Class 6 3rd unit test question paper 2023 History WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ইতিহাস , Class 6 3rd summative question paper History 2023 WB Board
Class 6 3rd unit test question paper 2023 History WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ইতিহাস , এই নিবন্ধে আমার ক্লাস VII 3rd unit test এর ইতিহাস বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান , ভুগোল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 6 3rd unit test question paper 2023 History নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 6 3rd unit test question paper 2023 History এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 6 3rd unit test question paper 2023 History ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 6 3rd unit test question paper 2023 History প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
Full Marks – 70 , Time 2.30 hour
Class 6 3rd unit test question paper 2023 History WB Board Short Question
১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও – 1×14
১.১ ) ঋগবৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল – সপ্তসিন্ধু অঞ্চল / আফগানিস্থান / পাঞ্জাব
উঃ- সপ্তসিন্ধু অঞ্চল
১.২) হরিয়ানার কোথায় প্রচুর পরিমাণে ধুসর মাটির চিত্রিত পাত্র কোথায় পাওয়া গেছে – হস্তিনাপুরে / বুরুজাহামে / ভগবানপুরায়
উঃ ভগবানপুরায়
১.৩ ) শিক্ষার্থীরা গুরুদক্ষিণা হিসাবে কি প্রদান করত – বস্ত্র / গরু / অর্থ
উঃ গরু
১.৪ ) ভগবান গৌতম বুদ্ধ প্রথম কতজনকে তার শিষ্যত্ব দিয়েছিলেন – একজন / তিন জন / পাঁচ জন
উঃ পাঁচ জন
১.৫) কি কারনে মগধে ষোড়শ মহাজনপদের সময় কৃষির ভীষণ উন্নতি হয়েছিল – সবাই কৃষিকাজ করত / লোহার লাঙল ব্যবহার হত / মাটি খুব উর্বর ছিল।
উঃ লোহার লাঙল ব্যবহার হত
১.৬) কুষানরা ছিলেন – পার্থীয় গোষ্ঠীর / ইন্দো – গ্রীক গোষ্ঠীর / ইউয়ে – ঝি যাযাবর গোষ্ঠীর
উঃ ইউয়ে – ঝি যাযাবর গোষ্ঠীর
১.৭) সম্রাট অশোকের শাসনব্যাবস্থা নির্ভর করত – মহামাত্রদের / রক্তিমদের / আমত্যদের উপর
উঃ মহামাত্রদের
১.৮ ) ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়ণের সূচনা কবে হয়েছিল কবে – ৫০০ / ৬০০ / ৭০০ খ্রিস্টপূর্বাব্দ ।
উঃ ৬০০ খ্রিস্টপূর্বাব্দ ।
১.৯) ভারতে প্রথম রুপোর মুদ্রা কে চালু করেন- সমুদ্র গুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / স্কন্দ গুপ্ত ।
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১.১০ ) ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটকটি কে রচনা করেন – অশ্বঘোষ / কালিদাস / ভাস
উঃ কালিদাস
১.১১) বৌদ্ধ জাতকগুলির প্রত্যাকটি হল – নীতিশিক্ষামূলক গ্রন্থ / মহাকাব্য / নাটক ।
উঃ নীতিশিক্ষামূলক গ্রন্থ।
১.১২) নীচের কোন নগরটি আলেকজান্ডার ধ্বংস করে ছিলেন – পার্সিপোলিশ / পাটলিপুত্র / তক্ষশিলা
উঃ পার্সিপোলিশ
১.১৩)একজন বিখ্যাত পারসিক সম্রাট এর নাম – সেলুকাস / দারায়ুস / কুরুষ
১.১৪) ঋগবৈদিক যুগে কৃষিকাজে কোন ধরনের পাত্র ব্যাবহার হত – তামার / লোহার / মাটির
উঃ তামার
Class 6 3rd unit test question paper 2023 History WB Board very small Question
২। নীচের অতি স্নখিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখ? যেকোনো ১৪ টি। 1×14
২.১) বেদকে কেন শ্রুতি বলা হয় ?
উঃ বেদ কে শুনে শুনে মনে রাখা হত, তাই তাকে শ্রুতি বলা হয় ।,
২.২) দক্ষিণভারতের একমাত্র মহাজনপদ টির নাক কি লেখ ?
উঃ অস্মক ।
২.৩ ) মেগাস্থিনিস কোন বইটি লিখেছিলেন ?
উঃ ইন্ডিকা ।
২.৪) হর্ষবর্ধন কে নিয়ে লেখা বানভট্টয়ের প্রসস্তি কাব্যটির মান কি ?
উঃ হর্ষচরিত ।
২.৫) অর্থশাস্ত্র বইটির লেখক কে ?
উঃ কৌটিল্য
২.৬) দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য কোন মুদ্রা চালু করেছিলেন ?
উঃ রুপোর মুদ্রা ।
২.৭) এলাহাবাদ প্রসস্তি কার রচনা ?
উঃ হরিষেন
২.৮) মগধ অঞ্চলে কোন প্রজাতির ধানের চাষ বেশী হত ?
উঃ শালি প্রজাতির ধানের চাষ বেশী হত।
২.৯) ‘অয়াড়” কথাটির মানে কি বোঝ ?
উঃ নগর, শহর
২.১০) গুপ্ত আমলে সোনার মুদ্রা কে কি বলা হত ?
উঃ দিনার ও সুবর্ণ
২.১১) প্রাচীনকালে ভারতে দুটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখ ?
উঃ তক্ষশিলা , নালন্দা বিশ্ববিদ্যালয়
২.১২ ) রামায়নে মোট কতগুলি শ্লোক আছে এবং তা কটি কাণ্ডে বিভক্ত ?
উঃ রামায়নে মোট ২৪ হাজার শ্লোক আছে এবং তা ৭ টি খণ্ডে বিভক্ত।
১.১৩ ) বিশাখাদত্ত কোন নাটক লিখেছিলেন ?
উঃ মুদ্রারাক্ষস ,দেবীচন্দ্রগুপ্তম
১.১৪) মেধদুত কাব্য কে রচনা করেন ?
উঃ কালিদাস
Class 6 3rd unit test question paper 2023 History WB Board small Question in 2 to 3 sentences
৩ । নীচের প্রশ্নগুলির উত্তর দাও । ( ২-৩ টি বাক্যে উত্তর দিতে হবে ) 2×6
৩.১) স্নাতক কাদের বলা হত ?
উঃ বৈদিক যুগের শিক্ষারা একটা চূড়ান্ত রুপ বা উপাধি ছিল স্নাতক।
স্নান করা থেকে স্নাতক শব্দটির উৎপত্তি হয়েছে।
বারো বছর শিক্ষা শেষে ছাত্রদের বিশেষ স্নান করার মাধ্যমে স্নাতক উপাধি দেওয়া হত। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা আজকের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মতোই হত।
৩.২) চিত্রিত ধুসর মাটির পাত্র কি ?
উঃ চিত্রিত ধুস্র মাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির প্রধান বিশিষ্ট। গৃহস্থলির কাজে আর্য সমাজে যে পাত্র ব্যাবহার হত তার রং ছিল ধূসর বর্ণের । পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙয়ের পাত্রের গায়ে ছবি আঁকা হত ।
৩.৩ ) বৌদ্ধ ধর্মের তিরত্ন বলতে কাকে বলা হত ?
উঃ – ১। বুদ্ধ
২। ধর্ম
৩। সংঘ
৩.৪) দিগম্বর ও শ্বেতাম্বর কাকে বলা হত ?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ দিকে উত্তর ভারতে এক ভায়াভয় দুর্ভিক্ষ এর সৃষ্টি হয় । এবং জৈন সন্ন্যাসীরা উত্তর-পূর্ব ভারত থেকে দক্ষিণভারতে চলে গেলে । জৈন সন্ন্যাসীরা দুই ভাগে ভাগ হয়ে যায়। সেই দুই ভাগ কে দিগম্বর ও শ্বেতাম্বর বলা হত।
দিগম্বর – জৈন সন্ন্যাসীরা ভদ্রবাহুর নেতৃত্বে যারা দাক্ষিণাত্যে চলে গেছিল তারা মহাবীরের মত কোন পোশাক না পরে কঠোর ভাবে ধর্ম পালন করত। এদের বলা হত। দিগম্বর।
শ্বেতাম্বর – স্থুলভদ্রের নেতৃত্বে অনেক জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায় । এরা পার্শনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন। এদের কে শ্বেতাম্বর বলা হত। শ্বেতা – সাদা , অম্বর – কাপড়
৩.৫) কার্যার্পন কি ?
উঃ মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ হয় । এবং ব্যবসা বানিজ্যের বিনিময়ের জন্য ধাতুর মুদ্রার ব্যাবহার হত। কার্যার্পন হল বহুল প্রচলিত একটি মুদ্রা। এটি সে সময় বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার করা হত।
৩.৬) ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি কি ?
উঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশ দুই ধরনের লিপি ব্যবহার হত। এদের একটি ছিল ব্রাহ্মী, এবং অপরটি ছিল খরোষ্ঠী । ব্রাহ্মী লিপি বাম দিক থেকে দান দিকে এবং খরোষ্ঠী লিপি ডান দিক থেকে বাম দিকে ব্যাবহার হতো।
Class 6 3rd unit test question paper 2023 History WB Board long Question in 4 to 5 lines
৪। নীচের প্রশ্নগুলির উত্তর লেখ ৪-৫ টি বাক্যের মধ্যে । যেকোনো ৫টি । 3×5
৪.১) চতুরাশ্রম প্রথা কি ?
৪.২) ‘রুত্নিন ‘ কাদের বলা হয় ? সভা ও সমিতি বলতে কি বোঝায় ?
৪.৩) অষ্টাঙ্গিক মার্গ কি ?
৪.৪) এলাহাবাদ প্রসস্তি কেন এত গুরুত্বপূর্ণ ?
৪.৫) টীকা লেখ ? নালন্দা মহাবিহার । তক্ষশিলা মহাবিহার
Class 6 3rd unit test question paper 2023 History WB Board long Question in 8 to 10 lines
৫। নীচের প্রশ্নগুলির উত্তর লেখ । ৮-১০ টি লাইনের মধ্যে । যেকোনো ৩ টি । 5×3
৫.১) সম্রাট অশোকের ধর্মনীতি আলোচনা কর।
৫.২) মৌর্য যুগের সমাজ ও অর্থনীতি-এর বিবরণ দাও।
৫.৩) গুপ্ত আমলের বানিজ্য সম্পর্কে আলোচনা কর।
Important প্রশ্নগুলি কোনগুলো
Q. শিক্ষার্থীরা গুরুদক্ষিণা হিসাবে কি প্রদান করত ?
Ans. গরু
Q. ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটকটি কে রচনা করেন ?
Ans – কালিদাস
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।