You are currently viewing Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 8 3rd summative question paper Geography 2023 WB Board

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 8 3rd summative question paper Geography 2023 WB Board

Spread the love

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board , ক্লাস VIII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ভূগোল , Class 8 3rd summative question paper Geography 2023 WB Board

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board , ক্লাস VIII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ভূগোল , এই নিবন্ধে আমার ক্লাস VIII 3rd unit test এর ভূগোল বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আপনারা আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান , ভুগোল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 8 3rd unit test question paper 2023 Geography নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 8 3rd unit test question paper 2023 Geography এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 8 3rd unit test question paper 2023 Geography ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 8 3rd unit test question paper 2023 Geography প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board | Class 8 3rd summative question paper Geography 2023 WB Board

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board syllabus

অধ্যায় নং অধ্যায়
১।পৃথিবীর অন্দরমহল
২।অবস্থিত পৃথিবী
৩।শিলা
৪।চাপ বলয় ও বায়ু প্রবাহ
৫। মেঘ ও বৃষ্টি
৬।জলবায়ু অঞ্চল
৭।মানুশের কার্যাবলী ও পরিবেশের অবনমন
৮।উত্তর অ্যামেরিকা
৯। দক্ষিণ অ্যামেরিকা
১০ । ওশিয়ানিয়া

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board Number Classification

অধ্যায়mcqsaq2marks3marks5 marksMap
১। পৃথিবীর অন্দরমহল 1×31×32 x1
২। অবস্থিত পৃথিবী 1×42 x1
৩। শিলা 1×11×32 x1
৪। চাপ বলয় ও বায়ু প্রবাহ 1×33×1
৫। মেঘ ও বৃষ্টি 1×21×22 x1
৬। জলবায়ু অঞ্চল 1×21×22 x13×1
৭। মানুশের কার্যাবলী ও পরিবেশের অবনমন1×21×23×1
৮। উত্তর অ্যামেরিকা1×2
৯। উত্তর অ্যামেরিকা1×2
১০। ওশিয়ানিয়া 1×1
উত্তর দিতে হবে1414653

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question

১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও – 1×10

ক) মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত গ্রানাইট / ব্যাসল্ট / পাললিক শিলা ।

উঃ – ব্যাসল্ট

খ) সিরাস / সিরোস্ট্যাটাস/ কিউমুলাস – মেঘের মধ্য দিয়ে চাঁদ ও সূর্য কে বলয়ের মত দেখায় ।

উঃ সিরোস্ট্যাটাস

গ) তুষার ও জলকনা মিলে কি তৈরি হয় – শিল্ট / বৃষ্টি / শিলাবৃষ্টি

উঃ শিল্ট

ঘ) কাকে তুন্দ্রার সম্রাট বলা হয় – কালো ভাল্লুক / শ্বেত ভাল্লুক / শিল মাছ

ঙ) “ইটাই ইটাই” রোগ কি কারনে হতে পারে – ক্যাডমিয়াম / আইরন / আর্সেনিক

উঃ ক্যাডমিয়াম

চ) কোন অঞ্চল কে বলে ” গোধূলি অঞ্চল ” – সাভানা তৃণভূমি / সেলভা অরন্য/ সুন্দরবন অঞ্চল

উঃ সেলভা অরন্য

ছ) “রামসার সম্মেলন” কি উদ্দেশ্যে হয়েছিল – জলাভুমি সংরক্ষণ / বিশ্ব উষ্ণায়ন / জলবায়ু নিয়ন্ত্রন ।

উঃ জলাভুমি সংরক্ষণ

জ) কাকে “কালো দেশ” বলা হয় – অস্ট্রেলিয়া / মেলানেশিয়া / কিনিয়া

উঃ মেলানেশিয়া

ঝ) ওশিয়ানিয়ার সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি – মাউন্ট উইলহেমস/ মৌলালোয়া / মাউন্ট কুক

উঃ মাউন্ট উইলহেমস

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question – True and False

২। A. সত্য না মিথা লেখ – 1×8

ক) চুনাপাথর রূপান্তরিত হয়ে স্ট্যালাগটাইটে পরিণত হয় ।

উঃ সত্য ।

খ) “পাত সংস্থান তত্ত্বের” প্রবক্তা হলেন গ্যালিলিও ।

উঃ মিথ্যা

গ) শিলামণ্ডলের গভীরটা ২৫০ কিমি।

উঃ মিথ্যা।

ঘ) অ্যানাবেটিক বায়ু কে উপত্যকা বায়ু বলে ।

উঃ সত্য।

ঙ) ২০,০০০ ফুটের বেশী উচ্চতার মেঘ কে সিরাস বলে ।

উঃ সত্য।

চ) জাপান কে নিশিথ সূর্যের দেশ বলা হয় ।

উঃ মিথ্যা।

ছ) নিউজিল্যান্ড কে দক্ষিণের সুইজারল্যান্ড বলা হয় ।

উঃ সত্য।

জ) পৃথিবীর ফুসফুস বলা হয় ভুমধ্যসাগরীয় অঞ্চল কে।

উঃ মিথ্যা।

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question , Fill in the Blanks

২। B. শুন্যস্থান পূরণ কর । 1×7

ক) লেহমান বিযুক্তি রেখার অপর নাম ………………………………………….. ।

উঃ বোলান ।

খ) জাপানের ফুজিয়ামা একটি …………………. আগ্নেয়গিরি ।

উঃ শুপ্ত

গ) ডোলেরাইট …………………………. শ্রেনির আগ্নেয় শিলা ।

উঃ উপপাতালিক ।

ঘ) বায়ুর আদ্রতা মাপার যন্ত্রের নাম ……………………… ।

উঃ হাইগ্রমিটার ।

ঙ) তুন্দ্রা অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ হল ……………………………. ।

ঊঃ মস ও লাইকেন ।

চ) নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমি এর নাম …………………………….. ।

উঃ ক্যান্টাবেরি ।

ছ) WHO এর সদ্র দপ্তর ……………………….. এ অবস্থিত।

উঃ জেনাভা।

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board Short Question – do mapping

২। C. মিল কর বাম ও ডান দিক । 1×5

বাম ডান
ক) উষ্ণ প্রসবন ১। H. F. Reid
খ) নিফে ২। শান্ত বলয়
গ) L তরঙ্গ ৩। ভু-তাপ শক্তি
ঘ) স্থিতিস্থাপক প্রতিবিধান তত্ব৪। কেন্দ্র মণ্ডল
ঙ) ডোলড্রাম ৫। ধ্বংসাত্মক ও মারাত্মক

উঃ – ক – ৩ , খ – ৪ , গ – ৫ , ঘ – ১ , ঙ – ২

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board Short type long questions

৩। দুই এক লাইনে উত্তর দাও । 2×4

ক) কেন্দ্র মণ্ডলের উপাদানগুলি লেখ ।

উঃ পৃথিবীর কেন্দ্রমণ্ডল লোহা, নিকেল , পারদ প্রভৃতি ভারি ও ঘন বস্তু সঙ্গবদ্ধ অবস্থার মধ্য দিয়ে তৈরি হয়।

খ) টীকা লেখ – সিসমোগ্রাফ যন্ত্র ।

সিসমোগ্রাফ যন্ত্র ভুমিক্মপের নির্ণায়ক যন্ত্র হিসাবে ব্যবহার করা হয় । একে ভুমিকম্প মাপক যন্ত্র বলা হয়। ভুমিকম্প – এর সময় পৃথিবীর ওই স্থানের ভুমির অবস্থার পরিবর্তনের চিত্র এই যন্ত্রের মাধ্যমে পাওয়া যায় ।

গ) বজ্রমেঘ বলতে কি যান লেখ ?

উঃ কিউমুলনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড়বৃষ্টি হয় । তাই এই মেঘের আর এক নাম বজ্র মেঘ।

ঘ) মানব সভ্যতায় শিলার গুরুত্ব কি তার যেকোনো তিনটি লেখ ?

উঃ শিলা মানুষের অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ভীষণ গুরুত্ব পূর্ণ ।

যেমন – (১) ঘরবাড়ি নির্মাণ , (২) রাস্তা ঘাট ও রেল লাইন নির্মাণ , (৩) খনিজ সম্পদের উত্তলোণ ।

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board long Question

৪। ৫০ থেকে ৬০ টি শব্দের ভিতর উত্তর দাও । 3×4

ক) সমুদ্র বায়ু ও স্থল বায়ুর ভিতর পার্থক্য লেখ ? Page 160 .

খ) ভুমধ্যসাগরীয় জলবায়ু চলচিত্র শিল্পে কেন বিখ্যাত ? Page – 251 .

গ) টীকা লেখঃ চিপকো আন্দলন । Page – 291

ঘ) নিউজিল্যান্ড কে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন কেন বলা হয় ? P – 445 .

Class 8 3rd unit test question paper 2023 Geography WB Board description type long Question

৫। প্রতিটি প্রশ্ন ৮০ থেকে ১০০ টি শব্দের মধ্যে উত্তর দাও । 5×3

ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্ছলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও ? Page – 221

খ) তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বিশিষ্ট লেখ । Page – 251

গ) পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারন ও ফলাফলের আলোচনা কর । page 279 , 285

ঘ) মারে ডার্লিং অববাহিকার কৃষির উন্নতির কারন এবং ভূপ্রকৃতি ও নদনদীর বর্ণনা দাও । Page – 462, 467 .

৬। পৃথিবীর রেখা মানচিত্রে – নীচের স্থান গুলি উপযুক্ত রং-এর সাহায্যে অঙ্কন কর ।

ক) আমাজন অববাহিকা , খ) রকি পর্বত , গ) মারে ডার্লিং নদী , ঘ) আথাবাস্কা হ্রদ

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q. কোন অঞ্চল কে বলে ” গোধূলি অঞ্চল ” –

উঃ সেলভা অরন্য

Q. “রামসার সম্মেলন” কি উদ্দেশ্যে হয়েছিল – জলাভুমি সংরক্ষণ / বিশ্ব উষ্ণায়ন / জলবায়ু নিয়ন্ত্রন ।

উঃ জলাভুমি সংরক্ষণ

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply