You are currently viewing Class 6 1st unit test question paper 2024 History WB Board PDF Download | Class 6 1st summative question paper History 2024 WB Board PDF Download

Class 6 1st unit test question paper 2024 History WB Board PDF Download | Class 6 1st summative question paper History 2024 WB Board PDF Download

Spread the love

Class 6 1st unit test question paper 2024 History WB Board, ক্লাস VI ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, Class 6 1st unit test question paper 2024 History WB Board

Class 6 1st unit test question paper 2024 History WB Board , ক্লাস VI ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, এই নিবন্ধে আমার ক্লাস VI 1st unit test এর ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 6 1st unit test question paper 2024 History WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 6 1st unit test question paper 2024 History WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 6 1st unit test question paper 2024 History WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 6 1st unit test question paper 2024 History WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 6 1st unit test question paper 2024 History WB Board PDF Download | Class 6 1st summative question paper History 2024 WB Board PDF Download

Subject – History

Number – 15 Time – 30 min

Class 6 1st unit test question paper 2024 History WB Board syllabus

১।ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ

২। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা

অধ্যায়MCQSAQ2 MARK3 MARK5 MARKTotal
১।ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ 2×11×11×21×31×5
২। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা1×11×11×21×31×5
পূর্ণমান3223515

Class 6 1st unit test question paper 2024 History WB Board – short Questions

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । যেকোন তিনটি 1×3

১.১) নর্মদা উপত্যকায় ৮ হাজার বছর পুরনো বন্যপশুর হাড় মিলেছে – আজমগড়ে / সাহিলগড়ে / আদমগড়ে

উঃ আদমগড়ে ।

১.২) ভীমবেটকা গুহাটি – বিহারে / মধ্যপ্রদেশে / অন্ধ্রপ্রদেশে অবস্থিত।

উঃ মধ্যপ্রদেশে ।

১.৩) হরপ্পা সভ্যতায় মৃতদেহের মাথা কোন দিকে শুইয়ে রাখা হত – উত্তরদিকে / পূর্বদিকে / দক্ষিণদিকে ।

উঃ উত্তরদিকে

১.৪) মেহেরগড় সভ্যতা পাকিস্থানের কোন প্রদেশে অবস্থিত – পাঞ্জাব / বেলুচিস্তান / মধ্যপ্রদেশ

উঃ বেলুচিস্তান

২। এককথায় উত্তর দাও । 1×2

২.১) ভীমবেটকা গুহায় আঁকা চিত্রগুলির প্রধান বিষয় কি ?

উঃ বন্যজন্তুর শিকার ।

২.২) স্পেনের একটি পাহাড়ি একাকার নাম বল ।

উঃ আলতামিয়া ।

২.৩) মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি ।

উঃ সমাধিক্ষেত্র ।

৩। সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও । 2×1

৩.১) পুরনো পাথরের যুগে হাতিয়ারগুলি কিরুপ ছিল ?

উঃ পুরনো পাথরের যুগে হাতিয়ারগুলি ছিল বড়ো , ভারী, এবড়ো খেবড়ো।

৩.২) আদিম মানুষ শিকারে বের হওয়ার আগে কি করত ?

উঃ আদিম মানুষ শিকারে বের হওয়ার আগে যে পশুকে শিকার করবে তার ছবি আঁকত । তাদের বিশ্বাস ছিল যে এই ভাবে ভাল শিকার পাওয়া যাবে।

৩.৩) সিন্ধু সব্যতাকে কেন তাম্র-ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় ?

উঃ সিন্ধু সব্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত , সেইজন্য একে তাম্র-ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়।

৪। সংক্ষিপ্ত উত্তর দাও । 3×1

৪.১) হুন্সগি উপত্যকা থেকে কি ধরনের হাতিয়ার পাওয়া গেছে ।

উঃ কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর- পশ্চিমে হুন্সগি উপত্যকা অবস্থিত । ১৯৮৩ খ্রিষ্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরোনো পাথরের যুগের হাত কুড়ুল, ছোরা বাঃ ছুরি এবং চাছুনি জাতীয় হাতিয়ার পাওয়া গেছে। অনুমান করা হয় যে , এইসব হাতিয়ার তৈরি হয়েছিল আজ থেকে পাঁচ -ছয় লক্ষ বছর আগে । অনেকে মনে করেন হুন্সগি তে পাথরের হাতিয়ার তৈরি করা হত।

৪.২) পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেন ছিল?

৪.৩) সুমের – মেসোপটেমীয় সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার কীরকম যোগাযোগ ছিল।

৪.৪) হরপ্পা সব্যতার লিপি কেমন ছিল ?

আরও দেখে নিন –

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q.নর্মদা উপত্যকায় ৮ হাজার বছর পুরনো বন্যপশুর হাড় মিলেছে কোথায় ?

Ans: -আজমগড়ে

Q. হরপ্পা সভ্যতায় মৃতদেহের মাথা কোন দিকে শুইয়ে রাখা হত ?

Ans. উত্তরদিকে

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply