You are currently viewing Class 6 3rd unit test question paper 2023 Science WB Board | Class 6 3rd summative question paper Science 2023 WB Board

Class 6 3rd unit test question paper 2023 Science WB Board | Class 6 3rd summative question paper Science 2023 WB Board

Spread the love

Class 6 3rd unit test question paper 2023 Science WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, Class 6 3rd summative question paper Science 2023 WB Board

Class 6 3rd unit test question paper 2023 Science WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, এই নিবন্ধে আমার ক্লাস VII 3rd unit test এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান , ভুগোল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 6 3rd unit test question paper 2023 Science নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 6 3rd unit test question paper 2023 Science এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 6 3rd unit test question paper 2023 Science ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 6 3rd unit test question paper 2023 Science প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

শ্রেণী / ClassClass 6 3rd unit test question paper 2023
পরীক্ষা / ExamClass 6 3rd unit test question paper 2023 Science
বিষয়Science
পূর্ণ মাণ 70
সময়2.30 hours
Class 6 3rd unit test question paper 2023 Science WB Board | Class 6 3rd summative question paper Science 2023 WB Board

Class 6 3rd unit test question paper 2023 Science WB Board syllabus

অধ্যায়MCQ SAQ 2 Marks Questions 3 Marks QuestionsTotal
১। সাধারণ যন্ত্র সমূহ1×31×22×13×110
২। জীব বৈচিত্র ও তার শ্রেনিবিভাগ1×31×22×13×110
৩। কতকগুলির বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ 1×31×22×13×110
৪। বর্জ্য পদার্থ1×31×22×13×110
৫। মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ 1×31×22×13×110
৫। মাপজোক ও পরিমাপ 1×31×22×13×110
৭। বল ও শক্তির প্রাথমিক ধারনা 1×31×22×13×110
মোট 2114142170

Full Marks – 70 , Time 2.30 hour

Class 6 3rd unit test question paper 2023 Science WB Board Short Question

১। নীচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । যেকোনো ১০ টি ।     1×10

১.১) কোন রাশিটি মৌলিক রাশি নয় – ভর / আয়তন / সময় ।\

উঃ আয়তন

১.২) স্বাস্থ্যকেন্দ্র থেকে কোন বর্জ্য পদার্থ পাওয়া যায় – পচা ফল / নষ্ট প্যাকেট / ইঞ্জেক্সানের সিরিঞ্জ ।

উঃ ইঞ্জেক্সানের সিরিঞ্জ ।

১.৩) S.I. পদ্ধতিতে বলের একক হল – নিউটন /ডাইন/ আর্গ ।

উঃ – নিউটন

১.৪) বল ও বাধার মাঝখানে আলম্ব কোন শ্রেণীর লিভারে থাকে – প্রথম / দ্বিতীয়/ তৃতীয় ।

উঃ প্রথম ।

১.৫) দীর্ঘদিন মাতিতে পড়ার পরও যেসমস্ত বর্জ্য পদার্থ-এর কোন পরিবর্তন হয় না তাকে – জৈব-ভঙ্গুর বর্জ্য পদার্থ / জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থ / কোনটাই নয় ।

উঃ জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থ

১.৬) একই বিশিষ্টযুক্ত জিবকে বলা হয় – শ্রেণী / গোত্র / প্রজাতি ।

উঃ প্রজাতি।

১.৭) বাঁধের জলে যে সজ্জিত শক্তি আছে তা হল – তড়িৎ শক্তি / স্থিতি শক্তি / গতি শক্তি ।

উঃ তড়িৎ শক্তি ।

১.৮) গোপাল চন্দ্র ভট্টাচার্যয় -এর লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম হল – বাংলার কীটপতঙ্গ / কীটপতঙ্গ -এর জীবন / বাংলার প্রানিকুল ।

উঃ বাংলার কীটপতঙ্গ

১.৯) সাঁড়াশি কোন শ্রেণীর লিভার – প্রথম / দ্বিতীয় / তৃতীয় শ্রেণীর লিভার।

উঃ প্রথম শ্রেণীর লিভার ।

১.১০) ফুলের মধ্যে যে মধু থাকে তাকে কি বলে – নেকটার / মধু / মোম ।

উঃ নেকটার ।

Class 6 3rd unit test question paper 2023 Science WB Board Short Question in one word or line

২। অতি সংক্ষিপ্ত প্রশগুলি এক কথায় উত্তর দাও । যেকোনো ১০ টি। 1×10

২.১) স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু ভন করে ?

উঃ ম্যালেরিয়া।

২.২) গাছের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে করা হয় ?

উঃ অক্স্যানোমিটার ।

২.৩) বাদুড় কোন পর্বের প্রাণী ?

উঃ স্তন্যপায়ী পর্বের প্রাণী।

২.৪) ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উঃ সাধারণ তুলা যন্ত্র।

২.৫) স্বাস্থ্য কেন্দ্র থেকে কোন কোন দুটি বর্জ্য পদার্থ পাওয়া যায় ?

উঃ ইঞ্জেক্সানের সিরিঞ্জ, সেলাইনের বোতল ।

২.৬) আমাদের দেহে কাজ করার জন্য কোথা থেকে শক্তি আসে ?

উঃ খাদ্য থেকে ।

২.৭) কোন যন্ত্রের কর্ম দক্ষতা হ্রাস পায় কোন বলের জন্য ?

উঃ ঘর্ষণ বলের জন্য ।

২.৭ ) কার্বনের যোজ্যতা কত ?

উঃ ৪ ।

২.৮) একটি অনবীকরন শক্তির উদাহরণ দাও –

উঃ কয়লা ।

২.৯) মানুষের বিজ্ঞান সম্মত নাম কি ?

উঃ হোম স্যাপিয়েন্স ।

২.১০) ইলেকট্রিক ইস্ত্রি কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ?

উঃ তড়িৎ শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর।

Class 6 3rd unit test question paper 2023 Science WB Board Short Question Fill in the blanks

৩। শূন্যস্থান পূরণ কর ? যেকোনো ৫ টি , 1×5

৩.১) চাষের জমি থেকে যে বর্জ্য পাওয়া যায় তা হল …………………. ।

উঃ DDT .

৩.২) সুন্দর সুরেলা গানের সাহায্যে কোন প্রাণী নিজেদের ভেতর যোগাযোগ করে ……………………. ।

উঃ নীল তিমি ।

৩.৩) পশু পাখির মল এক প্রকারের …………………… বর্জ্যের উদাহরণ ।

উঃ ব্যবহারযোগ্য ।

৩.৪) পিতল একটি ……………………… রকমের পদার্থ ।

উঃ মিশ্র।

৩.৫) অভিকর্ষয বল এক প্রাকারের ……………… বল।

উঃ স্পর্শহীন বল।

Class 6 3rd unit test question paper 2023 Science WB Board Short Question True or False

৪। সত্যি না মিথ্যা লেখ । ৫ টি। 1×5

৪.১) চিংড়ি এক ধরণের মাছের উদাহরণ ।

উঃ মিথ্যা।

৪.২) মেয়ে মশা রক্ত খায়।

উঃ ঠিক।

৪.৩) প্লাস্টিক যত্র তত্র ফেলা উচিৎ নয় ।

উঃ ঠিক।

৪.৪) H2So4 এ পরমাণুর সংখ্যা ৭ ।

উঃ সত্যি।

৪.৫) ধাতু – তাপ অ তড়িতের সুপরিবাহী ।

উঃ সত্যি। Class 6 3rd unit test question paper 2023 Science WB Board long Question short type

৫। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । যেকোনো ১০ টি। 2×10

৫.১) পরিবেশে গাছ কিভবে অক্সিজেন অ কার্বনডাইঅক্সাইডের ভারসাম্য কে বজায় রাখে।

৫.২) রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও ।

৫.৩) দুধ থেকে কিভাবে দই তৈরি হয় ?

৫.৪) জীবাশ্ম জ্বালানি কাকে বলে ?

৫.৫) সৌর শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদিত হয় ?

৫.৬) স্টপ ওয়াচ কিভাবে কাজ করে ?

৫.৭) খাদ্য পিরামিড কাকে বলে ?

৫.৮) লিন্ডেম্যানের শুত্র কাকে বলে ?

৫.৯) পর্বত চুড়ায় শ্বাস কষ্ট হয় কেন ?

৫.১০) লিভার কি?

৫.১১) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের ২ টি পার্থক্য লেখ ?

উঃ সত্যি। Class 6 3rd unit test question paper 2023 Science WB Board long Question long type

৬। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । যেকোনো ৪টি। 5×4

৬.১) লিভার কয় প্রকার ও কি কি ? তাদের প্রত্যকের উদাহরণ দাও । 2 , 3

৬.২) বর্জ্য পদার্থ বলতে কি বোঝ ? 4R বলতে কি বোঝ লেখ। 2 , 3

৬.৩) উৎপাদক কাকে বলে ? অনবীকরন যোগ্য শক্তির উৎস কাকে বলে? উদাহরণ দাও ? । ২,২,১

৬.৪) শ্রমিক মৌমাছিরা কি কি করে ? নবীকরনযোগ্য শক্তি কাকে বলে উদাহরণ দাও ? ২, ২, ১

৬.৫) খাদ্য ও খাদক বলতে কি বোঝ ? বাদুড় চার জন্মানোর জন্য কি ভাবে সাহাজ্য করে তা লেখ । ৩ , ২

Important প্রশ্নগুলি কোনগুলো

Q. মানুষের বিজ্ঞান সম্মত নাম কি ?

Ans – হোম স্যাপিয়েন্স

Q. সাঁড়াশি কোন শ্রেণীর লিভার

Ans – প্রথম শ্রেণীর লিভার

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply