You are currently viewing Class 7 3rd unit test question paper 2024 Science WB Board | Class 7 3rd summative question paper Science 2024 WB Board

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board | Class 7 3rd summative question paper Science 2024 WB Board

Spread the love

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় – পরিবেশ ও বিজ্ঞান, Class 7 3rd summative question paper Science 2024 WB Board

Class 7 3rd unit test question paper 2024 History WB Board , ক্লাস VII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, এই নিবন্ধে আমার ক্লাস VII 3rd unit test এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আমাদের এই ওয়েবসাইটে ভূগোল, ইতিহাস , বাংলা বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board | Class 7 3rd summative question paper Science 2024 WB Board

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 7 3rd unit test question paper 2024 Science নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 7 3rd unit test question paper 2024 Science এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 7 3rd unit test question paper 2024 Science ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 7 3rd unit test question paper 2024 Science প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board Syllabus

অধ্যায় নং অধ্যায়
১।ভৌত পরিবেশ-  তাপ ও আলো
২।সময় ও গতি
৩।পরমাণু , অনু ও রাসায়নিক বিক্রিয়া
৪।পরিবেশ গঠনে পদার্থের বিক্রিয়া
৫। মানুষের খাদ্য
৭।পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ
৮।পরিবেশ ও জনস্বাস্থ্য

Class 7 3rd unit test question paper 2023 Science WB Board Number Classification

অধ্যায়mcqsaq2marks3marksTotal
.১। ভৌত পরিবেশ-  তাপ ও আলো1×31×22×13×110
২। সময় ও গতি1×31×22 x13×110
৩। পরমাণু , অনু ও রাসায়নিক বিক্রিয়া1×31×22 x13×110
৪। পরিবেশ গঠনে পদার্থের বিক্রিয়া1×31×22 x13×110
৮। মুঘল সাম্রাজ্যের সঙ্কট1×31×22 x13×110
৫। মানুষের খাদ্য1×31×22 x13×110
৭। পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ1×31×22 x13×110
৮। পরিবেশ ও জনস্বাস্থ্য1×31×22 x13×110
প্রদত্ত নম্বর2114142170
মোট নম্বর70সময়2.5 ঘণ্টা

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board Short Question

১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও – 1×12

ক) SI  তে বলের একক টি কি ? (ক)নিউটন (খ) জুল (গ) ডাইন  

উঃ- নিউটন

খ) আলোর কোন ধর্মের জন্য রামধনু সৃষ্টি হয় – (ক)বিচ্ছুরণ (খ) বিক্ষিপ্ত প্রতিফলন (গ) নিয়মিত প্রতিফলন

উঃ- বিচ্ছুরণ

গ) বেগ বৃদ্ধির হার কে কি বলে ? – (ক) মন্দন (খ) সরণ (গ) ত্বরণ

উঃ- ত্বরণ

ঘ) নিউট্রন বিহীন একটি পরমাণু হল (ক) অক্সিজেন (খ) হাইড্রোজেন (গ) নাইট্রোজেন

উঃ- হাইড্রোজেন

ঙ) মানুষের পাকস্থলী তে কোন অ্যাসিড পাওয়া যায় ? ( ক)  HCL (খ) সাইট্রিক (গ) H2so4

চ) কোন দ্রবনের PH যদি ৯ হয় তবে তাকে প্রকারের দ্রবন বলা হবে – (ক) ক্ষারীয় (খ) আম্লিক (গ)  প্রশম

উঃ- ক্ষারীয়

ছ) অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হল (ক)Al2o3 (খ)Al3o2 (গ)Al3o

উঃ- Al2o3

জ) ছোট মাছে নীচের কোন উপদান পাওয়া যায় ? (ক) ক্যালসিয়াম (খ) পটাশিয়াম (গ) আয়োডিন  

উঃ- ক্যালসিয়াম

ঝ) ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায় –  (ক) অ্যাসিটিক অ্যাসিড (খ) HCL (গ) ম্যালিক অ্যাসিড

উঃ- অ্যাসিটিক অ্যাসিড

ঙ) কোন মৌলের অভাবে গলগণ্ড রোগ মানুষের হয় ? (ক)পটাসিয়াম (খ) আয়োডিন (গ) ম্যাগনেসিয়াম

উঃ- আয়োডিন

চ) কোন চলতি সাইকেলের চাকার গতিকে কি বলা হয় – (ক) মিশ্র গতি (খ)ঘূর্ণন গতি (গ) বৃত্তাকার গতি  

উঃ- মিশ্র গতি

ছ) আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় ? (ক)ম্যালিক অ্যাসিড (খ) টারটারিক অ্যাসিড (গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড  

উঃ- ম্যালিক অ্যাসিড

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board very small Question

২। খুব সংক্ষিপ্ত কথায় উত্তর দাও ?  যেকোনো ৮ টি 1×8

ক) ইথিলিনের পলিমারের নাম কি ?

উঃ পলি- ইথিলিন বা পলিথিন ।

খ) শামুক বা ঝিনুকের দেহের বাহিরে যে শক্ত খোলক থাকে তা কিসের তৈরি ?

উঃ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি।

গ)  Organic Sea Salt  বলতে কি বোঝ ?

উঃ দূষণ মুক্ত সমুদ্রের জল থেকে এক রকমের নুন তৈরি করা হয় এক বলা হয় Organic Sea Salt   ।

ঘ) পারদ বা মারকারির চিহ্ন কি ?

উঃ  Hg

ঙ) টিন ও লোহার চিহ্ন কি ?

উঃ  Sn, Fe

চ) PVC  এর পুরো নাম কি ?

উঃ  পলিভিনাইল ক্লোরাইড ,

ছ) নিউটনের তৃতীয় সুত্রটি লেখ ?

উঃ প্রত্যক ক্রিয়ার একটি সমান বিপরীত মুখী প্রতিক্রিয়া বল আছে।

জ) CSG  পদ্ধতিতে তাপের একক কি ?

উঃ ক্যালরি ।

শুন্যস্থান পূরণ কর ।

ক) প্রিস্নিপিয়া বইটি লেখেন …………………….. ।

উঃ- আইজ্যাক নিউটন ।

খ) কমলালেবু তে ……………………… অ্যাসিড থাকে।

উঃ সাইট্রিক ।

গ) মন্দন কে ……………….. ত্বরণ বলে ।

উঃ- ঋণাত্মক ।

ঘ) পিত্ত রসের  PH এর মান  ……………… ।

উঃ ৮.০ – ৮.৬

ঙ) রক্তের  PH এর মান ………………….. ।

উঃ ৭.৩৫ থেকে ৭.৪৫ ।

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board small Question

৩। এক দুটি বাক্যে উত্তর দাও ?  2×4

ক) অ্যাসিড ও ক্ষারের পার্থক্য লেখ ?

অ্যাসিডক্ষার
অ্যাসিড জলীয় দ্রবনে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে।ক্ষার জলীয় দ্রবনে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে।
অ্যাসিড নীল লিটমাস কে লাল করে।  ক্ষার লাল লিটমাস কে নীল করে।
অ্যাসিড টক স্বাদ যুক্ত।ক্ষার কষা স্বাদ যুক্ত।

খ) হাতে স্পিরিট ঢাললে ঠাণ্ডা লাগে কেন ?

উঃ  স্পিরিট এক প্রকারের উদ্বায়ী পদার্থ । তাই হাতে ঢাললে স্পিরিট বাষ্পীভবন হতে চায় এবং  সেই জন্য লীনতাপের প্রয়োজন পরে। তাই হাতের ওই অংশ থেকে সেই তাপ নেয়। এবং সেই জন্য হাতের ওই অংশে তাপমাত্রা কমে যায় । এবং ঠাণ্ডা লাগে।

গ) লীনতাপ কাকে বলে ?

উষ্ণতা স্থির রেখে একক ভরের কোন পদার্থ-এর অবস্থার সম্পূর্ণ পরিবর্তন করতে যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই তাপ কে ওই পদার্থের ঐ অবস্থা পরিবর্তনের লীনতাপ বলে।

ঘ) মানব দেহে অ্যাসিড –ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।

উঃ (১) নিশ্বাস প্রক্রিয়ায় কার্বনডাই অক্সাইড কতটা বেরোয় তার উপর।

(২) দেহে ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের উপর।

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board very small describing Question

৪। অল্প কথায় উত্তর দাও ? যেকোনো ৪ টি , 3×4

ক)  সব ক্ষারই ক্ষারক , কিন্তু সব ক্ষারকই ক্ষার নয় কেন? Page – 78

খ) নিউটনের ২য় এবং ৩য় সূত্রটি ব্যাখ্যা কর। , Page – 79

গ) অ্যাসিডের ধর্মগুলি আলোচনা কর। Page – ১১৩

ঘ) বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন ?  Page – ১২১

ঙ) মানব দেহের উপর অতিবগুলি রশ্মির ক্ষতিকর প্রভাব কি কি তা সংক্ষেপে লেখ ।  Page – ৩৬

চ) বালি সিমেন্ট ও ইট দিয়ে বাড়ি তৈরি করার সময় তাতে কিছু দিন জল দেওয়া হয় কেন ?  Page – ১৪০

Group B Life Science

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board very short Question

১। সঠিক উত্তর টি নির্বাচন কর । যেকোনো ৯ টি , 1×9

ক) কোলাজেন প্রোটিন কোথায় পাওয়া যায় ?

(ক) চুলে  (খ) পেশিতে (গ) লিগামেন্টে

উঃ- লিগামেন্টে

খ) সর্পগন্ধা গাছ থেকে কোন জিনিসটি পাওয়া যায় ? –

(ক) কুইনাইন (খ)ডাটুরিন (গ)রেসারপিন

উঃ- রেসারপিন

গ)ম্যালেরিয়া কোন মহাদেশে প্রথম দেখা যায় ?

(ক)এশিয়া (খ)উইরোপ (গ) আফ্রিকা

উঃ- আফ্রিকা

ঘ) কোন খাদ্য উপাদান খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে ?

(ক)ফাইটোক্যামিক্যালস (খ) প্রোটিন (খ) ভিটামিন সি   

উঃ- ফাইটোক্যামিক্যালস

ঙ) গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যে বিখ্যাত প্রাণীটি পাওয়া যায় তার নাম কি ?

(ক) কচ্ছপ (খ)সিংহ (গ) কুমির

উঃ- কচ্ছপ

চ) ভারতের একটি বায়ডাইভারসিটি হটস্পট –এর নাম হল –

(ক) পূর্ব হিমালয় (খ) দাক্ষিণাত্য অঞ্চল (গ) ততরাই অঞ্চল

উঃ- পূর্ব হিমালয়

ছ) ইনফ্লুয়েঞ্জা একটি কি ঘটিত রোগ ?

(ক) জলবাহিত (খ)বায়ুবাহিত (গ) ইন্দুর বাহিত

বায়ুবাহিত

জ) জলে গুলে যায় বা জলে দ্রাব্য এমন একটি ভিটামিন এর নাম হল –

(ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি

উঃ- ভিটামিন সি

ঝ) প্রবাল বা কোরাল কোন প্রকারের প্রাণী – (ক) আদ্যপ্রানি (খ) নিডারিয়া (গ) মাছ   

উঃ- নিডারিয়া

ঙ) একটি জলবাহিত রোগ হল – (ক)কলেরা (খ)হাম (গ) প্লেগ

উঃ- কলেরা

চ) মিনামাটা কোন ধাতুর জন্য হয় – (ক) পারদ (খ)সিসা (গ) লোহা  

উঃ- পারদ

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board very short Question

২। সংক্ষিপ্ত উত্তর দাও, যেকোনো ৬টি , 1×6

ক) দাঁত বা হাড়ের গঠনে কোন মৌল টি সহায়তা করে ?

উঃ ক্যালসিয়াম ।

খ) UNICEF  এর পুরো নাম কি ?

উঃ United Nations International Children’s Emergency Fund .

গ) ব্যাক ডেথ কোন রোগকে বলা হয় ?

উঃ প্লেগ রোগ কে ।

ঘ) কোয়ালা ভালুক  কোথায় পাওয়া যায় ?

উঃ  কোয়ালা ভালুক অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ।

শুন্যস্থান পূরণ কর ?

ক) …………………..  প্রোটিন মানুষের চুল ও নখে থাকে।

উঃ কেরটিন

খ)  ……………….. রোগের অপর নাম কলেরা ।

উঃ বিসূচিকা

গ) ……………………. হিমালয়ের কস্তূরী মৃগ থেকে পাওয়া যায় ।

উঃ মৃগনাভি

ঘ) লোহিত রক্তকনিকায় …………………… থাকে ।

উঃ হিমোগ্লোবিন থাকে।

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board small Question

৩। নীচের প্রশ্নগুলি অল্প কথায় উত্তর দাও ? যেকোনো ৩টি । 2xx3

ক) বায়-ডায়ভারসিটি হটস্পট কাকে বলে ?

উঃ পৃথিবীর যে সমস্ত অঞ্চলে খুব বেশী সংখ্যায় বিভিন্ন প্রজাতির জীব বসবাস করে ও এদের অন্য কোথায় পাওয়া যায় না। এবং যেসমস্ত জীবের অস্তিত্ব বর্তমানে বিপন্ন। এবং সেই সমস্ত অঞ্চলকে বায়ডায়ভারসিটি হটস্পট বলে।

খ) ল্যাথিরিজম কি ?

উঃ  ল্যাথিরিজম এক ধরনের রোগ, অনেকসময় দেখা যায় যে অধিক পরিমানে দীর্ঘ দিন ধরে খেসারির ডাল খেলে পক্ষাঘাত দেখা দিতে পারে। এই রোগকে ল্যাথিরিজম বলে।

গ) পাস্তুরাইজেশান কি ?

উঃ যে সমস্ত তরল খাদ্য কে আমরা খাই তাকে জিবানু মুক্ত করার পদ্ধতিকে পাস্তুরাইজেশান বলে। লুই পাস্তুর এই প্রক্রিয়াটি কে আবিস্কার করেন।

ঘ) গ্লোবাল ওয়ারমিং কি ?    

উঃ গ্লোবাল ওয়ারমিং বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গড় তাপমাত্রা বৃদ্ধি। এই গড় তাপমাত্রা বৃদ্ধি কে গ্লোবাল ওয়ারমিং বলে। বিশ্ব উষ্ণায়ন এর জন্য বেশ কিছু গ্যাস কে দায়ী বলা হয় । যেমন – কার্বনডাই অক্সাইড, ক্লরোফ্লুরা কার্বন , নাইট্রাস অক্সাইড, মিথেন, ওজন গ্যাস ও জলীয় বাস্প ।

ঙ) পৃথিবীর বিখ্যাত ছারটি ডাইভারসিটি হটস্পট এর নাম লেখ –

১) পূর্ব হিমালয় – সিকিম, দার্জিলিং, ডুয়ারস ,  তরাই অঞ্চল ।

২) পশ্চিমঘাট পর্বতমালা – ভারতের পশ্চিম উপকুল বরাবর ঘন অরন্যে ডাকা পাহাড়ি অঞ্চল।

৩) ইন্দো – বার্মা – উত্তর পূর্ব ভারতের রাজ্য সমূহ ।

৪) সুন্দাল্যান্ড- ভারতের আন্দামান-নিকোবর অঞ্চল।

Class 7 3rd unit test question paper 2024 Science WB Board very small describing Question

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ?

ক) জীববৈচিত্র বলতে কি বোঝ ? জীববৈচিত্র-এর ৩টি গুরুত্ব লেখ। Page – ২৩৬

অথবা , মৃত্তিকা সংরক্ষণে জীববৈচিত্র-এর গুরুত্ব কি আলোচনা কর ? Page – ২৩৮

অথবা,  জীববৈচিত্র হ্রাসের কারনগুলি লেখ ?  Page – ২৪০

খ).যক্ষ্মা রোগের লক্ষণ ও প্রতিকার কি ? (Page – ২৭৬)

গ) ম্যারাসম্যাস ও কোশিওরকর রোগের লক্ষণ ও উপসর্গগুলি কি কি সংক্ষেপে লেখ।  (Page – ১৬৫)

ঘ) ফাইটোক্যামিক্যালস কি? এর দুটি কাজ লেখ ? ( Page- ১৬০)

ঙ ) মাছি ও মশা নিয়ন্ত্রনে কি কি উপায় ব্যবহার করা হয় ? ( Page- ২৯২, ২৯৪)

চ) মানসিক সাস্থ ভাল রাখার জন্য কি কি কাজ করা উচিৎ লেখ , কমপক্ষে ৩ টি। (Page- ২৭২)  

যে সমস্ত বড় প্রশ্নগুলির উত্তর দেওয়া নেই তাদের উত্তরে তোমরা অতি সহজে বইয়ের অর্থাৎ পাঠ্য পুস্তকের পেজ নম্বর থেকে সংগ্রহ করে নেবে। তাই ওই সমস্ত প্রশ্নগুলিঢ় উত্তর প্রশ্নের পাশে দেওয়া পেজ নম্বর থেকে সংগ্রহ করে নেবেন।

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply