You are currently viewing Class 8 1st unit test question paper 2024 Geography WB Board PDF Download | Class 8 1st summative question paper Geography 2024 WB Board PDF Download

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board PDF Download | Class 8 1st summative question paper Geography 2024 WB Board PDF Download

Spread the love

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board, ক্লাস VIII ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইংরেজ, Class 8 1st unit test question paper 2024 Geography WB Board

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board , ক্লাস VIII ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ভূগোল, এই নিবন্ধে আমার ক্লাস VIII 1st unit test এর ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 8 1st unit test question paper 2024 Geography WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 8 1st unit test question paper 2024 Geography WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 8 1st unit test question paper 2024 Geography WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 8 1st unit test question paper 2024 Geography WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board PDF Download | Class 8 1st summative question paper Geography 2024 WB Board PDF Download

Subject – Geography

Number – 15 Time – 30 min

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board syllabus

১। প্রথম অধ্যায় – পৃথিবীর অন্দরমহল

২। দ্বিতীয় অধ্যায় – অবস্থিত পৃথিবী

৩। তৃতীয় অধ্যায় – শিলা

৮। অস্টম অধ্যায় – ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক ।

অধ্যায়MCQSAQ2 MARK3 MARK5 MARKTotal
১।পৃথিবীর অন্দরমহল1X33
২। অবস্থিত পৃথিবী 3X13
৩। শিলা 3X15X15
৮। ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও
তাদের সঙ্গে সম্পর্ক
1X22X14
পূর্ণমান3233515

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board – short Questions

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । 1×3

1.1) ভূগর্ভের গ্যস ও বাস্প মিশ্রিত তরল পদার্থ কে কি বলা হয় – লাভা / ম্যাগমা / গ্রানাইট

উঃ ম্যাগমা

১.২) মহাসাগরীয় ভূত্বক কোন জাতীয় শিলা দ্বারা গঠিত – গ্রানাইট / স্লেট / ব্যাসল্ট ।

উঃ ব্যাসল্ট

১.৩) বোলান বিযুক্তি রখার অপর নাম কে কি বলে – গুটেনবার্গ / কনরাড/ রেপিত্তি / লেহম্যান বিযুক্তিরেখা।

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board – small Questions 4-5 words

২। নিচের প্রশ্নগুলি ৪-৫ টি শব্দে উত্তর দাও –

২.১) SAARC – এর পুরো নাম কি ?

উঃ South Asian Association for Regional Co-operation . এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে।

২.২) ‘দারুচিনির দ্বীপ ‘ কাকে বলে ?

উঃ শ্রীলঙ্কা তে প্রচুর পরিমাণে দারুচিনি উতপন্ন হয় এবং তা সারা বিশ্বে রপ্তানি করা হয়। তাই একে দারুচিনির দ্বীপ বলে।

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board – small Questions in one line

৩। নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও ।

৩.১) ভুটান কে ‘ব্জ্রপাতের দেশ’ বলা হয় কেন ?

উঃ বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে এই দেশকে ব্জ্রপাতের দেশ বলা হয়।

৩.২) ভারতকে উপমহাদেশ বলা হয় কেন?

উঃ ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন মেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চিন, আফগানিস্তান এর মধ্যে সামাজিক মিল খুব বেশী। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত হল বৃহত্তম । এই সমস্ত কারনে ভারতীয় উপমহাদেশ বলা হয়।

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board – long Questions in 50 words

৪। ৫০ টি শব্দের মধ্যে উত্তর দাও । 3×1

৪.১) ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখ।

উঃ- ম্যাগমা দ্বারা ভু- অভন্ত্রে সিল, ডাইক, ল্যাকোলিথ, ব্যাথোলিত তৈরি হয়।

লাভা দ্বারা মালভুমি, সমভুমি, আগ্নেয়গিরি তৈরি হয় ।

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board – long Questions 50 words

৪। ৫০ টি শব্দের ভেতর উত্তর লেখ । 3×1

প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কী ?

উঃ পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসগরকে মালার মতো ঘিরে রেখেছে। এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয় কে ‘ প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়’ বলা হয়।পৃথিবীর ৭০% ভূমিকম্প এই বলইয়ে হয়ে থাকে।

৪.৩) টিকা লেখ ।

রিখটার স্কেল / সিসমোগ্রাফ যন্ত্র । [ page 59 & 60]

৪.৪) অপসারী ও অভিসারী পাত সীমানার পার্থক্য লেখ ? [page 34 & 35]

৪.৫) সিয়াল ও সীমা কাকে বলে ? [page 29]

৪.৬) ভুমিকম্পের ৩টি ফলাফল আলোচনা কর।

Class 8 1st unit test question paper 2024 Geography WB Board – long Questions 80 words

৫) ৮০ টি শব্দের মধ্যে উত্তর দাও । 5×1

৫.১) আগ্নেয় শিলা কাকে বলে ? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেনিবিভাগ কর ।

৫.২) মানুশের জীবনে শিলার পাঁচটি গুরুত্ব লেখ।

৫.৩) পাললিক শিলার বৈশিস্ট লেখ? জীবাশ্ম কী? [ page 87]

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q.ভূগর্ভের গ্যস ও বাস্প মিশ্রিত তরল পদার্থ কে কি বলা হয় –

Ans: -ম্যাগমা

Q. ১.২) মহাসাগরীয় ভূত্বক কোন জাতীয় শিলা দ্বারা গঠিত –

Ans. ব্যাসল্ট

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply