You are currently viewing Class 5 3rd unit test question paper 2023 Math WB Board | Class 5 3rd summative question paper Math 2023 WB Board

Class 5 3rd unit test question paper 2023 Math WB Board | Class 5 3rd summative question paper Math 2023 WB Board

Spread the love

Class 5 3rd unit test question paper 2023 Math WB Board , ক্লাস V 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় অঙ্ক, Class 5 3rd summative question paper Math 2023 WB Board

Class 5 3rd unit test question paper 2023 Math WB Board , ক্লাস V 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় অঙ্ক, এই নিবন্ধে আমার ক্লাস V 3rd unit test এর অঙ্ক বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান ভুগল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 5 3rd unit test question paper 2023 Math নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 5 3rd unit test question paper 2023 Math এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 5 3rd unit test question paper 2023 Math ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 5 3rd unit test question paper 2023 Math প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

শ্রেণী / ClassClass 5 3rd unit test question paper 2023
পরীক্ষা / ExamClass 5 3rd unit test question paper 2023 Math
বিষয়Math
পূর্ণ মাণ 50
সময়2 hours
Class 5 3rd unit test question paper 2023 Math WB Board | Class 5 3rd summative question paper Math 2023 WB Board

Full Marks – 50 , Time 2 hour Class – V

Class 5 3rd unit test question paper 2023 Math WB Board Short Question

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । 1×5

১.১) একটি সমকোণের মাণ হল – ৪৫ , ৯০ , ৭৫

উঃ ৯০

১.২) নীচের কোন মাণগুলি একটি ত্রিভুজের জন্য সঠিক হবে – ৪৫ , ৪৫, ৯০ ৮৫ , ৪৫, ৯০

৯৫ , ৪৫, ৯০

উঃ ৪৫ , ৪৫, ৯০

১.৩) বৃত্তের ব্যাসের মাণ যদি ৮ সেমি, তবে ব্যাসার্ধের মাণ কত হবে? – ৪সেমি , ৮ সেমি, ১০ সেমি।

উঃ ৪ সেমি।

১.৪) নীচে যে মাণগুলি দেওয়া আছে তাদের মধ্যে স্থুল কোন কোনটি ? – ৬৫ , ১৬০, ৯০

উঃ ৬৫

১.৫) আয়তক্ষেত্রের পরিসীমার সুত্র কি ? – ২x(দৈর্ঘ্য + প্রস্ত) , ২দৈর্ঘ্য + ২প্রস্ত , ২দৈর্ঘ্য + প্রস্ত

উঃ ২x(দৈর্ঘ্য + প্রস্ত)

Class 5 3rd unit test question paper 2023 Math WB Board Short Question Fill in the blanks

২। শুন্যস্তানে সঠিক উত্তর বসিয়ে পূরণ কর।

২.১) ৩৪৫ সংখ্যাটি …………………… এবং ………………….. এই সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য।

উঃ ৩ , ৫

২.২) ৩টাকা ৫০ পয়সা = …………….. পয়সা।

উঃ ৩৫০ পয়সা।

২.৩) ৫৩৯.৪২ X ১০০ = ………………..

উঃ ৫৩৯৪২

২.৪) ৩/৮ = ৯/ ? = ? \ ৩২

উঃ ২৪ , ১২

২.৫) ৬ ৩/৫ এই ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হল …..

উঃ ৩৩/৫

Class 5 3rd unit test question paper 2023 Math WB Board small type Question

৩। নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তত্র দাও ? 1×10

৩.১) কোনটি বড় ২/৩ এবং ৫/৬

৩.২) একটি সমকোণী ত্রিভুজ আঁকলে তার বৃহত্তম বাহুকে কি বলা হয় ?

৩.৩) বিষমবাহু ত্রিভুজ কাকে বলে ?

৩.৪) ৪ কিগ্রা চালের দাম যদি ৪০ টাকা হয় , তবে ১ কিগ্রা চালের দাম কত ?

৩.৫) ছোট থেকে বড় সাজাও ? .২৫৪ , .৩৫৪, .২৮৯

৩.৬) বিয়োগ কর ? ৮৮.৪৫ – ৫৭.২৩

৩.৭) ৫ সেমি, ২ সেমি ও ৮ সেমি ৩টি সরল বাহু দিয়ে কি ত্রিভুজ তৈরি সম্ভব ?

৩.৮) ১০০ এর বর্গমূল নির্ণয় কর?

৩.৯) বড় থেকে ছোট সাজাও – .৯৫ , .৯৮ , .৪৮

৩.১০) যোগ কর – ৫/৮ + ৩/৮

Class 5 3rd unit test question paper 2023 Math WB Board solve the Maths

৪। নীচের অঙ্কগুলি সমাধান কর । 2×6

৪.১) কোন বর্গখেত্রকার জমির বাহুর দৈর্ঘ্য ২৫ মিটার হলে , ওই জমিটির পরিসীমা কত হবে ?

৪.২) সরল কর – ১৪x১২+ ২x২১+১৫

৪.৩) ১৪.৯ মিটার লম্বা বাঁশের ৪.২ মিটার কাদায়, ৩.০১ মিটার জলে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে ।

৪.৪) কম্পাস দিয়ে ৪ সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন কর। এই বৃত্তের ব্যাসের মাপ কত ?

৫। নীচের অঙ্কগুলি সমাধান কর । 3×6

৫.১) একটি বাঁশের ২ /১৩ অংশ লাল, ১/৩ অংশ সবুজ , ৮ / ৩৯ অংশ হলুদ রং করা হয়েছে । কত অংশ রং করা বাকি আছে ?

Class 5 3rd unit test question paper 2023 Math WB Board solve the Maths bigger

৫.২) নীচে যে কোন গুলির মাণ দেওয়া আছে । সেখানে কোনটি কি কোন তা লেখ ?

২৫, ১২৫, ১১০, ১৮০, ৯০, ১২০

৫.৩) রামু রিক্সা চেপে ১৮০ মিনিটে ৪০ কিমি যায়, তবে তার ১৫ কিমি যেতে কত সময় লাগে ।

৫.৪) একটি রাস্তা তৈরি করতে ১৪ জন লোককে ১০ দিনের জন্য ৩০০০ টাকা দিতে হয় । তবে যদি ২২ জন লোক ১০ দিন কাজ করে , তবে কত টাকা দিতে হবে।

৫.৫) ৫ সেমি , ৪ সেমি ও ৩ সেমি এই তিনটি সরল রেখা দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকলে সেই ত্রিভজের তিনটি মাণ কি কি হবে তা লেখ ।

৫.৬) একটি আয়তকার পারক-এর দৈর্ঘ্য ৩০ মিটার ও প্রস্ত ২০ মিটার, এখন যদি পার্ক -এর প্রতি ধারের দৈর্ঘ্য ২ মিটার বাড়ান যায় তবে পার্ক -এর পরিসীমা আগের থেকে কত বেশী হবে ?

গুরুত্বপূর্ণ প্রশ্ন –

Q. বৃত্তের ব্যাসের মাণ যদি ৮ সেমি, তবে ব্যাসার্ধের মাণ কত হবে? – ৪সেমি , ৮ সেমি, ১০ সেমি।

উঃ ৪ সেমি।

Q. নীচে যে মাণগুলি দেওয়া আছে তাদের মধ্যে স্থুল কোন কোনটি ? – ৬৫ , ১৬০, ৯০

উঃ ৬৫

Q. ৩টাকা ৫০ পয়সা = …………….. পয়সা।

উঃ ৩৫০ পয়সা।

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply