You are currently viewing Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board | Class 7 3rd summative question paper Bengali 2024 WB Board

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board | Class 7 3rd summative question paper Bengali 2024 WB Board

Spread the love

Table of Contents

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় – বাংলা, Class 7 3rd summative question paper Bengali 2024 WB Board

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় বাংলা, এই নিবন্ধে আমার ক্লাস VII 3rd unit test এর বাংলা বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে ভূগোল, ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 - বিষয় - বাংলা, Class 7 3rd summative question paper Bengali 2024 WB Board

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 7 3rd unit test question paper 2024 Bengali নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 7 3rd unit test question paper 2024 Bengali এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 7 3rd unit test question paper 2024 Bengali ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 7 3rd unit test question paper 2024 Bengali প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board Syllabus

অধ্যায় নং অধ্যায়
গদ্য ভানু সিংহের পত্রাবলি , স্বাধীনতা সংগ্রামে নারী , রাস্তায় ক্রিকেট খেলা, জাদু কাহিনী, গাধার কান, পটল বাবু ফিল্মস্টার, চিন্তাশীল ও দেবত্মা হিমালয়
কবিতাভারততীর্থ , দিন ফুরালে, বই টই
মাকুষষ্ট থেকে একাদশ অধ্যায়
ব্যাকরণ শব্দ তৈরির কৌশল , কারক – বিভক্তি, অনুসর্গ
নির্মিতি প্রবন্ধ রচনা, পত্র রচনা, এক কথায় প্রকাশ, বাগধারা

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board Number Classification

অধ্যায়mcqsaq2 / 3marks4/5/6 marksTotal
গদ্য 1×31×32×25×220
কবিতা1×31×32×25×220
ব্যাকরণ 1×51×510
সহায়ক পাঠ 1×23×15×110
নির্মিতি 6+410
মোট নম্বর70সময়2.5 ঘণ্টা

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board Short Question

১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও – 1×11

কবি যে নদীর উপর বোটে করে ভেসে চলেছেন তার কি নাম – তিস্তা / গঙ্গা / আত্রায়ী নদী

উঃ আত্রায়ী নদী

খ) ননীবালা দেবীকে কে জেরা করেছিল – জিতেন ব্যানার্জি ও গোল্ডি / লক্ষণ সেন ও গোল্ডি / প্রবোধ মিত্র ও গোল্ডি

উঃ জিতেন ব্যানার্জি ও গোল্ডি

গ) মাইকেল অ্যান্টনি কোথায় জন্ম গ্রহণ করেন রাশিয়া / ওয়েস্ট ইন্ডিজ / আমেরিকা

উঃ ওয়েস্ট ইন্ডিজ

গ) ‘প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানি রেখাচিত্র ‘ – এখানে যে পত্রিকার কথা বলা হয়েছে তার নাম কি? – যুগান্তর / কালান্তর / আনন্দবাজার

উঃ যুগান্তর

ঘ) ;তেমনি আবার ফিরতে হবে সত্যি – এখানে কবিতায় কবি কোথায় ফেরার কথা লিখেছেন – ফুটবলের মাঠে / ধান খেতের মাঠে / মন খারাপের গর্তে

উঃ মন খারাপের গর্তে

ঙ) রবিন্দ্রনাথের ‘ভারততীর্থ’ কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে – সোনার তরী / গীতাঞ্জলী / বলাকা ।

উঃ গীতাঞ্জলী

চ) যে বিভক্তি চিহ্ন যেকোনো কারকের সঙ্গেই প্রজুক্ত হতে পারে তাকে বলে – শূন্য বিভক্তি / ক্রিয়া বিভক্তি / তির্যক বিভক্তি

উঃ তির্যক বিভক্তি

ছ) ‘বই-টই’ কবিতাটি লিখেছঙ কোন কবি – রবিন্দ্রনাথ / শঙ্খ ঘোষ / পেমেন্দ্র মিত্র

উঃ পেমেন্দ্র মিত্র

জ) প্রদত্ত কোন প্রত্যয় টি তদ্ধিত প্রত্যয় নয় -ইষ্ণু / ইক / ময়ট

 উঃ ইষ্ণু

ঝ) নীচের কোন শব্দটিতে কৃৎ প্রত্যয়ের ব্যবহার আছে – নাবিক / গতি / ব্যাথিত

উঃ গতি

ঙ) নীচের কোনটি ‘কর্মের বিপ্সা’ এর উদাহরণ – হাতে হাতে কাজটি করলাম / কী কী খাবে ? / কোনটিই নয় ।

উঃ কী কী খাবে ?

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board Short Question in one line.

২। নীচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও । 1×13

ক) ‘শহরের মধ্য বেশ একটু সাড়া পড়ে গেছে’ -কি কারনে শহরে সাড়া পরে গেছে ?

উঃ শহরে দুটি নামি স্কুল টাউন স্কুল এবং মিশন স্কুলের ভেতর ফাইনাল ফুটবল খেলার কারনে সাড়া পড়ে গেছে।

খ) খেলাধুনা নিয়ে তুমি যে লেখাটি পড়েছ তার নাম লেখে –

উঃ স্টপার , লেখক – মতি নন্দী ।

গ) পুলিশ কোন অভিযোগের ভিত্তিতে দুকড়িবালা দেবী কে গ্রেপ্তার করে ?

উঃ ১৯১৭ সালে পুলিশ দুকড়িবালা দেবির ঘর ঘিরে ৭ টি মশার পিস্তল পায় । এবং অস্ত্র রাখার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘ). ‘ আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছয় দিনুর ঘরে’ । – এই বাক্যে দিনু কে ? তার পরিচয় কি ?

উঃ দিনু হল দিনেন্দ্র নাথ থাকুর অর্থাৎ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র, এবং দ্বিপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ।

ঙ) শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় ?

উঃ শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামলে কবির মনে হয় জেন বৃষ্টির ছায়ায় আকাশের আলো করুন হয়ে আসে।

চ) বই পড়া সব মিছে হবে কেন ?

উঃ বই পড়া সব মিছে হবে টই না পড়লে ।

ছ) ‘ দিন ফুরোলে ‘ কবিতায় পাখিরা কোথা থেকে কোথা উড়ে যায় ?

উঃ পাখিরা ধানের খেত থেকে ঘরের দিকে উড়ে যায় ।

জ) ‘ওঁকারধ্বনি’ বলতে কি বোঝ ?

উঃ ওঁকার হল একটি শক্তির প্রতিক । পুরান কাহিনী ও শাত্র মতে, এই ধ্বনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড কে পরিচালনা করে। এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্র কে বলে ওঁকারধ্বনি ।

ঝ) বুৎপত্তি নির্ণয় কর ঃ তৎকালীন

উঃ সম্বন্ধ জাত বা যোগ্য অর্থে ,

তৎকাল + ঈন = তৎকালীন

ঞ) বুৎপত্তি নির্ণয় কর ঃ গোয়েন্দাগিরি

উঃ পেশা বঝাতে ব্যবহ্রত হয় –

গোয়েন্দা + গিরি = গোয়েন্দাগিরি

ট) শুধু বুধিতে সবাইকে হারিয়ে দিল । কারক বিভক্তি নির্ণয় কর ?

উঃ করণ কারকে ‘তে’ বিভক্তি ।

ঠ) উপাদান সম্বন্ধ পদের একটি উদাহরণ দাও ?

উঃ মাটির পুতুল , কাঠের ঘোড়া ।

ড) ‘ময়ট’ প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি কর ?

উঃ পৃথিবী + ময়ট = পৃথিবীময়

ঢ) মেম সেনাদের কি উপহার দিয়েছিল ?

উঃ মেম সেনাদের একটা করে রেশমি ফিতে উপহার দিয়েছিল ।

ণ) সঙেদের থলিতে কত পয়সা জমা হয়েছে ?

উঃ সঙেদের থলিতে দেড় হাজারের ও বেশী দশ পয়সা জমা হয়েছে ।

ত) মাকুর শরীরে কোথায় কল আছে ?

উঃ মাকুর নাকের কাল তিলের নীচে টেপা কল আছে।

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board long Question in 3-4 lines

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও । যেকোনো ৪ টি । 4×2

ক) বৃষ্টির জন্য সেলো-র মন খারাপ কেন ?

খ) “রোসো আমি তোমাকে প্রমান করে দিচ্ছি ,” – নরহরি কার কাছে কী প্রমান করে দিতে চেয়েছিল।

গ) গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে সাহস আর উৎসাহ জুগিয়েছিল ? তা সংক্ষেপে লেখ ।

ঘ) ” হে রুদ্রবীণা, বাজো, বাজো, বাজো ” – কবি রুদ্রবীণা কে কেন বাজতে বলেছিলেন ?

উঃ পুরান কাহিনী মতে রুদ্রবীণা হল শিবের বীণা । বীণা এক প্রকারের বাদ্যযন্ত্র । রুদ্রবীণা হল ধ্বংসের প্রতীক , কবি চাইছেন আজও জারা ভারতবর্ষ থেকে দূরে স্রে আছে। তার এই বীণার সুরে তাদের সেই বাঁধন ভেঙে যাবে । এবং তারা এই মহান ভারতবর্ষের মহা মানবের সাগরতীরে উপনীত হবে।

ঙ) “দিন ফুরোল” কবিতায় কথকরা কেন বলেছে , কে বা খুলে দেখছে ‘রঙের বাক্স’ ?

চ) “টই” কোথায় পড়ার জন্য পাওয়া যায় ?

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board long Question

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । যেকোনো ৪ টি, 5×4

ক) গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছে ? তা আলোচনা কর ?

খ) “গাছে কাঁঠাল গোঁফে তেল ! সাধে কি তোমার কোন দিন কিছু হয় না? ” – পটল বাবুর গৃহিণীর এই রকম মন্তব্যের কারন কি ?

গ) ” ননীবালা তখুনি দরখাস্ত লিখে দিলেন । ” – ননীবালা দেবী কেকে কিসের জন্য এই দরখাস্ত লিখেছিলেন ? এবং সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল ?

ঘ) ‘চিন্তাশীল’ নাটক অবলম্বনে নরহরি ও তার মায়ের চরিত্র বর্ণনা কর ?

ঙ) ‘দিন ফুরোলে ‘ কবিতার মর্মার্থ নিজের ভাশায় লেখ ?

চ) “ভারত তীর্থ” কবিতায় “মহামানবের সাগরতীরে” বলতে কবি কি বুঝিয়েছেন ?

ছ) ‘বই-টই” কবিতায় কবি টই বলতে কি কি বুঝিয়েছেন তা বর্ণনা কর ?

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board describe long Question

৫। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ? ৩, ৫

ক) ” এই বলে হটেলওয়ালা একটা দীর্ঘ নিশ্বাস ফেলল ।” – হোটেলওয়ালা কি বলেছিল ? ৩

খ) পরিদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কিভাবে সম্পন্ন হয়েছিল ? ৩

গ) “মাকু” গল্পে হোটেলওয়ালার জন্মদিন কিভাবে পালন হয়েছিল টা লেখ ? ৫

ঘ) সোনা- টিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকল না কেন? মাকুর অপর সোনা- টিয়া-এর রাগ হওয়ার কারন কী? ৫

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board Question Eassy

৬। নীচের যেকোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা লেখ ? ৬

ক) পরিবেশ দূষণ ও তার প্রতিকার ।

খ) পরিবেশ রক্ষ্যায় ছাত্র-ছাত্রীদের ভুমিকা।

গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান ।

ঘ) তোমার দেখা একটি মেলা।

ঙ) খেলাধুলার প্রয়োজনীয়তা ।

Class 7 3rd unit test question paper 2024 Bengali WB Board Question Letter writing.

৭। যেকোনো একটি বিষয়ে পত্ররচনা কর । 4

ক) অসুস্থতার কারনে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে ছুটি মঞ্জুরের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে একটি আবেদন পত্র লেখ।

খ) তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখ ।

গ) পুজার ছুটি কেমন কাটল তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ ?

যে সমস্ত বড় প্রশ্নগুলির উত্তর দেওয়া নেই তাদের উত্তর তোমরা অতি সহজে বইয়ের অর্থাৎ পাঠ্য পুস্তক থেকে সংগ্রহ করে নেবে।

Q. মাইকেল অ্যান্টনি কোথায় জন্ম গ্রহণ করেন রাশিয়া / ওয়েস্ট ইন্ডিজ / আমেরিকা

উঃ ওয়েস্ট ইন্ডিজ

Q. রবিন্দ্রনাথের ‘ভারততীর্থ’ কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে – সোনার তরী / গীতাঞ্জলী / বলাকা ।

উঃ গীতাঞ্জলী

Q. মেম সেনাদের কি উপহার দিয়েছিল ?

উঃ মেম সেনাদের একটা করে রেশমি ফিতে উপহার দিয়েছিল ।

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply