You are currently viewing Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 6 3rd summative question paper Geography 2023 WB Board

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 6 3rd summative question paper Geography 2023 WB Board

Spread the love

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ভূগোল, Class 6 3rd summative question paper Geography 2023 WB Board

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ভূগোল, এই নিবন্ধে আমার ক্লাস VII 3rd unit test এর ভূগোল বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান , ভুগোল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 6 3rd unit test question paper 2023 Geography নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 6 3rd unit test question paper 2023 Geography এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 6 3rd unit test question paper 2023 Geography ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 6 3rd unit test question paper 2023 Geography প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

শ্রেণী / ClassClass 6 3rd unit test question paper 2023
পরীক্ষা / ExamClass 6 3rd unit test question paper 2023 Geography
বিষয়Geography
পূর্ণ মাণ 70
সময়2.30 hours
Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 6 3rd summative question paper Geography 2023 WB Board

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board syllabus

অধ্যায়MCQ SAQ 2 Marks Questions 3 Marks Questions 5 Marks QuestionsMapTotal
১। তুমি কোথায় আছ1×21×12×13×108
২। পৃথিবীর আবর্তন1×21×13×106
৩। আবহওয়া ও জলবায়ু 1×21×25×19
৪। বায়ুদূষণ 1×21×13×106
৫। শব্দ দূষণ 1×11×12×104
৫। ভারতের ভৌগলিক পরিবেশ 1×41×32×15×11×519
৭। ভারতের কৃষিকাজ 1×21×15×18
৮। ভারতের জনজাতি 1×11×12×14
৯। মানচিত্র 1×21×13×16
মোট 181281215570

Full Marks – 70 , Time 2.30 hour

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question

১। নীচের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । যেকোনো ১৮ টি ।     1×18

১.১ পৃথিবীতে দিন ও রাত্রির কেন পরিবর্তন হয় ? – পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে / পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরছে / পৃথিবীর আকৃতি গোলাকার ।

উঃ পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরছে ।

১.২) ব্রাজিলের উপর দিয়ে কোন রেখা গেছে – কর্কটক্রান্তি / মকরক্রান্তি / দ্রাঘিমা রেখা

উঃ মকরক্রান্তি

১.৩) আকাশ সম্পূর্ণ মেঘলা থাকলে তার মেঘাচ্ছনতা কত হবে ? – ২৫% / ৫০% / ১০০%

উঃ ১০০%

১.৪) কোন যন্ত্রের মাধ্যমে বায়ুর গতি মাপা হয় ? – অ্যানিমোমিটার / হাইগ্রমিটার / ব্যারোমিটার

উঃ অ্যানিমোমিটার

১.৫) সূর্যের আপাত বার্ষিক গতিপথ কে কি বলে ? – রবিমার্গ / গতিপথ / ছায়াপথ ।

উঃ রবিমার্গ ।

১.৬) বায়ুদূষণ কমাতে কিসের প্রয়োজন ? – শিল্পায়ন / বনসৃজন / কৃষিকাজ ।

উঃ – বনসৃজন

১.৭) 00C উষ্ণতায় বাতাসে শব্দ তরঙ্গের গতি কত ? – ৩৩১মি./ সে. / ৩৩২ মি. / সে. / ৩৩৩ মি. / সে.

উঃ ৩৩১মি./ সে.

১.৮) রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় ? – তুলসী / সর্পগন্ধা / ঘৃতকুমারী

উঃ সর্পগন্ধা ।

১.৯) গঙ্গা নদীর ধারে কোন শহরটি গড়ে উঠেছে – কোলকাতা / মুম্বাই / দিল্লী

উঃ কোলকাতা

১.১০) সোনালি তন্তু কালে বলে – কার্পাস / পাট / গম ।

উঃ – পাট

১.১১) পদ্মা ও যমুনা মিলিত হয়ে কোন নদীর তৈরি হয়েছে ? – হুগলী / মেঘনা / তিস্তা

উঃ – মেঘনা

১.১২) পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি কোন চাষের পখ্যে উপযুক্ত ? – ধান চাষ / চা চাষ / গম চাষ ।

উঃ – চা চাষ ।

১.১৩) ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি ? – কোল / গণ্ড / সাঁওতাল ।

উঃ গণ্ড ।

১.১৪) বায়ুর চাপ মাপার জন্ত্র-এর নাম কি ? – ব্যারোমিটার / বাতপতাকা / রেনগজ ।

উঃ – ব্যারোমিটার

১.১৫) বৃষ্টিপাতের পরিমাপ করার জন্য কোন জন্ত্র ব্যবহার করা হয় ? – ব্যারোমিটার / বাতপতাকা / রেনগজ ।

উঃ রেনগজ ।

১.১৬ ) মানচিত্রের পাহাড়-পর্বত কে কোন রং দিয়ে বোঝান হয় – সবুজ্‌ / নীল / খয়েরি

উঃ – খয়েরি ।

১.১৭) বায়ু প্রবাহের দিক নির্ণয়-এর জন্য কোন যন্ত্র ব্যাবহার করা হয় ? – ব্যারোমিটার / বাতপতাকা / হাইগ্রমিটার ।

উঃ বাতপতাকা ।

১.১৮) মরু অঞ্চলে কোন ফসলের চাষ ভাল হয় – ধান / গম / মিলেট ।

উঃ মিলেট ।

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question , Fill in the blanks

২। নীচের প্রশ্নগুলি পড়ে যথাযত উত্তর দাও ?

২.১ ) শূন্যস্থান পূরন কর ? যে কোন তিনটি । 1×3

ক) জলীয়বাস্পের পরিমাণ ……………… ঋতু তে কম থাকে ।

উঃ শীত ।

খ) ……………………. নদীর উৎপত্তি স্থল হল কর্ণাটকের ব্রহ্মগিরি ।

উঃ কাবেরী।

গ) শব্দের তীব্রতা-এর পরিমাপক ………………….. ।

উঃ ডেসিবেল ।

ঘ) ………………….. শক্তি ব্যবহারে বায়ুদূষণের পরিমাণ কমে।

উঃ অপ্রচলিত শক্তি ।

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question , Mapping

২.২) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল কর –

বাম দিকডান দিক
১) সূর্যদয়ের দেশ ক) জ্যোতিষ্কদের নিজেদের পথ
২) কক্ষপথ খ) হাইগ্রমিটার
৩) মেসন গ) জাপান

উঃ – ১) – গ), ২) – ক) , ৩) – খ)

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question , True False

২.৩) সত্যি না মিথ্যা লেখ । তিনটি । 1×3

ক) ষাটের দশেকে ভারতের কৃষিতে সবুজ বিপ্লব শুরু হয় ।

উঃ – সত্যি।

খ) রাগি চাষে প্রচুর পরিমাণ জল লাগে।

উঃ- সত্যি

গ) ২৬ সে জানুয়ারি কে সাধারণতন্ত্র দিবস বলে ।

উঃ সত্যি।

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board long Question, in one line

২.৪) এক কথায় উত্তর দাও । যেকোনো তিনটি । 1×3

ক) প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে ?

উঃ বনভুমি কে।

খ) শব্দের পরিমাণ মাপার জন্য কোন মাপক ব্যবহার করা হয় ।

উঃ – ডেসিবেল

গ) Earth Hour কবে চালু হয় ?

উঃ ২০০৭ সালে ৩১ মার্চ ।

ঘ) মৌসুমি জলবায়ুর প্রভাবে কোন শ্রেণির বৃষ্টিপাত হয়?

উঃ শৈলতক্ষেপ শ্রেণির বৃষ্টিপাত ।

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board long Question, in 30 – 40 words

৩। ৩০-৪০ টি শব্দের মধ্যে উত্তর দিন । যেকোনো ৪ টি । 2×4

৩.১) ‘জিয়ড’ বলতে কি বোঝ ?

৩.২) পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে ?

৩.৩) অ্যালবেডো কাকে বলে ?

৩.৪) ডেসিবেল ও ডেসিবেল মিটার বলতে কি বোঝ ?

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board long Question, in 50- 60 words

৪। ৮-১০ লাইনের ভেতর উত্তর দাও । যেকোনো ৪ টি । 3×4

৪.১) মালভূমি অঞ্চলে রাত্রির দিকে তাপমাত্রা কমে যায় কেন।

৪.২ ) শব্দদূষণ নিয়ন্ত্রন করার পদ্ধতি আলোচনা কর ।

৪.৩ ) বায়ুদূষণের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয় তা লেখ ।

৪.৪) আন্টারটিকা মহাদেশ কে “বিজ্ঞানের মহাদেশ” বলা হয় কেন ?

৪.৫ ) মানচিত্রে স্কেলের গুরুত্ব আলোচনা কর ।

Class 6 3rd unit test question paper 2023 Geography WB Board long Question, in 10- 12 lines

৫। ১০-১২ টি লাইনের মধ্যে উত্তর দাও । যেকোনো ৪ টি। 5×4

৫.১) বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারনগুলি আলোচনা কর।

৫.২) কফি চাষের জন্য কি ধরনের অনুকুল পরিবেশের দরকার তা আলোচনা কর।

৫.৩) বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে ? ম্যানগ্রোভ অরণ্যে স্বাভাবিক উদ্ভিদের বিশিষ্ট গুলি লেখ। ২ +৩

৫.৪) পার্থিব বিপর্যয় কি ? আবহাওয়া ও জলবায়ুর উপদানগুলি কি কি ? ২ + ৩

Important প্রশ্নগুলি কোনগুলো

Q. ব্রাজিলের উপর দিয়ে কোন রেখা গেছে

Ans- মকরক্রান্তি

Q . রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় ?

Ans.- সর্পগন্ধা

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply