You are currently viewing Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 7 3rd summative question paper Geography 2023 WB Board

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 7 3rd summative question paper Geography 2023 WB Board

Spread the love

Table of Contents

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ভূগোল, Class 7 3rd summative question paper Geography 2023 WB Board

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ভূগোল, এই নিবন্ধে আমার ক্লাস VII 3rd unit test এর ভূগোল বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 7 3rd unit test question paper 2023 Geography নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 7 3rd unit test question paper 2023 Geography এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 7 3rd unit test question paper 2023 Geography ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 7 3rd unit test question paper 2023 Geography প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 7 3rd summative question paper Geography 2023 WB Board

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board syllabus

অধ্যায় নং অধ্যায়
১।পৃথিবীর গতি
২। ভু পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়
৩।বায়ুর চাপ
৪।ভূমিরূপ
৫। নদী
৬।জলদূষণ
৭ । মাটি দূষণ
১১। ইউরোপ মহাদেশ

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board Number Classification

অধ্যায়mcqsaq2marks3marks5 marksTotal
পৃথিবীর গতি1×21×22×23×25×3
ভু পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় 1×21×2
বায়ুর চাপ1×21×2
ভূমিরূপ 1×21×2
নদী 1×21×23×1
জলদূষণ 1×21×22 x1
মাটি দূষণ1×21×23×1
ইউরোপ মহাদেশ 1×21×22 x155×1
মোট নম্বর16148122070

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question

১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও –     1×16

ক) ভারতের প্রমান দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে ধরা হয়েছে?

(ক)  কলকাতা (খ) দিল্লী (গ)  এলাহাবাদ

উঃ এলাহাবাদ

খ) পৃথিবীর কক্ষপথটি কি রকম ? (ক) বৃত্তাকার (খ) উপ বৃত্তাকার (গ)সরল রৈখিক  

উঃ- উপ বৃত্তাকার

গ) নিরক্ষরেখার মান কত ? (ক) ০ ডিগ্রী (খ) ৪৫ ডিগ্রী (গ) ৯০ ডিগ্রী

উঃ- ০ ডিগ্রী

ঘ) দক্ষিণ গোলার্ধে বড়দিন কোন সময় পালন হয় –

(ক)গ্রীষ্ম (খ) বর্ষা (গ) শরৎ

 উঃ- গ্রীষ্ম

ঙ) বায়ু শীতল হলে চাপের কি তারতম্য হয় – (ক)চাপ বাড়ে (খ) চাপ কমে (গ) চাপ একই থাকে।   

উঃ- চাপ বাড়ে

চ) পর্বতের আকৃতি সাধারণত কি রকমের হয় –

(ক) গোলাকার (খ)ত্রিকোনাকার (গ) চৌককার   

উঃ- ত্রিকোনাকার

ছ) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি – (ক)ব্যারোমিটার (খ) হাইড্রমিটার (গ) বাতপতাকা

উঃ- ব্যারোমিটার

জ) দুটি পর্বতের মাঝ খানের নিচু অংশ কে কি বলে ?

(ক) উপত্যকা (খ)শুলা (গ)ভাঁজ

উঃ- উপত্যকা

ঝ) আন্তর্জাতিক নদীগুলি প্রবাহিত হয় একাধিক (ক) দেশের (খ) মহাদেশের (গ) শহরের মধ্যদিয়ে ।

উঃ- দেশের

ঙ) নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি  – (ক) বাড়ে ( খ) কমে ( গ) একই থাকে।

উঃ- বাড়ে

চ) পৃথিবীর মোট যে পরিমাণ জল আছে তার ভেতর  স্বাদু জলের পরিমাণ কত ভাগ (ক) ৯০ ভাগ (খ) ৮০ ভাগ (গ) ৩ ভাগ ।  

উঃ- ৩ ভাগ

ছ) একই শস্যের বারবার চাষের ফলে মাটিতে কি সমস্যা হয় – (ক) ম্যাটির উর্বরতা কমে যায় (খ) মাটিতে বেশী পোকা মাকড় জন্মায় (গ) মাটিতে জৈব সারের ভাগ কমে যায়।

উঃ- ম্যাটির উর্বরতা কমে যায়

জ.) কোন কারনে ব্যাকফ্রুট রোগ হয় – (ক)আর্সেনিক (খ) ফ্লুরসিস (গ) ক্যাডমিয়াম

উঃ- আর্সেনিক

ঝ) ২০১১ সালের কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল – (ক)চেরনোবিল (খ) জাপানের ফুকুসিমায় (গ) জাপানের হিরসিমায়

উঃ- জাপানের ফুকুসিমায়

ঞ) বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণ কোন সংস্থা করে – (ক)OPEC  (খ) WHO  (গ)UNICEF

উঃ- OPEC 

ট) পৃথিবীর বৃহত্তম  বনভূমির নাম কি – ( ক) তৈগা (খ) সেলভা (গ)ডেন্স

উঃ- তৈগা

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board small Question in 1-2 words.

২।A. শূন্যস্থান পূরণ কর –  1×5

 ক) পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় ………………… তারিখে।

উঃ- ৩রা জানুয়ারি  

খ) এক সৌর বছর হয় ……………………. দিনে ।

উঃ- ৩৬৫ দিনে

গ)  ………………………….. শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অভজারভেটরি অবস্থিত।

উঃ- লন্ডনের গ্রিনিচে

ঘ) মূলমধ্য রেখার মান  ………………….. ।

উঃ- ০ ডিগ্রী ।

ঙ) সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ  ………………. ।

উঃ- ১০১৩.২৫ মিলিবার।

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board small Question map with A and B

২।  B.  বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল কর ।     1×5

ক স্তম্ভখ স্তম্ভ
১)বায়ুর চাপক) ভু আলোড়ন
২.) স্তুপ পর্বতখ) মিলিবার
 ৩) দাক্ষিণাত্যের মালভূমিগ)  লুনি
৪) অন্তর্বাহী নদীঘ) কঠিন
৫ )রূপান্তরিত শিলাঙ) লাভা

উঃ-

১ – খ

২ – ক

৩ – ঙ

৪ – গ

৫ – ঘ

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board small Question in one line.

২। C. এক কথায় উত্তর দাও ?         1×4

 ক) কোন শিলা সহজে ক্ষয় পায় ?

উঃ পাললিক শিলা ।

খ)কোন মাটি সবচেয়ে বেশী জল ধরে রাখতে পারে ?

উঃ এঁটেল মাটির।

গ)লন্ডন অববাহিকা কোন নদীর তীরে গড়ে উঠেছে ?

উঃ টেমস নদীর তীরে

ঘ) ল্যাডগা হ্রদ ইউরপের কোন দিকে ?

উঃ উত্তর দিকে

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board small Question in 1- 2 line.

৩। দু চার কথায় উত্তর দাও । 2×4

ক) সূর্যরশ্মি কোন স্থানে যদি লম্ব ভাবে পড়ে তবে কি হতে পারে ?

উঃ সূর্যরশ্মি কোন স্থানে যদি লম্ব ভাবে পড়ে তবে কম জায়গাকে  অনেক বেশী উত্তপ্ত করতে পারে।

খ)কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন ?

উঃ ভু-পৃষ্ঠের কোমল পাললিক শিলারস্তর পার্শ্ববর্তি চাপে ভাঁজ হয়ে ভঙ্গিল পর্বতের তৈরি হয়। এই কারনে ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায়।

গ) তোমার এলাকায় জলদূষণ রোধে তুমি কি কি কাজ করতে পার, ২ টি উদাহরণ দাও ।

উঃ-

১) এলাকাতে পুকুর, জলা, নদী বা নালা তে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে ।

২) এলাকার জলাশয়ে জামা কাপড় কাচা ও গরু মহিষ স্নান বন্ধ করতে হবে।

ঘ) পোল্ডার ভূমী কি ?

উঃ নেদারল্যান্ডে সমুদ্রের অগভীর এলাকাকে ভরাট করে যে ভূমী তৈরি করা হয়েছে তাকে বলে পোল্ডার ভূমী ।

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board long Question in 50-60 words .

৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও, অনাধিক ৫০ টি শব্দ। 3×4

ক) অক্ষরেখার চিত্র অঙ্কন কর ও প্রধান ২টি বিশিষ্ট লেখ ।

খ) নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা কর ।

গ) ম্যাটির জল ধারন ক্ষমতা কম হলে কিভাবে চাষাবাদ করা যায়।

ঘ) কৃষ্ণসাগড়ে পতিত হয়েছে এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও ।

Class 7 3rd unit test question paper 2023 Geography WB Board long Question in 80-90 words .

৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও , অনাধিক ৮০ টি শব্দের মধ্যে। 5×3

ক) ২৩ শে সেপ্টেম্বর থেকে ২২ সে ডিসেম্বর এর মধ্যে সূর্য ও পৃথিবীর অবস্থান এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা কর।

খ) পর্বতবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির বিশিষ্ট কি কি ? এদের  চিত্র অঙ্কন কর।   

গ) বায়ুচাপের পার্থক্যের কারন গুলি বিস্তারিত আলোচনা কর।

৭।  রেখা মানচিত্রে ( ইউরোপ)  নিম্নলিখিত বিষয় গুলি প্রতিক চিহ্ন সহ স্থির কর ।   1×5

ভলগা নদী, তৃষ্ণা বনভূমি, রূঢ় শিল্পাঞ্চল, লন্ডন, মস্কো, ককেশাস পর্বত  

গুরুত্বপূর্ণ প্রশ্ন –

Q. নিরক্ষরেখার মান কত ? (ক) ০ ডিগ্রী (খ) ৪৫ ডিগ্রী (গ) ৯০ ডিগ্রী

উঃ- ০ ডিগ্রী

Q. নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি  – (ক) বাড়ে ( খ) কমে ( গ) একই থাকে।

উঃ- বাড়ে

Q. কোন কারনে ব্যাকফ্রুট রোগ হয় – (ক)আর্সেনিক (খ) ফ্লুরসিস (গ) ক্যাডমিয়াম

উঃ- আর্সেনিক

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply