You are currently viewing Class 8 1st unit test question paper 2024 Science WB Board PDF Download | Class 8 1st summative question paper Science 2024 WB Board PDF Download

Class 8 1st unit test question paper 2024 Science WB Board PDF Download | Class 8 1st summative question paper Science 2024 WB Board PDF Download

Spread the love

Class 8 1st unit test question paper 2024 Science WB Board , ক্লাস VIII ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, Class 8 1st summative question paper Science 2024 WB Board

Class 8 1st unit test question paper 2024 Science WB Board , ক্লাস VIII ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, এই নিবন্ধে আমার ক্লাস VIII 1st unit test এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 8 1st unit test question paper 2024 Science WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 8 1st unit test question paper 2024 Science WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 8 1st unit test question paper 2024 Science WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 8 1st unit test question paper 2024 Science WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 8 1st unit test question paper 2024 Science WB Board PDF Download | Class 8 1st summative question paper Science 2024 WB Board PDF Download

Class 8 1st unit test question paper 2024 Science WB Board syllabus

১। প্রথম অধ্যায় – ভৌত পরিবেশ, বল ও চাপ

২। মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া

৩। ষষ্ট অধ্যায় – জীব দেহের গঠণ

Class 8 1st unit test question paper 2024 Science WB Board Number Classification

Noঅধ্যায় MCQ VSASATotal
1প্রথম অধ্যায় – ভৌত পরিবেশ, বল ও চাপ1×21×12×15
2মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া1×21×12×15
3ষষ্ট অধ্যায় – জীব দেহের গঠণ1×21×12×15
মোট 63615

মোট নম্বর ১৫ সময় – ৩০ মিনিট শ্রেণি – ৮

Physical Science

বিভাগ – ক

Class 8 1st unit test question paper 2024 Science WB Board Short Question

১। সঠিক উত্তর টি নির্বাচন কর। যেকোনো ৪ টি। 1×4

১.১) এমন একটি মৌলের নাম বল যেখানে নিউট্রন নেই – অক্সিজেন / হাইড্রোজেন / কার্বন ।

উঃ – হাইড্রোজেন

১.২) S.I পদ্ধতিতে G এর একক হল – N.m2 / kg // N.m2 / kg2 // N.m / kg

উঃ – N.m2 / kg

১.৩) স্প্রিং তুলার সাহায্যে বস্তুর কোন রাশি মাপা হয় – ওজন / আয়তন / ঘনত্ব

উঃ ওজন

১.৪) নিচের কোন পদার্থটি তাপের সুপরিবাহী – হিরে / তামা / সোনা ।

উঃ হিরে ।

১.৫) পাশের বস্তুগুলির ভিতর কোনটি অধাতু – তামা / কার্বন / লোহা ।

উঃ কার্বন ।

১.৬) যে কোন পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ই – প্রোটন / নিউট্রন / ইলেকট্রন ।

উঃ প্রোটন ।

Class 8 1st unit test question paper 2024 Science WB Board Short Question in one – two worlds

২। সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলির উত্তর দাও । 2×2

২.১) কি কারনে “G” কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় ।

উঃ কারন কোন বস্তুর ‘G” এর মান সর্বত্র সমান থাকে। বস্তুর চারপাশে কি মাধ্যম আছে তার উপর “G” এর মান নিরভ্র করে না।

২.২) প্রোটিন কে ভাঙতে পারে এমন একটি উতসেচক -এর নাম কি ?

উঃ পেপসিন প্রোটিন কে সহজে ভাঙতে পারে ।

২.৩) গ্যালভানাইজেসান পদ্ধতি কি ?

উঃ লোহার উপর জিঙ্কের আস্তরণ দিলে , লোহার উপর মরচে ধরতে জিঙ্ক বাধা দেয় । এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে ।

Class 8 1st unit test question paper 2024 Science WB Board Short Question in 2-3 lines

৩। দুই একটি বাক্যে উত্তর দাও । 2×2

3.1) আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও ।

উঃ একই মৌলের যেসব পরমাণুর পারমানবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলে ।

যেমন হাইড্রজেনের ৩ টি আইসটপ আছে – প্রটিয়াম , ডয়টেরিইয়াম , ট্রাইটিয়াম

৩.২) কুলম্বের সুত্রটি লেখ ও গানিতিক রুপ লেখ ।

উঃ page 25

৩.৩) প্লবতা বলতে কি বোঝ ?

উঃ – যখন কোন বস্তুকে কোন তরলে ডোবালে তরল ওই বস্তুর উপর একটি উপরের দিকে বল প্রয়োগ করে । ওই বল কে প্লবতা বলা হয় ।

৩.৪) স্টিমের লীনতাপ ৫৩৭ ক্যালরি/ গ্রাম বলতে কি বোঝ ?

উঃ প্রামান বায়ু মণ্ডলীয় চাপে ১০০ C উষ্ণতায় ১ গ্রাম জলকে একই উষ্ণতায় এক গ্রাম স্টিমে রূপান্তরিত করতে ৫৩৭ ক্যালরি তাপ প্রয়োগ করতে হয়।

বিভাগ – খ

Life Science

Class 8 1st unit test question paper 2024 Science WB Board Short Question

১। সঠিক উত্তর টি লেখ । যেকোনো দুটি । 1×2

১.১) স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা – ৪৬/ ৪৮/ ৪৯ / ৫০

উঃ ৪৬

১.২) অ্যামিবার গমন অঙ্গের নাম হল – খনপদ / পুছ / রক্ত কনিকা

উঃ খনপদ ।

১.৩) প্রোটিন তৈরিতে সাহায্য করে এমন একটি কোশীয় অঙ্গানু হল – রাইবোজোম / গলগি বস্তু / লাইসোজোম ।

উঃ রাইবোজোম

Class 8 1st unit test question paper 2024 Science WB Board Short Question in one – two worlds

২। এক কথায় উত্তর দাও ।

২.১) মানুষের রক্তের জীবাণুদের মেরে ফেলার জন্য কি থাকে ?

উঃ শ্বেতরক্তকনিকা।

২.২) DNA এর পুরো নাম কি ?

ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ।

২.৩) লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদেরদের ফুলকায় অবস্থিত কোষের নাম কি ?

উঃ ক্লোরাইড কোষ ।

Class 8 1st unit test question paper 2024 Science WB Board Short Question in one – two lines

৩। নিচের প্রশ্নটির উত্তর দাও । 2×1

3.1) লাইসোজোম কে আত্মঘাতী থলি কেন বলা হয় ?

উঃ লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলা হয় । এই অঙ্গানুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায় ।

৩.২) কোষপর্দার দুটি কাজ বল । page 182

৩.৩) উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পারথক্য লেখ , ২ টি। – পেজ ১৮৬

৩.৪) DNA ও RNA এর দুটি পার্থক্য লেখ । পেজ ১৮৩

৩.৫) উদ্ভিদের ভাজক কলা ও স্নায়ু কলার কাজ লেখ ২টি। পেজ ১৮০

যে সমস্ত বড় প্রশ্নগুলির উত্তর দেওয়া নেই তাদের উত্তর তোমরা অতি সহজে বইয়ের অর্থাৎ পাঠ্য পুস্তক থেকে সংগ্রহ করে নেবে, প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে , এই পেজ নম্বর থেকে উত্তর পেয়ে যাবেন ।

কোন প্রশ্ন থাকলে নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করতে পার , আমি চেষ্টা করব তা সমাধান করার ।

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q. কোন পদার্থটি তাপের সুপরিবাহী ?

উঃ হিরে

Q. ২.২) প্রোটিন কে ভাঙতে পারে এমন একটি উতসেচক -এর নাম কি ?

উঃ পেপসিন প্রোটিন কে সহজে ভাঙতে পারে ।

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply