Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board , ক্লাস VIII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় বাংলা, Class 8 3rd summative question paper Bengali 2024 WB Board
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board , ক্লাস VIII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় বাংলা, এই নিবন্ধে আমার ক্লাস VIII 3rd unit test এর বাংলা বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
আপনারা আমাদের এই ওয়েবসাইটে বাংলা এবং ইতিহাস , পরিবেশ ও বিজ্ঞান , ভুগোল ও অন্যান্য বিষয়ের উপর ও 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে । এবং আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে ও প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করতে পার।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 8 3rd unit test question paper 2024 Bengali নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 8 3rd unit test question paper 2024 Bengali এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 8 3rd unit test question paper 2024 Bengali ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 8 3rd unit test question paper 2024 Bengali প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board syllabus
অধ্যায় নং | অধ্যায় |
গদ্য | জেলখানার চিঠি , আদাব , হরিচরণ বন্দ্যোপাধ্যায় , সুভা, পরাজয়, টিকেটের অ্যালবাম |
কবিতা | শিকল পরার গান, স্বাধীনতা , ঘুরে দাঁড়াও, মাসিপিসি, লোকটা জানলই না। |
পথের পাঁচালী | ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ । |
ব্যাকরণ | সমাস , ক্রিয়ার কাল, সাধু ও চলতি রিতি |
নির্মিতি | প্রবন্ধ রচনা, পত্র রচনা |
Class 8 3rd unit test question paper 2024 Geography WB Board Number Classification
অধ্যায় | mcq | saq | 2/3marks | 4/5/6 marks | Total |
গদ্য | 1×3 | 1×3 | 2 x2 | 5×2 | 20 |
কবিতা | 1×3 | 1×3 | 2 x2 | 5×2 | 20 |
ব্যাকরণ | 1×5 | 1×5 | 10 | ||
সহায়ক পাঠ | – | 1×2 | 3×1 | 5×1 | 10 |
নির্মিতি | 6+4 | 10 | |||
Total | 11 | 13 | 11 | 35 | 70 |
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board Short Question
১। নীচের ঠিক উত্তরটি বেছে নাও – 1×11
১.১ ) হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন ১৩০৯ সালে / ১৩০৮ সালে / ১৩০৭ সালে
উঃ ১৩০৯ সালে
১.২) সুভার বাবার নাম কি ছিল ? হরিচরণ / বাণীকণ্ঠ / মানিক
উঃ বাণীকণ্ঠ
১.৩) ‘Martyrdom’ কথার অর্থ বল – শহীদত্ব / শোষণ / আদর্শ
উঃ শহীদত্ব
১.৪) নাগরাজনের কাকা টিকিটের অ্যালবাম তাকে কোথা থেকে পাথিয়েছিল – নিউইয়র্ক / হিরসিমা / সিঙ্গাপুর ।
উঃ সিঙ্গাপুর
১.৫ ) স্বাধীনতা একটি শক্তিশালী কি – বীজ প্রবাহ / আদর্শ প্রবাহ / শক্তি প্রবাহ
উঃ বীজপ্রবাহ
১.৬ ) সাধারণত ফুটবল মাঠের বারপুজা কোন তারিখ করা হয় – ২৫ বৈশাখ / ২৬ শে বৈশাখ / ১ লা বৈশাখ
উঃ ১ লা বৈশাখ
১.৭) লক্তার দুই আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল – টাকা / আধুলি / জীবন
উঃ জীবন
১.৮) মাসিপিসি কোন ট্রেনে চাল তোলে – লালগোলা – বনগাঁ / শিয়ালদহ – নৈহাটি / হাওড়া – পাঁশকুড়া
উঃ লালগোলা – বনগাঁ ট্রেনে চাল তোলে .
১.৯ ) তুমি সরতে সরতে মিলিয়ে যাবে – হাওয়ার মত / বিন্দুর মত / ধুলোর মত
উঃ বিন্দুর মত
১.১০) ‘আপনাদিগের চলতি ভাষার রূপটি হল – আপনাদের / আমাদের / আপনার
উঃ- আপনাদের
১.১১) ওদেরকে সাধু ভাষার রুপটি হল – উহাদিগকে / উনাদের / উহার ।
উঃ উহাদিগকে
১.১২ ) যে ক্রিয়া এখন ও সংঘটিত হচ্ছে তাকে বলে – নিত্য বর্তমান / ঘটমান বর্তমান / পুরাঘটিত বর্তমান
উঃ ঘটমান বর্তমান
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board small Question in one line
২ । খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দেয়াও 1×13
২.১) “আদাব” গল্পে নাওয়েরে মাঝির পুঁটলির ভেতর কি ছিল ?
উঃ পুঁটলির ভেতর মাঝির স্ত্রী ও পোলা-মাইয়ার জন্য কাপড় ও দুটি জামা। যা মাঝি ইদের পরবের জন্য কিনেছিলেন।
২.২) ‘টিকিটের অ্যালবাম” গল্পটি বাংলায় কে অনুবাদ করেছেন ?
উঃ অর্ঘকুসুম দত্তগুপ্ত ।
২.৩) লেখক সমরেশ বসু কি ছদ্মনামে বিখাত ছিল ?
উঃ তিনি কালকূট ছদ্মনামে বিখ্যাত ছিলেন।
২.৪) কবি ‘শিকল – পরা- ছল’ বলেতে কি বলতে চেয়েছেন ?
উঃ কবি ‘শিকল – পরা- ছল’ কথার মধ্য দিয়ে এটাই বলতে চেয়েছেন যে বন্ধনে আবদ্ধ হওয়াটা একটা ছলনা বা অভিনয় ।
২.৫) হরিচরণ বন্দ্যোপাধ্যায় পপ্রণীত অভিধানটির নাম কি ?
উঃ বঙ্গীয় শব্দকোষ ।
২.৬) ‘শুনে শুনে কান পচে গেল ‘ – লেখক এখানে কি শুনে শুনে কান পচে গেল বলতে চেয়েছেন ?
উঃ সময় আসলে সব কিছু পাওয়া যাবে সব আশাই পূর্ণ হবে এই শুনতে শুনতে কান পচে গেল বলা হয়েছে।
২.৭) ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ আসলে কি ?
উঃ ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ হল আরব দেশের উপকথার একটি অংশ। একে অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক প্রদীপ হিসাবে বর্ণনা করা আছে।
২.৮) মাসি-পিসিরা কখন ঘুম থেকে ওঠে –
উঃ মাসি-পিসিরা রাত থাকতে ঘুম থেকে ওঠে।
২.৯) সাধু ও চলিত রীতির বিশিষ্ট লেখ ?
উঃ সাধু রীতিতে তৎসম ও অপ্রচলিত শব্দের ব্যাবহারের অধিক্য দেখা যায়। উদাহরণ হিসাবে – তরঙ্গ , অশ্বচালনা
২.১০) ‘দ্বিগু” শব্দের আক্ষরিক অর্থ কী?
উঃ দ্বি-গো – এর বিনিময়ে কেনা ।
২.১১) সমাস শব্দের অর্থ লেখ ?
উঃ সমাস শব্দের অর্থ হল সংক্ষিপ্ত করা ।
২.১২) সন্ধি ও সামাসের ভেতর একটি পার্থক্য লেখ ?
উঃ সন্ধিতে ধ্বনিগত মিলন লক্ষ্য করা যায় । আর সমাসে পদগত মিলন লক্ষ্য করা যায়।
২.১৩) কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল ?
উঃ অপুরা মাঝেরপাড়া স্টেশন থেকে ট্রেন ধরেছিল ।
২.১৪) অপু হরিহর কে কোন বই বার বার কিনে আনতে বলেছিল ?
উঃ অপু হরিহর কে পদ্মপুরান বইটি কিনে আনতে বলেছিল ।
২.১৫) সর্বজায়া ও দুর্গা কচুর শাক তুলতে কোথায় গিয়েছিল ?
উঃ সর্বজায়া ও দুর্গা কচুর শাক তুলতে জামতলায় গিয়েছিল।
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board small Question in 2 – 3 lines
৩। যেকোনো ৪টি প্রশের উত্তর দাও ? যেকোনো ৪ টি । 2×4
ক) ‘ডাস্টবিনের দুই পাশে দুইটি প্রাণী ” – এই প্রাণী দুইটি কে কে , তাদের পরিচয় কি ?
উঃ ডাস্টবিনের দুই পাশে দুইটি মানুষ একজন সুতা কলের মজুর সে জাতিতে হিন্দু, অপরজন নৌকার মাঝি, সে জাতিতে মুসলমান। কিন্তু দুজনেই দাঙ্গা পীড়িত ।
খ) ‘হটাত ডাস্টবিনটা একটু নড়ে উঠল” – ডাস্টবিনটা নড়ে ওঠার কারন কি লেখ ?
উঃ ডাস্টবিনটা টা নড়ে উঠতে দেখা গেল যে তার দুই পাশে দুইটি মানুষ , দুই জনেই প্রান ভয়ে ভীত , দুজনের চোখে সন্দেহের চাউনি। একজন হিন্দু অন্যজন মুসলমান। দুজনেই দুজনকে তাদের হত্যাকারি হিসাবে ভাবছে, কারন দুজনেই দাঙ্গা পীড়িত।
গ) সুভাষ চন্দ্র বসু কি কারনে তার বন্ধু দিলিপ রায়ের বই গুলি আর ফেরত পাঠাতে পারে নি ?
উঃ সুভাষ চন্দ্র বসু কি তার পরম বন্ধু দিলিপ রায়ের বই গুলি আর ফেরত পাঠাতে পারে নি কারন জেলে ওই বইগুলি পড়ার জন্য অনেক পাঠক হয়ে জুটে যায় । তাই সেই বইগুওলি ফেরত দেওয়া হয়ে ওঠে নি।
ঘ) নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন ?
উঃ নাগরাজনের অ্যালবামটি খুব সুন্দর ছিল, এই অ্যালবাম টি তার কাকা সিঙ্গাপুর থেকে পাঠিয়েছিল । অ্যালবামটির অঙ্গসজ্জা ও মলাট ছিল নিখুত, এবং তাতে ডাক টিকিটগুলি খুব সুন্দরকরে সাজানো ছিল।স্থানীয় দোকান গুলিতে এরকম অ্যালবাম সহজে পাওয়া যেত না। এই কারনে অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ে ।
ঙ) ” স্বাধীনতা কোন দিনই আসবে না ” কবি এই ধরনের ধারনার কারন কি ছিল ?
উঃ কবির মত অনুযায়ী নিজস্ব অধিকার বোধই মানুষের স্বাধীনতা । যা অর্জন করতে চাইলে চাই ভয়ঙ্কর শক্তির প্রবল প্রহার , তীব্র আন্দোলন ।ভ্য বা পিছিয়ে পড়া নয়, সমঝোতা বা আপোস নয় স্বাধীনতা পেতে হবে নিজের অধিকারের দাবিতে। নাহলে কোনদিনই স্বাধীনতা আসবে না।
চ) ‘ বাঁ-দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে ” – লোকটার কি হল ?
উঃ বাঁ-দিকের বুক পকেটটা বলতে এখানে টাকার থলির কথা বলা হয়েছে। রোজগার করা মানুষ তার সারাদিনের উপার্জন করা টাকা বাঁ-দিকের বুক পকেটে রাখেন। এবং সাধারণত মানুষ নিজেদের ধন-সম্পত্তি রক্ষার জন্য ,বাঁ দিকের বুক পকেট সামলাতে সামলাতে সারা জীবন অতিবাহিত হয়ে যায়। এবং অবশেষে মৃত্যু হল।
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board long Question
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । যেকোনো ৪ টি । 5×4
ক) ‘হটাত জেন ওর জনপ্রিয়তা কমে গেছে’, কার এমন মনে হয়েছে ? এই জনপ্রিয়তা কমে যাওয়ার কারন বা কি ?
খ) হিন্দু-মুসলমান সম্প্রীতির আবহ আদব গল্পে কিভাবে বিস্তার করা হয়েছে তা আলোচনা কর ?
গ) ” মুহূর্তগুলি কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো । ” – সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে , তা উদাহরণ সহ আলোচনা কর ।
ঘ) ‘মাসিপিসি ‘ কবিতায় মাসিপিসি কারা ? তাঁদের জীবনের ছবি এই কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা কর ।
ঙ) ‘ আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম ” – লেখক এই প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন অবদানের কথা উল্লেখ করেছেন তা লেখ ।
চ) “প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরন করিয়া দেয় ” – মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরন করতে পারে তা আলোচনা কর ।
ছ) “স্বাধীনতা একটি শক্তিশালী বীজপ্রবাহ ” – উক্তিটির তাৎপর্য আলোচনা কর ।
জ) “লোকটা জানলই না” – কবিতার মূল বিষয়বস্তু কবিতা অবলম্বনে লেখ ।
ঝ) ‘শিকল পরার গান’ কবিতায় কবি নজরুলের দেশ প্রেম কিভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা কর।
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board long Question in 1 to 10 lines
৫। নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও । 3 / 5
ক) ‘দিন নাই রাত নাই সর্বজায়া শুধুই স্বপ্ন দেখে ‘ – সর্বজায়া কি স্বপ্ন দেখে তা নিজের ভাষায় লেখ । ৩
খ) অজয় কে ? তার সঙ্গে অপুর বন্ধুত্ব হল কি ভাবে ? ১ +২
গ) ‘ পথের পাঁচালী ‘ -র অপুর যাত্রা দেখার অভিজ্ঞতা কি নিজের ভাষায় লেখ। ৫
ঘ) ‘দুপুরে এক ক্যান্ড ঘটিল’ – কি ক্যান্ড ঘটেছিল তা নিজের ভাষায় লেখ । ৫
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board easy Question
ক) জন জিবনে খেলা ধুলার প্রয়োজনীয়তা ।
খ) দৈনন্দিন জিবনে বিজ্ঞান ।
গ) গেশ গঠন ও ছাত্র সমাজ।
ঘ) বাংলার মেলা।
ঙ ) বই মেলা
চ) ছাত্রদের আদর্শ ও কর্তব্য
Class 8 3rd unit test question paper 2024 Bengali WB Board letter writing Question
৭/ পত্র রচনা কর, যেকোনো একটি । 4
ক) হাসপাতালের সমানে মাইক বাজানো ভীষণ বড় অপরাধ । এই বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য সংবাদ পত্রে একটি চিঠি লেখ ।
খ) শারিরিক অসুস্থতার জন্য স্কুলে অনুপস্থিত ছিলে সেই জন্য প্রধান শিখক কে ছুটি মঞ্জুরের জন্য চিঠি লেখ।
গ) এলাকাতে যেখানে সেখানে আবর্জনার স্তূপ এই মর্মে সংবাদপ্ত্রের সম্পাদক কে একটি চিঠি লেখ।
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Q. স্বাধীনতা একটি শক্তিশালী কি – বীজ প্রবাহ / আদর্শ প্রবাহ / শক্তি প্রবাহ
উঃ বীজপ্রবাহ
Q. মাসি-পিসিরা কখন ঘুম থেকে ওঠে –
উঃ মাসি-পিসিরা রাত থাকতে ঘুম থেকে ওঠে।
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।