You are currently viewing Class 7 2nd unit test question paper 2024 Science WB Board PDF Download | Class 7 2nd summative question paper Science 2024 WB Board PDF Download

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board PDF Download | Class 7 2nd summative question paper Science 2024 WB Board PDF Download

Spread the love

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board , ক্লাস VII ২য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, Class 7 2nd summative question paper Science 2024 WB Board

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board PDF Download | Class 7 2nd summative question paper Science 2024 WB Board PDF Download

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board , ক্লাস VII ২য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, এই নিবন্ধে আমার ক্লাস VII 2nd unit test এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 7 2nd unit test question paper 2024 Science WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 7 2nd unit test question paper 2024 Science WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 7 2nd unit test question paper 2024 Science WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 7 2nd unit test question paper 2024 Science WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board syllabus

১।প্রথম অধ্যায় – ভৌত পরিবেশ – আলো , চুম্বক , তড়িৎ এবং পরিবেশ বান্ধব শক্তি

২। ষষ্ঠ অধ্যায় – পরিবেশের সজিব উপাদানের গঠনগত বৈচিত্র ও কার্যগত প্রক্রিয়া

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board Number Classification

Noঅধ্যায় MCQ SAQ2 marks3 marksTotal
1 আলো 1×21×12×15
2চুম্বক1×11×13×15
3তড়িৎ 1×11×13×15
পরিবেশ বান্ধব শক্তি1×11×13×15
পরিবেশের সজিব উপাদানের গঠনগত বৈচিত্র1×11×13×15
মোট 6521225

মোট নম্বর ২৫ সময় – ৫০ মিনিট শ্রেণি – ৭

Physical Science

বিভাগ – ক

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board Short Question

১। প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে নাও ( ৫টি) । 1×5

ক) অপ্রভ বস্তু কোনটি – সূর্য / বাল্ব / চাঁদ

উঃ চাঁদ

খ) কোনটি তড়িতের সুপরিবাহী পদারথ – তামা / পালস্টিক / কাঠ

উঃ তামা

গ) কোন ধাতু দিয়ে ইলেক্ট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় – টাংস্টেন ধাতু / সোনা / লোহা

উঃ- টাংস্টেন ধাতু

ঘ) কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় – সৌর শক্তি / জোয়ার ভাটার শক্তি / জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি

উঃ – জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি

ঙ) সুচিছিদ্র ক্যামেরায় বস্তুর কি গঠিত হয় – প্রতিকৃতি / প্রতিবিম্ব / প্রতিফলন

উঃ- প্রতিকৃতি

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board Short Question

২। খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলির উত্তর দাও – (৪টি) 1×4

ক) চৌম্বক খেত্র কাকে বলে ?

উঃ কোণ চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ ব বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক খেত্র বলে।

খ) পুরো নাম লেখ – LED , LPG

উঃ- LED – Light Emitting Diode , LPG – Liquefied Petroleum Gas

গ) তড়িৎ বর্তনী বা সার্কিট কাকে বলে ?

উঃ যে অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ চলাচল করে তাকে তড়িৎ বর্তনী বা সার্কিট বলে ।

ঘ) সৌরশক্তির ব্যবহার লেখ , ২ টি –

সোলার স্ট্রিট লাইট , সোলার ক্যালকুলেটর

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board Short Question Fill in the blanks

শুন্যস্থান পূরন কর –

ক) ………………… মাছের দেহে বিদ্যুৎ উতপাদনের ব্যাবস্থা আছে ।

উঃ ইল মাছের দেহে ।

খ) আলোর বিচ্ছুরন আবিস্কার করেন বিজ্ঞানী – ……………….. ।

উঃ আইজ্যাক নিউটন ।

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board Short Question

৩। একটি বা ২টি বাক্যে উত্তর দাও , (১টি) 1×2

ক) নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখ –

উঃ –

নিয়মিত প্রতিফলনবিক্ষিপ্ত প্রতিফলন
প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হয় ।প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হয় না।
প্রতিবিম্ব গঠিত হয় । প্রতিবিম্ব গঠিত হয় না।

খ) আলোর প্রতিসরণ বলতে কি বোঝ ?

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board long Question

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও – যেকোন ৩টি । 3×3

ক) “পৃথিবী যে নিজেই একটা চুম্বক ” তার স্বপক্ষে ব্যাখ্যা দাও ।

উঃ একটা লোহার দন্ড কে বহু দিন ধরে পৃথিবীর উত্তর – দক্ষিণ দিক বরাবর রেখে দিলে ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব তৈরি হয়েছে । দন্ড তার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখি প্রান্তে দক্ষিণ মেরু তৈরি হয়েছে ।

আবার কোন চুম্বক কে অবাধে ঝুলে থাকতে দিলে তা উত্তর – দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে থাকে ।

এই ভাবেই প্রমাণিত হয় যে পৃথিবী নিজেই একটি চুম্বক ।

খ) তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃধি করা যায় ?

গ) বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা হতে পারে ।

Group – B

Life Science

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board Short Question

১। সঠিক উত্তরটি লেখ – ১টি 1×1

ক) কান্ডের যে যায়গা থেকে পাতা বা শাখা বেরোয় তাকে কি বলে – পর্ব / পর্ব মধ্য / বিটপ

খ) মটর গাছের মুলে বসবাসকারি অণুজীবটির নাম – রাইজোবিয়াম / ছত্রাক / লাটিম

উঃ রাইজোবিয়াম

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board Short Question

২। যে কোন একটি প্রশ্নের উত্তর দাও – 1×1

i) খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখ –

উঃ –

ii) মুলত্র অঞ্চল কাকে বলে ?

 উঃ প্রধান মূল ও তার শাখা প্রশাখার আগায় যে টুপির মত অংশ থাকে তাকে মূলত্র বলে। মুলত্র যে অঞ্চলে থাকে তাকে মুলত্র অঞ্চল বলে ।

iii) ORS এর পুরো নাম কি ?

ঊঃ-  ORS এর পুরো নাম Oral Hydration Solution .

Class 7 2nd unit test question paper 2024 Science WB Board long Question in 2-3 lines .

৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও  যেকোনো একটি ।     3×1 = 3 

i) সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তা ব্যাখ্যা কর ।

উঃ- সমুদ্রের মাছ নিচের উপায় গুলিতে নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে । 

a) ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে । 

b) সমুদ্রের মাছ ঘন মূত্র ত্যাগ করে  .। 

ii)  মুলত্র  উদ্ভিদের কি  কাজ করে ?

উঃ –  a) মুলত্র উদ্ভিদের সরু নরম অগ্রভাগকে মাটির ধর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে ।

b) মূলত্রের বহির্বাগ থেকে যে পিচ্ছিল রস বের হয় তা মাটিকে নরম করে ফলে উদ্ভিদের মূল মাটির ভেতরে প্রবেশ করতে সুবিধা হয় । 

iii) পরাগ মিলনের বা পরাগযোগ এর বর্তমান সমস্যা গুলি কি কি? 

উঃ – a)  বর্তমানে অত্যাধিক হারে কীটনাশক ব্যবহারের ফলে পরাগ সংযোগকারী কীটপতঙ্গ যেমন মৌমাছি , প্রজাপতি এগুলি মারা যাচ্ছে। এর ফলে পরাগযোগ-এর ভীষণভাবে ব্যাহত হচ্ছে । 

 b) বর্তমানে পরিবেশের উষ্ণতা তারতম্যের ফলে ফুল ফোটার সময় ও পরিবর্তিত হয়ে যাচ্ছে এর জন্যও পরাগযোগ ভীষণভাবে ব্যাহত হচ্ছে। । 

iv) স্বপরাগযোগ  এবং ইতরপরাগযোগ -এর  ভিতর পরাগযোগের ভেতর পার্থক্য লেখ। 

উঃ 

স্বপরাগযোগইতরপরাগযোগ
কোন ফুলের করাকরি ফুলের অথবা একই গাছের অন্য ফুলের গর্ভ মূল্যে স্থানান্তরিত হয় সেই ঘটনাকে বলে স্বপরাগযোগ।কোন ফুলের পরাগরানো যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভ মুন্ডে স্থানান্তরিত হয় তখন সেই ঘটনাকে ইতর পরাগযোগ বলে । 
বাহক ছাড়াও ঘটতে পারে। বাহকের  প্রয়োজন । 
 নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় না । নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় । 

প্রশ্ন Download করতে হলে এই লিঙ্ক এ ক্লিক করুন

FAQ

Q. ORS এর পুরো নাম কি ?

Ans. – ORS এর পুরো নাম Oral Hydration Solution

Q. মটর গাছের মুলে বসবাসকারি অণুজীবটির নাম কি?

উঃ রাইজোবিয়াম

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply