Class 6 3rd unit test question paper 2024 Math WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় অংক , Class 6 3rd summative question paper Math 2024 WB Board
Class 6 3rd unit test question paper 2024 Math WB Board , ক্লাস VI 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় অংক, এই নিবন্ধে আমার ক্লাস VI 3rd unit test এর অংক বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান , ভুগোল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 6 3rd unit test question paper 2024 Math নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 6 3rd unit test question paper 2024 Math এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 6 3rd unit test question paper 2024 Math ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 6 3rd unit test question paper 2024 Math প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
শ্রেণী / Class | Class 6 3rd unit test question paper 2024 |
পরীক্ষা / Exam | Class 6 3rd unit test question paper 2024 Math |
বিষয় | Math |
পূর্ণ মাণ | 70 |
সময় | 2.30 hours |
Full Marks – 70 , Time 2.30 hour
Class 6 3rd unit test question paper 2024 Math WB Board Short Question
১। নীচের প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । যেকোনো 9 টি । 1×9
১.১) বর্গমূল নির্ণয় কর ৪৯ ,এবং উত্তর কত হবে ? – 5 / 6 / 7
উঃ 7
১.২) যেকোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের দৈর্ঘ্য -এর মধ্যে কি সম্পর্ক – 2 গুন / 4 গুন / 6 গুন
উঃ 2 গুন
১.৩) কোন সাল টি লিপিয়ার খুজে দেখ – ২০২১ / ২০২২/ ২০২৩ / ২০২৪
১.৪) গুন কর – 9.89 x 100
১.৫) সঠিক অনুপাত টি লেখ – পেনের দৈর্ঘ্য ঃ পেনের ক্যাপের দৈর্ঘ্য – 20:20, 15:15, 1:5
উঃ 1:5
১.৬) সন্ধ্যা ৬ টা বাজলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কিভাবে থাকে – সমকোণে / সরল রেখায় / বক্র রেখায়।
উঃ সরল রেখায়
১.৭) ২.৫ কিমি = কত মিটার ।
উঃ
১.৮) 60 এর 10 % = ?
১.৯) দশমিক ভগ্নাংশ কত হবে লেখ । 24%
Class 6 3rd unit test question paper 2024 Math WB Board small type Question
২। নীচের প্রশ্নগুলির উত্তর লেখ । 1×10
2.1) পাশের সমস্যা টি যোগ করে সমাধান নির্ণয় কর । (+7) + ( +5)
2.2) বর্গমূল 144 = ?
2.3) গতকাল রাম ১১.২০ তে বাজারে গেল এবং ২.৩০ তে বাজার থেকে বাড়ি ফিরে এল রাম কতক্ষণ বাড়ির বাইরে ছিল ।
২.৪) বর্গমূল ভাগ পদ্ধতিতে – ৮১
২.৫) অনুপাতে প্রকাশ করতে হবে । ১৫ কিগ্রা ও ৬০ কিগ্রা ।
২.৬) গ.সা. গু নির্ণয় কর – ২৪, ৩৬, ৫৪
২.৭) 15.77 মিটার লম্বা বাঁশের ২.২৫ অংশ বাদ দিলে , এবং বাকি অংশ কে সমান ৪ ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে।
২.৮) সরল কর – 1/3 + 3/5 – 1/2
2.9) সংকেত ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি কর x এর 5 গুনের সঙ্গে 9 এর সমষ্টি ।
২.১০) মোট কত বছর কত মাস কত দিন বার কর ?
(৫ বছর ৩ মাস ২১ দিন ) + (৩ বছর ২ মাস ১৫ দিন)
Class 6 3rd unit test question paper 2024 Math WB Board broad type Question
৩। নীচের অংকগুলি সমাধান কর । 3×7
৩.১) আর কত বছর কত দিন পরে আমার বয়স ২০ বছর হবে যদি এখন আমার বয়স ১৬ বছর ৩ মাস ২০ দিন হয়।
৩.২) রহিমের পেন ও পেন্সিলের অনুপাত 4:3 পেন যদি 28 হয় তবে পেন্সিল এবং মোট পেন ও পেন্সিলের সংখ্যা কত হবে।
৩.৩) 9585 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
৩.৪) রাম বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন যদি তিনি প্রতি মাসে ১৮৭০ টাকা দেন তবে তার মাসিক আয় কত ?
৩.৫) দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 2175 ও 145 , যদি একটি সংখ্যা 725 হয়, তবে অপরটি কত ?
৩.৬) আমরা বন্ধুরা বেড়াতে যাওয়ার জন্য একটি মোটরগাড়ি ভাড়া করলাম , প্রতি কিলমিটার যেতে যদি .078 লিটার পেট্রোল খরচ হয় এবং মোট যাত্রা পথ যদি ৯৪.৫ কিমি হয় তবে মোট কত লিটার পেট্রোল লাগবে ?
৩.৭ ) একটি বাগান তৈরি করতে 40 জন লোকের 35 দিন লাগে । 28 দিনের মধ্যে যদি কাজ শেষ করতে হয় তবে মোট কত জন্য লোক লাগবে ?
.৩.৮) তোমার মহকুমায় মোট 29872600 জন, এদের মধ্যে পুরুষ বাস করে 12500500 জন এবং মহিলা বাস করে 8872435 জন শিশুদের সংখ্যা কত ?
Class 6 3rd unit test question paper 2024 Math WB Geometry Question and arithmetic
৪ নীচের সমস্যা গুলি সমাধান কর । 5×4
৪.১) AB নাম দিয়ে একটি সরল রেখা অঙ্কন কর এর দৈর্ঘ্য 6 সেমি । এই AB রেখার উপর C একটি বিন্দু নাও , এবং C বিন্ধুর পর CD একটি লম্ব আঁক। স্কেল, কম্পাস ব্যাবহার করতে পার।
৪.২) একটি 12 সেমি সরলরেখা অঙ্কন কর , এবং এর নাম দাও MN , এই MN রেখাকে সমান চার ভাগে ভাগ কর।
৪.৩) নীচের কোন গুলি সঠিক করে অঙ্কন কর – ৬০ডিগ্রি, ১২০ ডিগ্রি।
৪.৪) পুজাতে পাড়া থেকে দিঘা বেড়াতে যাবে এবং এই জন্য যতজন যাবে তার 4 গুন করে টাকা প্রতি সদস্যের কাছ থেকে নেওয়া হয়েছে । মোট 4096 টাকা উঠেছে । তবে কত জন্য সদস্য দিঘা যাবে ।
গুরুত্বপূর্ণ প্রশ্ন –
Q. বর্গমূল নির্ণয় কর ৪৯ ,এবং উত্তর কত হবে ? – 5 / 6 / 7
উঃ 7
Q. সন্ধ্যা ৬ টা বাজলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কিভাবে থাকে – সমকোণে / সরল রেখায় / বক্র রেখায়।
উঃ সরল রেখায়
Q. যেকোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের দৈর্ঘ্য -এর মধ্যে কি সম্পর্ক – 2 গুন / 4 গুন / 6 গুন
উঃ 2 গুন
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।