You are currently viewing Class 8 3rd unit test question paper 2023 History WB Board | Class 8 3rd summative question paper History 2023 WB Board

Class 8 3rd unit test question paper 2023 History WB Board | Class 8 3rd summative question paper History 2023 WB Board

Spread the love

Class 8 3rd unit test question paper 2023 History WB Board , ক্লাস VIII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ইতিহাস, Class 8 3rd summative question paper History 2023 WB Board

Class 8 3rd unit test question paper 2023 History WB Board , ক্লাস VIII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2023 – বিষয় ইতিহাস, এই নিবন্ধে আমার ক্লাস VIII 3rd unit test এর ইতিহাস বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

আপনারা আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান , ভুগোল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 8 3rd unit test question paper 2023 History নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 8 3rd unit test question paper 2023 History এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 8 3rd unit test question paper 2023 History ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 8 3rd unit test question paper 2023 History প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 8 3rd unit test question paper 2023 History WB Board | Class 8 3rd summative question paper History 2023 WB Board

Class 8 3rd unit test question paper 2023 History WB Board syllabus

অধ্যায় নং অধ্যায়
৩। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ।
৫। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া- সহযোগিতা ও বিদ্রোহ
৬। জাতিয়তাবাদের প্রাথমিক বিকাশ
৭। ভারতের জাতিয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন
৮। সাম্প্রদিয়কাতা থেকে দেশভাগ
৯। ভারতীয় সংবিধান ঃ গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার

Class 8 3rd unit test question paper 2023 History WB Board Number Classification

অধ্যায়mcqsaq2marks3marks5 marksTotal
৩। ঔপনিবেশিক কর্তিত প্রতিষ্ঠা 1×31×32 x18
৫। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া- সহযোগিতা ও বিদ্রোহ1×31×32 x13×15×116
৬। জাতিয়তাবাদের প্রাথমিক বিকাশ1×21×22 x13×15×114
৭। ভারতের জাতিয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন1×21×22 x13×15×114
৮। সাম্প্রদিয়কাতা থেকে দেশভাগ1×21×22 x13×19
৯। ভারতীয় সংবিধান ঃ গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার1×21×22 x13×19
প্রদত্ত প্রশ্ন সংখ্যা141412106
উত্তর দিতে হবে1414653
মোট নম্বর70সময়2.5 ঘণ্টা

Class 8 3rd unit test question paper 2023 History WB Board Short Question

১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও – 1×14

১। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন  – (ক) হরিশ্চন্দ্র মুখোপাধ্যয় (খ.) নব গোপাল মিত্র (গ) রামমোহন রায়

উঃ- হরিশ্চন্দ্র মুখোপাধ্যয়

২।   ‘হুল’ কথার অর্থ হল – (ক) বিশৃঙ্খলা (খ.) বিপ্লব (গ) বিদ্রোহ

উঃ- বিদ্রোহ

৩। জাতিয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন (ক) সৈয়দ আহমেদ খান (খ) উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় (গ)গান্ধীজী

উঃ- উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়

৪। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় (ক) ১৮০০ খ্রিঃ, (খ) ১৮২১ খ্রিঃ (গ). ১৮৩৫ খ্রিঃ

উঃ- ১৮০০ খ্রিঃ,

৫। কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন – (ক) মহম্মদ আলি জিন্নাহ (খ) এ কে ফজলুল হক (গ) গান্ধীজী

উঃ- এ কে ফজলুল হক

৬। স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন – (ক) নেতাজী (খ) মহম্মদ আলি জিন্নাহ (গ) চিত্তরঞ্জন দাস

উঃ- চিত্তরঞ্জন দাস

৭। মুসলিম লিগের লাহোর অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় (ক) ১৯৪০খ্রিঃ (খ) ১৯১৪খ্রিঃ  (গ) ১৯৩৪০খ্রিঃ

১৯৪০খ্রিঃ

৮। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন (ক) রামমোহন রাও (খ) জ্যোতিরাও ফুলে (গ) চিত্তরঞ্জন দাস

উঃ- জ্যোতিরাও ফুলে

৯। শিবাজী ও গণপতি উৎসব প্রতিষ্ঠা কে করেন (ক) বাল গঙ্গাধর তিলক (খ) জ্যোতিরাও ফুলে (গ) গান্ধীজী

উঃ- বাল গঙ্গাধর তিলক

১০.  ‘ A Nation in Making” বইটি কে লেখেন (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) বাল গঙ্গাধর তিলক (গ) চিত্তরঞ্জন দাস

উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১১। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে হয়েছিল – (ক) ১৫ই আগস্ট (খ) ১৪ই আগস্ট (গ) ১৬ই আগস্ট

উঃ- ১৪ই আগস্ট

১২। আলীগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে স্থাপন করেন (ক) মহম্মদ আলি জিন্নাহ (খ) সৈয়দ আহমেদ খান (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উঃ- সৈয়দ আহমেদ খান

১৩। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন – (ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ (খ)রাধা কৃষ্ণন (গ)আহমেদ খান

উঃ- ডঃ রাজেন্দ্র প্রসাদ

১৪।সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা হল (ক) ৫টি (খ) ৬টি (গ) ৭ টি

উঃ- ৬টি

Class 8 3rd unit test question paper 2023 History WB Board very small Question

২. A. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ । 1×14

১। খালিফা শব্দের অর্থ কি?

উঃ- মুসলিম জগতের ধর্মগুরু

২।সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কার ছিল ?

উঃ  র‍্যামসে ম্যাকডনালড

 ৩। নৌ বিদ্রহ কত সালে কোন জাহাজে শুরু হয় ?

উঃ – ১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে

৪। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন ?

উঃ উইলিয়াম যোনস ১৭৮৪ খ্রিঃ

৫। ‘সারে যাঁহা সে আচ্ছা হিন্দুস্থা হমারা “ কবিতাটি কার লেখা ?

উঃ মহম্মদ ইকবাল

৬। মুসলিম লিগ কবে প্রতিষ্ঠা হয় ?

১৬০৬ খ্রিঃ

৭। জাতীয় মেলা বা হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?

উঃ নবগোপাল মিত্র

৮। গনপরিষদ কবে প্রতিষ্ঠা হয় ?

১৯৪৬ সালে জুলাই মাসে।

৯। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ?

প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী

১০। স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?

উঃ ১৯৫০ সাল ২৬ জানুয়ারি।

Class 8 3rd unit test question paper 2023 History WB Board Fill in the Blankns

২।B. শুন্যস্থান পূরণ কর ?

১) বঙ্গভঙ্গ রদ হয় কবে ……………. ।

উঃ- ১৯১১ খ্রিঃ

২)করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন …………………..

উঃ গান্ধীজী

৩।নওজয়ান ভারতসভা গঠন করেন ………………… ।

উঃ – ভগত সিং

৪। চটটগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ……………………. নেতৃত্বে

উঃ সূর্য সেন।

Class 8 3rd unit test question paper 2023 History WB Board Short Easy type Question

৩। নীচের প্রশ্নগুলির উত্তর লেখ? যেকোনো ৬ টি । 2×6

ক) কাকে কেন সীমান্ত গান্ধী বলা হ্য়?

উঃ খান আবদুল গফফর খান কে সীমান্ত গান্ধী বলা হয় । তিনি ছিলেন মহাত্মা গান্ধীর আদর্শে গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী । তিনি ভারতের উত্তর – পশ্চিম অঞ্চলে সীমান্ত অঞ্চলে গান্ধীজীর আদর্শে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। এই কারনে তাকে সীমান্ত গান্ধী বলা হত।
খ) হিউম- ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব টি কি ?

ঊঃ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের বিশেষ ভুমিকা ছিল, ১৯১৩ খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়েডারবার্ন-এর লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডারবার্ন বলেছিলেন যে হিউম ও বড়লাট লর্ড ডারফিন এই দুই জনের জন্য জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল । এই তত্ত্বকে কংগ্রেস প্রতিষ্ঠা হিউম- ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে বলা হয়।

গ) অলিন্দ যুদ্ধে কি এবং কোথায় হয়েছিল ?

উঃ ১৯৩০ খ্রিঃ ৮ ই ডিসেম্বর বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু , বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিজান করে কারা বিভাগের ইন্সপেকটর জেনারেল সিম্পসন কে হত্যা করেন। এবং এর পরই রাইটার্স বিল্ডিং এর অলিন্দে বা বারন্দাতে এদের সঙ্গে ইংরেজ বাহিনীর লড়াই হয় । এই জুদ্ধ ইতিহাসে অলিন্দ জুদ্ধ নামে খ্যাত।

ঘ) সভা-সমিতির যুগ কি, কোন সময় কে বলা হয় ?

১৯ শতকের মাঝমাঝি সময় সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে, ১৮৫৭ খ্রিঃ এর পরবর্তী সময় প্রথমে বাংলায় ও পরে অনান্য প্রদেশেও এই সভা সমিতে প্রচুর হারে গড়ে ওঠে । তাই ১৮৫৭ থেকে ১৮৮৫ খ্রিঃ পর্যন্ত সময়কাল কে সভা-সমিতির যুগ বলা হয়।

ঙ) দ্বিজাতিতত্ত্ব বলতে কি বোঝায় সংক্ষেপে লেখ ?

উঃ  দ্বিজাতিতত্ত্ব –এর প্রবক্তা ছিলেন সার সৈয়দ আহমেদ খান। এর মূল কথা হল ভারতে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি। কেবল ধর্মীয় পার্থক্য নয় তাদের সমাজ সংস্কৃতি সাহিত্য সভ্যতা ও ঐতিহ্য সবই আলাদা। জাতি সংক্রান্ত যেকোনো ব্যখ্যায় হিন্দু ও মুসলমান হল আলাদা জাতি।

চ) লাল বাল পাল কাদের বলা হত ?

উঃ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব প্রদেশ কে ঘিরে চরম প্রন্থা আন্দোলনের শুরু হয়েছিল। এই তিন অঞ্চলের তিন নেতা ছিলেন লালা লাজপট রাই, বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল। এদের তিন জনকে একসঙ্গে বলা হত লাল বাল পাল।

ছ) ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কেন বলা হয় ।

উঃ  এর কারন ভারত রাষ্ট্রের নিজস্ব কোন ধর্ম নেই, বিশেষ কোন ধরমের হয়ে ভারত কথা বলবে না। বা কোন ধর্মের বিরধিতা করবে না। প্রতি নাগরিক তার নিজের নিজের ইচ্ছে মত ধর্ম ব্যবহার করতে পারবে।

জ) ভারতীয় সংবিধানের অধিকারগুলি কি কি ?

উঃ – ১) সাম্যের অধিকার ২) স্বাধীনতার অধিকার ৩)শোষণের বিরুদ্ধে অধিকার ৪)ধর্মীয় স্বাধীনতার অধিকার ৫) শিক্ষা ও সংস্কৃতির অধিকার ৬) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

এছাড়া ও বেশ কিছু প্রশ্ন করে রাখবে –

গান্ধী ডারউইন চুক্তি কি? রাওলাট আইন কি? খিলাফত আন্দোলন কেন শুরু হয়ে ছিল ?

Class 8 3rd unit test question paper 2023 History WB Board Small easy type Question

৪। নীচের প্রশ্নগুলির উত্তর লেখ ? যেকোনো ৫টি , 3×5

ক) চোরি-চৌরার ঘটনা কি?

খ) ১৯০৭ খ্রিঃ কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব।

গ) ভারতীয় সংবিধানের ৪টি মৌলিক কর্তব্য কি?

ঘ) টীকা – জালিয়ানবাগের হত্যা ক্যান্ড , স্বরাজ্য দল , মুসলিম লিগের লাহোর অধিবেশনের গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহ ।

ঙ) ভারতীয়রা সাইমন কমিশনের বিরধিতা করেছিল কেন?

চ) আলীগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল ?

ছ) কৃষক-উপজাতি বিদ্রোহের প্রতি ব্রিটিশ সরকারের মনোভাব কি ছিল?

Class 8 3rd unit test question paper 2023 History WB Board easy type Question

৫। নীচের প্রশ্নগুলির উত্তর লেখ । যেকোনো ৩টি। 5×3

ক) ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষ চন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ এর অবদান কি ?

খ)  ভারতের স্বাধীনতা আন্দোলনে বিনয় বাদল দীনেশ কেন বিখ্যাত।

গ)মাস্টার-দা সূর্য সেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কিভাবে জড়িত ।

ঘ) ১৯৮৬ সালের নৌ বিদ্রোহের কারন ও গুরুত্বগুলি লেখ ?

ঙ) স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলিম সমাজ কে আধুনিক ভাবে গড়তে চেয়েছিল তা লেখ ?

চ) অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ। ছ) ১৯৪২ এর ভারত ছাড় আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ।

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q. ৪। কলকাতার ফোরট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় –

উঃ- ১৮০০ খ্রিঃ,

Q. স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন –

উঃ- চিত্তরঞ্জন দাস

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply