Class 5 3rd unit test question paper 2023 Science WB Board , ক্লাস V 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, Class 5 3rd summative question paper Science 2023 WB Board
Class 5 3rd unit test question paper 2023 Science WB Board , ক্লাস V 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, এই নিবন্ধে আমার ক্লাস V 3rd unit test এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান ভুগল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।
শ্রেণী / Class | Class 5 3rd unit test question paper 2023 |
পরীক্ষা / Exam | Class 5 3rd unit test question paper 2023 Science |
বিষয় | Science |
পূর্ণ মাণ | 50 |
সময় | 2 hours |
Full Marks – 50 , Time 2 hour Class – V
Class 5 3rd unit test question paper 2023 Science WB Board Short Question
১। নীচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । যেকোনো ১০ টি । 1×10
১.১) কোন ঘাস থেকে কাগজ্জ তৈর হয়েছিল – হিঞ্চে ঘাস / সাবাই ঘাস / দূর্বা ঘাস থেকে ।
উঃ সাবাই ঘাস ।
১.২) কোন গাছ থেকে ম্যালিরিয়া-এর ওষুধ পাওয়া গেছিল – সিঙ্কোনা / নিম / তুলসী থেকে ।
উঃ সিঙ্কোনা
১.৩) শুমেকার লেভি ধুমকেতু কোন গ্রহে আছড়ে পড়েছিল – বুধ / মঙ্গল / বৃহস্পতি গ্রহে
উঃ বৃহস্পতি গ্রহে।
১.৪) কোন তিথি তে চন্দ্রগ্রহণ দেখা যায় – পূর্ণিমা / অমবশ্যা / কোনটাই নয় ।
উঃ পূর্ণিমা
১.৫ ) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে – ৭ মিনিট / ৮ মিনিট / ৯ মিনিট
উঃ ৮ মিনিট
১.৬) মুখ্য জোয়ারের মূল কারন হল – চাঁদের আকর্ষণ / পৃথিবীর আকর্ষণ / সূর্যের আকর্ষণ ।
উঃ চাঁদের আকর্ষণ ।
১.৭) যাত্রীবাহী ট্রেন কত সালে চালু হয়েছিল – ১৮৫০ / ১৮৫৩ / ১৮৫৫ সালে।
উঃ ১৮৫৩ সালে ।
১.৮) জ্যাম-জেলির শিশিতে ভারত সরকারের কোন মার্ক থাকে – ISI / FPO / কোন মার্ক থাকে না।
উঃ FPO
১.৯) মেয়েদের বিয়ের বয়স কমকরে কত হওয়া উচিৎ – ১৭ বছর / ১৮ বছর/ ১৯ বছর ।
উঃ ১৮ বছর
১.১০) পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে – বর্ধমান / রানীগঞ্জ / বীরভূম ।
উঃ রানীগঞ্জ আছে।
Class 5 3rd unit test question paper 2023 Science WB Board short Question in one – two words
২। নীচের প্রশ্নগুলি এককথায় উত্তর দাও । যেকোনো ১০ টি । 1×10
২.১) টেলিস্কোপ কে তৈরি করেন ?
উঃ গ্যালিলিও গ্যালিলি ।
২.২) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি ?
উঃ সান্দাকফু। এর উচ্চতা – ৩৬৬৫ মি. ।
২.৩) থুতু থেকে কোন রোগের জিবানু ছড়ায় ?
উঃ – থুতু থেকে যক্ষ্মা রোগের জীবাণু ছড়ায়।
২.৪) কত বছর পর্যন্ত পড়াশুনা করা শিশুদের নিজেদের অধিকার ?
উঃ ১৪ বছর।
২.৫) গৌন জোয়ার ও মুখ্য জোয়ার -এর ভেতর সময়ের পার্থক্য কত ?
উঃ ১২ ঘণ্টা ২৬ মিনিট ।
২.৬) রক্তাল্পতা-এর লক্ষণ কি কি ?
উঃ নখ ফেটে যাওয়া, ফ্যাকাসে হয়ে যায়।
২.৭) মদন মোহন মন্দির কোন জেলাতে অবস্থিত ?
উঃ কোচবিহার
২.৮) ২ টি প্রচলিত শক্তির নাম লেখ ?
উঃ কয়লা, পেট্রোলিয়াম ।
২.৯) একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখ ?
উঃ চাঁদা মাছ।
২.১০ ) পশ্চিমবঙ্গে কয়লা খনি কোথায় আছে ?
উঃ রানীগঞ্জ ও আসানসোলে ।
Class 5 3rd unit test question paper 2023 Science WB Board short Question Fill in the blanks
৩। শুন্যস্থান পুরন কর। যেকোনো ৯ টি। 1×9
৩.১) ঘি এর শিশির গায়ে ……………… ছাপ থাকে।
৩.২) মুখ্য জোয়ারের মূল কারন …………………….. ।
উঃ চাঁদের আকর্ষণ ।
৩.৩) প্রথম …………………….. দেশে কাগজ তৈরি হয় ।
উঃ চিন।
৩.৪) তালপাতায় লেখা যে সব বই তাদের ……………….. বলে।
উঃ পুঁথি ।
৩.৫) ………… জেলাতে অযোধ্যা পাহাড় অবস্থিত ।
উঃ পুরুলিয়া।
৩.৬) সূর্য সেন কে ……………. নামে সাবাই জানে ।
উঃ মাস্টারদা ।
৩.৭) প্রেসার কুকার -এর বাক্সের গায়ে ……………….. ছাপ থাকে ।
উঃ ISI ছাপ থাকে।
৩.৮) …………………. টেনে ডিঙ্গি নৌকা এগিয়ে যায় ।
উঃ দাঁড় ।
৩.৯) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ সান্দাকফু এর উচ্চতা …………….. মিটার ।
উঃ ৩৬৬৫ মি. ।
Class 5 3rd unit test question paper 2023 Science WB Board short Question in 3 – 5 lines
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । যেকোনো ৫ টি । 2×5
৪.১) লুপ্তপ্রায় মাছ বলতে কি যান? । ২ টি লুপ্তপ্রায় মাছের নাম লেখ ?
৪.২) বাষ্পীভবন কাকে বলে ?
৪.৩) জলচক্র কাকে বলে ?
৪.৪) হেলমেট পরে কেন বাইক চালানো বাধ্যতামূলক ?
৪.৫) মুখ্য জোয়ার কখন হয় ?
৪.৬) হড়পা বান কি ?
৪.৭) কয়লা কিভাবে তৈরি হয় ?
৪.৮) অপ্রচলিত শক্তি বলতে কি বোঝ ? উদাহরণ দাও ।
Class 5 3rd unit test question paper 2023 Science WB Board short Question in 5 – 8 lines
৫। নীচের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও , ৫-৮ লাইনে । 3×2
৫.১) উপভোক্তা সুরখ্যা আইনে কেন আবেদন করা হয় ও এখান থেকে কি কি সুবিধা পাওয়া যায় ?
৫.২) অ্যাসিড বৃষ্টি কি , বিস্তারিত লেখ ।
৫.৩) মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কেন হয় তা লেখ ।
৫.৪) শিশুদের অধিকারগুলি কি কি লেখ , ৫ টি ।
Class 5 3rd unit test question paper 2023 Science WB Board short Question in 10 – 12 lines
৬। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । 5×1
৬.১) সুনামি কাকে বলে ? ভুমিকম্প কাকে বলে ?
৬.২) ডি. ভি. সি. এর পুরো নাম কি ? চন্দ্রগ্রহণ কিভাবে হয় ?
Important প্রশ্নগুলি কোনগুলো
Q.- মুখ্য জোয়ারের মূল কারন
Ans – চাঁদের আকর্ষণ
Q মদন মোহন মন্দির কোন জেলাতে অবস্থিত ?
Ans কোচবিহার
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।