Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, Class 6 3rd summative question paper Bengali 2023 WB Board
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় বাংলা, এই নিবন্ধে আমার ক্লাস VII 3rd unit test এর বাংলা বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান , ভুগোল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 6 3rd unit test question paper 2023 Bengali নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 6 3rd unit test question paper 2023 Bengali এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 6 3rd unit test question paper 2023 Bengali ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 6 3rd unit test question paper 2023 Science প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
শ্রেণী / Class | Class 6 3rd unit test question paper 2023 |
পরীক্ষা / Exam | Class 6 3rd unit test question paper 2023 Bengali |
বিষয় | Bengali |
পূর্ণ মাণ | 70 |
সময় | 2.30 hours |

Full Marks – 70 , Time 2.30 hour
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board Short Question
১। নীচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । যেকোনো ৬ টি । 1×6
১.১) দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে – দেশে / ঘরে / বিদেশে ।
উঃ দেশে।
১.২) ছায়াময় গ্রামগুলি দেখা যায় -তীরে / কাছে / দূরে ।
উঃ তীরে ।
১.৩) আজি মনে আসে – ছোট কথা / ছোট দুঃখ / ছোট ব্যাথা।
উঃ ছোট কথা ।
১.৪) ভাগত সিং ছিলেন ভারতের বর্তমান – উড়িষ্যা / পাঞ্জাব / হরিয়ানা রাজ্যের বিপ্লবী ।
উঃ পাঞ্জাব ।
১.৫) যতীন দাস একসময় – রবিন / শচীন / অতীন ছদ্মনাম নিয়েছিলেন ।
উঃ রবিন ।
১.৬) বঙ্গ আমার ! জননী আমার ! ধাত্রী আমার – ধাত্রী কথাটির অর্থ হল – যিনি দান করেন / যিনি ধারন করেন / যিনি গ্রহণ করেন।
উঃ যিনি ধারন করেন ।
১.৭) ননীদা চেঁচিয়ে উঠলেন – ম্যাচ ড্র / ম্যাচ জিতেছি / ম্যাচ হেরেছি।
উঃ ম্যাচ ড্র ।
২। নীচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখ , ১ লাইনে। যেকোনো ৬ টি । 1×6
২.১) বিপ্লবী যতীন দাস এর শব যাত্রায় কত মানুষ যোগ দিয়েছিল ?
উঃ প্রায় ৫৬ লক্ষ মানুষ সামিল হয়ে ছিলেন।
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board Short Question in one to 3 words
২.৩) মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন ?
উঃ সিসিএইচ প্রথমে ব্যাট করলে ১৪ রানে সবাই আউট হয়ে যায়। এই দেখে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়েন।
২.৪) ছুটি পেলেই যায় সে ছুটি – কোথায় ছুটে যায় ?
উঃ সমুদ্র তীরে ।
২.৫) ন্যায়ের বিধান কে দিয়েছিল ?
উঃ ন্যায়ের বিধান রঘুমণি দিয়েছিল ।
২.৬) মোরা দুই সহোদর ভাই – কবিতাটি কার লেখা ?
উঃ কাজী নজরুল ইসলামের লেখা ।
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question in 5-6 lines
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও , ৫-৬ লাইনের ভেতর । যেকোনো ৪ টি। 2×4
৩.১) ১৯২৯ সালের ১৩ জুলাই জেলে বন্দিরা অনশন কেন শুরু করে ছিলেন ?
৩.২) হাবু শেষের দিকের বেঞ্চে কেন বসতে চায়? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে ?
৩.৩) ‘ধরাতল’ কবিতায় কবির কল্পনায় নৌকাযাত্রায় তিনি কি কি দেখেছেন তা লেখ ।
৩.৪) ‘এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই ‘ । এই লাইনে কি বোঝানো হয়েছে তা লেখ।
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question
৪। নীচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও । যেকোনো ৪ টি। 5×4
৪.১) ‘যুদ্ধ করিল প্রতাপাদিত্য ” – প্রতাপাদিত্য কে ছিলেন ? প্রতাপাদিত্য কাদের সঙ্গে যুদ্ধ করে ছিলেন ? যুদ্ধের ফল বা কি হয়ে ছিল ?
৪.২ ) অনশন করার আগে যতীন দাস তার সহযোদ্ধা দের কি কি অঙ্গীকার করিয়েছিলেন ? কেন তিনি পণ নিয়েছিলেন অনশন ভঙ্গ করবেন না ?
৪.৩ ) ‘এইটাই সুধীরবাবুর মেথড’ সুধীরবাবুর মেথড টি কি ? তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি ?
৪.৪) ‘সারা মাঠ অবাক শুধু ননীদা ছাড়া ।” – সারা মাঠ কেন অবাক ছিল ? ননীদাই বা কেন অবাক ছিল না?
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question in 1-2 lines
৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । যেকোনো ২ টি। 1×2
৫.১) মোকদ্দমায় রায় কি ছিল ? ফরিয়াদি কে ছিল ?
উঃ সাতদিনের ফাঁসি । ফরিয়াদি ছিল সজারু।
৫.২) ‘হ য র ল ব’ গল্পের লেখক কে ?
উঃ সুকুমার রায় ।
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question in 7-10 lines
৬। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । 3×1
৬.১) হ য র ল ব’ গল্পে কোন চরিত্র টি তোমার সবচেয়ে ভাল লাগে , এবং কেন তা নিজের ভাষায় লেখ ।
৬.২) শেষ পর্যন্ত শ্রী ব্যাকরণ শিং এর কি পরিবর্তন ঘটল ?
৬.৩) প্যাঁচা গম্ভীর হয়ে বললে, ‘ সাবই চুপ কর , আমি মোকদ্দমায় রায় দেবো ।’ – প্যাঁচা কিভাবে এই রায় দান করেছিল তা নিজের ভাষায় লেখ ?
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question in 10-12 lines
৭। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও ? 5×1
৭.১) “হিজি বিজ বিজ” কে তার এর সম্পর্কে আলোচনা কর ।
৮। সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখ। যেকোনো ৫ টি । 1×5
৮.১) হরিপদর ডাকে সুধিরবাবু অবাক হন । এটি একটি – অভ্যরথক বাক্য / যৌগিক বাক্য / জটিল বাক্য ।
উঃ অভ্যরথক বাক্য ।
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board grammar Question
৮.২) উপসর্গের অন্য একটি নাম – আদাপ্রত্যয় / বিশেষণ / বিভক্তি।
উঃ আদাপ্রত্যয়
৮.৩) শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে কি বলে ? – নামাপদ / ক্রিয়া পদ / অব্যয় পদ ।
উঃ নামাপদ
৮.৪) যে সকল ধ্বনি মুখগহ্বর থেকে অবাদে অন্য ধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট উচ্চারিত হয় তাকে বলে – স্বরধ্বনি / ব্যঞ্জন ধ্বনি / কোনটাই নয় ।
উঃ স্বরধ্বনি
৮.৫) শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কি তৈরি হয় – পদ / কারক / বিভক্তি ।
উঃ পদ ।
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board grammar 2nd Question
৯। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । যেকোনো ৫ টি, 1×5
৯.১) সকলে সাদা খাতা খোল আর একটি বৃত্ত আঁক । ( সরল বাক্যে পরিবর্তন কর )
উঃ সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁক ।
৯.২) ‘অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম।’ – যৌগিক বাক্যে পরিবর্তন কর ।
উঃ অঙ্কটাকে তুচ্ছ করতাম এবং সেই ভয়ে প্রতিশোধ নিতাম ।
৯.৩) ‘তুমি এখন বসে পড় ।’ ন-অর্থক বাক্যে পরিবর্তন কর।
উঃ তুমি এখন দাঁড়িও ।
৯.৪) ‘বার বার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম। ‘ – জটিল বাক্যে রূপান্তর কর ।
উঃ বারবার যা লিখতাম তা মুছে ফেলতাম ।
৯.৫) ‘ব্ল্যাকবোর্ডে সাদা খড়ির লেখা পুরনো কবিতাটি ….. ‘ – এখনে কোন শব্দটি মৌলিক শব্দের উদাহরণ ।
উঃ এখানে মৌলিক শব্দটি হল ‘সাদা’ ।
Class 6 3rd unit test question paper 2023 Bengali WB Board long Question in easy .
১০। নীচের যেকোনো বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা লেখ । 5
ক) আমাদের বিধ্যাল্যয় খ) বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ গ)বাংলার উৎসব ।
Important প্রশ্নগুলি কোনগুলো
Q. ছুটি পেলেই যায় সে ছুটি – কোথায় ছুটে যায় ?
উঃ সমুদ্র তীরে ।
Q. ভাগত সিং ছিলেন ভারতের বর্তমান – উড়িষ্যা / পাঞ্জাব / হরিয়ানা রাজ্যের বিপ্লবী ।
উঃ পাঞ্জাব ।
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।