাবলি করছিল – চাঁদ / সূর্য / পৃথিবী টা খুব সুন্দর ।

উঃ পৃথিবী টা

১.৩) বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে – সকালবেলায় / জ্যোৎস্না রাতে / বিকেল বেলায় ।

উঃ জ্যোৎস্না রাতে

১.৪) সূর্য সেনের সবচেয়ে প্রিয় কবি ছিলেন – রবিন্দ্রনাথ ঠাকুর / নজরুল / সুকান্ত ভট্টাচার্য ।

উঃ রবিন্দ্রনাথ ঠাকুর

১.৫) বোম্বাগড়ের রাজা ফ্রেমে বাঁধিয়ে রাখে – পিঠে / আমসত্ত্ব / আচার ।

উঃ আমসত্ত্ব।

১.৬) জটি পিসিমার ভাল নাম হল – সুধাময়ী / হরিমতী / মমতা ।

উঃ হরিমতী ।

১.৭) গভীর বনের ভেতর ছিল – বাবলা / ফনিমনসা / কাঁঠাল ।

উঃ ফনিমনসা

১.৮) ‘শোভন’ এর স্ত্রী-লিঙ্গ বাচক শব্দ হল – শোভনা / শোভা / শোভনীয় ।

উঃ শোভনা

১.৯) ‘বোম্বাগড়ের রাজা ‘ কবিতাটি নেওয়া হয়েছে – আবোল তাবোল / পাগলা দাশু / হিরক রাজার দেশ থেকে ।

উঃ আবোল তাবোল ।

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board Short Question in one line.

২। নীচের প্রশ্নগুলি এককথায় উত্তর দাও । যেকোনো ৬ টি। 1×6

২.১) শঙ্খ ঘোষের ‘একলা’ কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ?

উঃ আমায় তুমি লক্ষ্মী বলো ।

২.২) গোলাপ কে ভোরবেলায় তালদিঘির ধারে কে দেখেছিল ?

উঃ গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওরা ।

২.৩) ‘বোম্বাগড়ের রাজা ‘ কবিতায় বালিশ কার মাথায় ছিল ?

উঃ রানির মাথায় বালিশ ছিল।

২.৪) “একটা আছে কাঠবেড়ালি ” – কাঠবেড়ালি কার দিকে তাকিয়েছিল ?

উঃ কবিতায় কবি শঙ্খ ঘোষের দিকে কাঠবেড়ালি তাকিয়েছিল ।

২.৫) ‘ রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে ” নোটিশে কি লেখা ছিল ?

উঃ কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ।

২.৬) মৌমাছি তাড়ানোর মন্ত্র কে জানত ?

উঃ ধনাই মন্ত্র জানত।

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question in 3 to 5 line.

৩। সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও । ৩- ৫ লাইনে। যেকোনো ৫ টি । 2×5

৩.১) ‘রাস্তা হোক না চড়াই – ভাঙা , অনেক অনেক দূর ” – এই লাইনের মধ্য দিয়ে লেখক কি বঝাতে চেয়েছেন। চড়াই-এর মানে কি ?

৩.২) চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কেন ?

৩.৩) শালবন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় রয়েছে ? শালপাতাকে মানুষ কি কি ভাবে ব্যবহার করে ?

৩.৪) গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু-ঘুড়ির বন্ধু হয়ে উঠল ।

৩.৫) “মস্ত আশীর্বাদ ” কবিতায় মস্ত আশীর্বাদ বলতে কবি কোন বিষয় কে বলতে চেয়েছেন ?

৩.৬) জোছনা রাত বলতে কি বোঝ ? কারা জোছনা রাতে কি করে ?

উঃ রাত্রে যখন চাঁদের আলো আসে তখন তাকে জোছনা বলে ।

বোম্বাগড়ের মানুষ জোছনা রাতে চোখে আলতা মাখে ।

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question in 8 to 10 line.

৪। নীচের প্রশ্নগুলির বিস্তারিত ভাবে উত্তর দাও । যেকোনো ২ টি। 5×2

৪.১) ‘তালনবমী’ গল্পে গোপাল বর্ষারাতে কি স্বপ্ন দেখেছিল ? কিভাবে তা মিথ্যা হয়ে গেল , তা বিস্তারিত ভাবে গ্লপের মত করে লেখ ।

৪.২) ‘ সেই ছুটে ছুট লাগাই জোরে ‘ – এখানে এই পক্তিটির মধ্য দিয়ে কবি কী বঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখ ।

৪.৩) ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কি ধরনের প্তাকা উড়ত ? চট্টগ্রামে কার নেতৃত্বে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছিল ?

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board Grammar Question

৫। নীচের প্রশ্নগুলির সঠিক ভাবে উত্তর দাও । 3×3

৫.১) সন্ধি বিচ্ছেদ কর – পরীক্ষা , সংস্কৃত , মৃদঙ্গ ।

৫.২) বচন পরিবর্তন – আমি , ছেলে , ফুল ।

৫.৩) লিঙ্গ পরিবর্তন কর – কবি, লেখক, সাহেব ।

Class 5 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question easy

৬। যেকোনো একটি রচনা লেখ ।

৬.১) পরিবেশ দূষণ ও তার প্রতিকার ।

৬.২) বিশ্বকাপ ক্রিকেট ।

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply