Class 8 3rd unit test question paper 2024 Science WB Board , ক্লাস VIII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, Class 8 3rd summative question paper Science 2024 WB Board
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board , ক্লাস VIII 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় পরিবেশ ও বিজ্ঞান, এই নিবন্ধে আমার ক্লাস VIII 3rd unit test এর ইতিহাস বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 8 3rd unit test question paper 2024 Science নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 8 3rd unit test question paper 2024 Science এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 8 3rd unit test question paper 2024 Science ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 8 3rd unit test question paper 2024Science প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board syllabus
১। ভৌত পরিবেশ, ১.১ বল ও চাপ , ১.৪ আলো
২। মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, ২.২ পদার্থের গঠন
৩। কয়েকটি গ্যাসের পরিচিতি
৪। কার্বন ও কার্বন ঘটিত যৌগ,
৬। জীব দেহের গঠন,
৭। অণুজীবের জগত
৮। অন্তক্ষরা ও বয়ঃসন্ধি
৯।পরিবেশের সংকট ও সংরক্ষণ ১০. আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগত
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board Number Classification
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board Short Question
১। সঠিক উত্তর টি নির্বাচন কর। যেকোনো ৫ টি। 1×5
ক) আলোর কোন ধর্মের জন্য হিরে চকচক দেখায় – (ক)নিয়মিত প্রতিফন (খ) অভন্তরিন পূর্ণ প্রতিফলন (গ)বিক্ষিপ্ত প্রতিফলন
উঃ- অভন্তরিন পূর্ণ প্রতিফলন
খ) কোনটি কার্বনের নিয়তকার রূপভেদ (ক) ফুলারিন (খ) কোক (গ) চারকোল
উঃ-
ফুলারিন
গ) নীচের কোন জ্বালানির তাপনমুল্য সর্বাধিক – (ক) ডিজেল (খ) কয়লা (গ) তরল হাইড্রোজেন
তরল হাইড্রোজেন -এর তাপনমুল্য সবচেয়ে বেশী ।
ঘ)এদের ভেতর উভয়ধর্মী অক্সাইড কোনটি – (ক)Mgo (খ) Zno (গ)No2
উঃ- Zno বা জিঙ্ক অক্সাইড
ঙ) বায়ডিগ্রেডেবl পলিমার কোনটি (ক)পলিথিন (খ) UPVC (গ) সেলুলোজ
উঃ- সেলুলোজ
চ) নীচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় – (ক)O2 (খ)CH4 (গ)Co2
উঃ-O2
ছ) হাইড্রলিথের একটি উপাদান হল – (ক) অক্সিজেন (খ) N2 (গ) হাইড্রজেন
হাইড্রজেন
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board small Question , in one line ..
২। অতি সংক্ষিপ্ত ভাবে উত্তর দাও । যেকোনো ৫ টি , 1×5
ক)শুষ্ক বরফ কাকে বলে ?
উঃ কঠিন কার্বনডাই অক্সাইড কে শুষ্ক বরফ বলে। এর তাপমাত্রা প্রায় -78C
খ) প্লাবতা বলতে কি বোঝ , এই কোন বিষয়ের উপর নির্ভর করে?
উঃ যখন কোন বস্তুকে কোন তরলে ডোবানো হয় ,সেই সময় ওই বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখি একটি বল প্রয়োগ করে। এই বলটি প্লাবতা।
এটি বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে –
অপসারিত তরলের আয়তন (ii) তরলের ঘনত্ব (iii) অভিকর্ষজ তরণ-এর উপর নির্ভর করে।
গ) সক্রিয় চারকোল কাকে বলে ?
উঃ এটি একটি বিশেষভাবে তৈরি চারকোল, এই চারকোল-এর পৃষ্টতলে অনেক গ্যাস অনুকে ধরে রাখতে পারে। একে সক্রিয় চারকোল বলা হয়।
ঘ) বায়ডিগ্রেডেশান কাকে বলে (জৈববিনাস)
উঃ পরিবেশের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে তাদের ভেতর প্রোটিন ভাঙার এনজাইম থাকে, তাই পরিবেশের ভেতর কোন সময় মাছ, মাংস বা ডিমের টুকরো পড়ে থাকে না। তা একা একাই নষ্ট হয়ে যায়। এই ভাবে জৈব ক্রিয়ার মাধ্যমে নষ্ট হয়ে যাওয়া কে বলে বায়ডিগ্রেডেশান।
ঙ) সংকট কোন কাকে বলে ?
ঊঃ আলোক রশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হাল্কা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে , তখন আপাতন কোনের যে মানের জন্য প্রতিসরণ কোনের মান 90. হয়, অর্থাৎ প্রতিসারিত বিভেদ তল বরাবর চলে যায় । তখন ওই আপাতন কোন কে সংকট কোন বলে?
চ) জ্বালানির তাপন মুল্য কাকে বলে ?
উঃ ১kg ভরের কোন জ্বালানি পুড়লে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে জ্বালানি এর তাপন মুল্য বা ক্যালরি মুল্য বলে।
ছ) ওয়াটার গ্যাস কাকে বলে ?
কার্বন মনোঅক্সাইড (CO) এবং হাইড্রোজেন (H2) এর মিশ্রন কে ওয়াটার গ্যাস বলে।
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board small Question 2-3 lines
৩। একটি বা দুটি বাক্যে উত্তর দাও । যেকোনো ৫টি। 2×5
ক)ফুলারিন কি ? এটি কোন কাজে ব্যাবহার করা হয় ?
উঃ ফুলারিন হল কার্বনের একমাত্র রূপভেদ, যা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে রঙিন দ্রবন উৎপন্ন করে।
চিকিৎসাবিজ্ঞানে এবং ইলেকট্রনিক্স-এ এর বিশেষ ব্যাবহার থাকতে পারে বলে গবেষণা চলছে।
খ) গ্রিনহাউস এফেক্ট কি ? কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ ?
উঃ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ বিভিন্ন গ্রিন হাউস এর কারনে বায়ুমণ্ডলের বাইরে নিঃশেষিত হতে পারে না। বরং শোষিত হয়ে আবার আবার পৃথিবীতেই ফিরে আসে এবং বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। এই ঘটনাকে গ্রিনহাউস এফেক্ট বলে।
উদাহরণ – জলীয় বাস্প, Co2, মিথেন
গ) বায়ফুয়েল বলতে কি বোঝ ?
উঃ উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানী কে বায়ফুয়েল বলা হয়।
উদাঃ প্রাণীজ চর্বি থেকে তেল, বা উদ্ভিজ তেল।
ঘ) আইসোটোপ বা আইসোবার কাকে বলে ?
উঃ যেসব প্রমানুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।
হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হল – 11H প্রটিয়াম , 21Hডয়টেরিইয়াম, 31H ট্রিটিয়াম ।
আইসোবার – ভিন্ন মৌলের যে সব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলা হয়। 31H, 32HE.
ঙ) বহুরূপতা কাকে বলে উদাহরণ দাও?
P 137
চ) পরীক্ষাগারে অক্সিজেন (O2) প্রস্তুত করার সময় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড (Mno2) ব্যবহার করা হয় কেন ?
P128
ছ.) হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার সময় HCL কেন ব্যবহার করা হয় না। P133
জ) সদবিম্ব ও অসদবিম্ব কাকে বলে?
P46
ঝ) সদবিম্ব ও অসদবিম্ব এর পার্থক্য ?
ঞ) হাইড্রলিথ কি ? LPG কি ?
ট ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি ? এর দুটি শর্ত লেখ। P52
ঠ) জৈব বা বায়োগ্যাস বলতে কি বোঝ ? P 146
ড) সিনেমার পর্দা কে সাদা বা অমসৃণ কেন করা হয় ?
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board small Question
৪। তিন চার টি বাক্যে উত্তর দাও? যেকোনো ৫ টি, (3×5)
ক) হাইড্রজেন আথবা অক্সিজেন তৈরি করার সময় কি কি রাসায়নিক দ্রব্য দরকার পড়ে।
হাইড্রজেন আথবা অক্সিজেন তৈরির রাসায়নিক নীতি অবশ্যই সমীকরণ সহ লেখ । P133,127
খ) অক্সিজেন তৈরি করার সময় পরীক্ষাগারে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ? P 128
গ) স্বচ্ছ চুন জলে যদি আমরা প্রথমে কম পরিমাণে এবং পড়ে বেশী পরিমাণে কার্বন ডাই অক্সাইড (Co2) চালনা করি তবে কি হবে তা সমীকরণ সহ লেখ ? P100
ঘ) পার্থক্য নির্ণয় কর, হিরে ও গ্রাফাইট । P141
ঙ) আর্কিমিডিসের নীতি কি লেখ ? P16
চ) পেরিস্কোপ এর গঠন ও কার্যাবলী বর্ণনা কর, চিত্র সহ।
ছ) কার্বনের বিভিন্ন রুপভদেগুলি ছকের আকারে লেখ ।
P141
Group – B , Life Science
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board Short Question
১। সঠিক উত্তর টি নির্বাচন কর। যেকোনো ৫ টি। ( 1×5)
ক)নালিপদের সাহায্যে কোন প্রাণীটি চলাফেরা করে –
(ক)তারামাছ (খ) সাগরকুসুম (গ) তিমি
তারামাছ
খ) স্লিপিং সিকনেস কি ঘটিত রোগ ? (ক) ভাইরাস (খ) আদ্যপ্রাণী
(গ)ব্যকটেরিয়া
আদ্যপ্রাণী
গ) অ্যালিসিন যৌগটি কোথায় পাওয়া যায় – (ক) আদা (খ) রসুনে (গ) পেঁয়াজে
রসুনে
ঘ)”আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ” রুপে কোন সাল কে ঘোষণা করা হয়েছে – (ক) ২০০৫ (খ) ২০০৬ ।(গ) ২০০৭
২০০৬
ঙ) ব্যাকটেরিয়া শব্দটি প্রথম কে বলেন – (ক)এরেনবারগ (খ) পাস্তুর (গ) লিভেনহিক
এরেনবারগ
চ) ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় – (ক) অগ্নাশয় (খ) অ্যাড্রিনাল (গ)থাইরয়েড
অগ্নাশয়
ছ) কোন প্রানিকে ক্যাঙ্গারু ইন্দুর বলা হয় – (ক)জারবিল (খ) বাস্টার্ড ( গ) মেসকুইট
জারবিল
জ) আমেরিকার রেড ইন্দিয়ানরা মরু অঞ্চলের পাথরের তৈরি বাড়ির নাম কি – (ক) পুয়েবালা (খ) ইগলু (গ) হাট
পুয়েবালা
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board Short Question in one line
২। এককথায় উত্তর দাও ?
ক) তবাশির কি?
উঃ Bambusa arundinacea নামক বাঁশের পর্বমধ্যে সিলিকন ডাই অক্সাইড এবং সিলিসিক অ্যাসিড দিয়ে তৈরি একটি ওষুধ যা হাঁপানি ও সর্দি কাশির চিকিৎসায় ব্যাবহার করা হয়।
খ) এস্কিমো শব্দের অর্থ কি ?
ঊঃ এস্কিমো শব্দের অর্থ হল – যারা কাঁচা মাংস খায়।
গ) প্সহিম্বঙ্গের একটি বায়স্ফিয়ার রিজার্ভের নাম কি ?
উঃ সুন্দরবন ।
ঘ) IUCN এর পুরো নাম কি ?
উঃ IUCN এর পুরো নাম হল – International Union for the Conservation of Nature and Natural Resources
ঙ) ত্রিফলা বলতে কি বোঝ ?
উঃ ত্রিফলা একটি আয়ুর্বেদিক ওষুধ, এটি তিনটি ফল থেকে তৈরি হয়। এই ফল গুলির নাম হল , আমলকী , হরিতকী , ও বীজ ছাড়া বহেরা কে সমপরিমাণে মিশিয়ে এটা তৈরি করা হয়।
চ) বয়ঃসন্ধিকালিন ২ টি আচরণগত সমস্যা লেখ ?
উঃ (১) হটাত করে রেগে যাওয়া (২) অকারণে কেঁদে ফেলা
ছ) লাইসোজোম কে আত্মঘাতী থলি কেন বলে ?
উঃ লাইসোজোম যে কোষেই থাকে সেই কোষকে ধ্বংস করে দিতে পারে। এর সক্রিয়তা বেড়ে গেলে শরীরে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়।
জ) হাইফি কি?
ছত্রাকের দেহ এককোশী গোলাকার সরু সুতার মত অংশ দিয়ে তৈরি হয়। এই সুতার মত অংশ কে হাইফি বলে।
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board small Question 1-2 lines
৩। (ক) অ্যালগালব্লুম কি ?
উঃ রাসায়নিক সার আর জলে জমে থাকা জৈব বর্জ্য জুক্ত ময়লা সমুদ্রের জলে মেশার ফলে প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয়। এবং জল ঢেকে যায়। এই ঘটনাকে বলে অ্যালগালব্লুম ।
খ)মরুভূমির সবচেয়ে বিষধর সাপ কি ?
উঃ র্যাটল সাপ ।
গ) অন্তক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখ ।
উঃ
অন্তক্ষরা –
এই গ্রন্থি থেকে ক্ষরিত রস সরাসরি রক্তবাহিত হয়ে নিদিষ্ট ক্রিয়স্থলে পৌঁছয় ।
এই সব গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। উদাঃ থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি।
বহিঃক্ষরা
এই গ্রন্থি থেকে ক্ষরিত রস নিজস্ব নালিকার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় ।
এইসব গ্রন্থি থেকে নানা ধরনের উৎসেচক ক্ষরিত হয় । উদাঃ লালা গ্রন্থি, পাক গ্রন্থি ।
ঘ) ইন –সিটু এবং এক্স – সিটু সংরক্ষণ কাকে বলে ?
উঃ বিপন্ন উদ্ভিদ ও প্রাণী কে যখন তাদের প্রাকৃতিক পরিবেশ, যেমন স্বাভাবিক পরিবেশ বা মানুষের তৈরি বাস্তুতন্ত্রের মধ্যে সংরক্ষণ করা হয় তাদের বলে ইন-সিটু সংরক্ষণ। যেমন – অভ্যারন্য।
এক্স – সিটু – যেসব জীবকে কোন ভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হছে না। তখন স্বাভাবিক বাসস্থান থেকে দূরে, থাকার অনুকুল পরিবেশ তৈরি করে, কৃত্রিম ভাবে প্রজনন করিয়ে তাদের বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা হয়। এবং তাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। যেমন – চিরিয়াখানা।
ঙ) নাইট্রিফিকেসান ও অ্যামনিফিকেসান কাকে বলে ?
উঃ নাইট্রিফিকেসান – নাইট্রোসোমনা ও নাইত্রব্যাকটর নামক দুটি ব্যাকটেরিয়া, এর জন্য দায়ী। এরা অ্যামনিয়া কে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিতে কে বলে নাইট্রিফিকেসান।
অ্যামনিফিকেসান – উদ্ভিদ বা প্রাণী মারা যাওয়ার পর তাদের দেহের নানা নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে অ্যামনিয়া তৈরি হয় । একে অ্যামনিফিকেসান বলে।
চ) রেড ডেটাবুক বলতে কি বোঝ, সংক্ষেপে বল।
উঃ আন্তর্জাতিক সংস্থা IUCN বিশ্বে বিপন্ন জীবদের একটি তালিকা প্রকাশ করে। এই তালিকাটি হল রেড ডেটাবুক । এই রেড দেটাবুকে নানা বিভাগের তালিকা ভাগ করা আছে, যেমন – বিপন্ন, বিপদগ্রস্ত, বিলুপ্ত, বন্য পরিবেশ বিলুপ্ত।
ছ) এন্টিবায়োটিক কাকে বলে? প্রথম কোন এন্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছিল, এর আবিষ্কর্তা বা কে ছিল ?
উঃ বিশেষ কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত কিছু কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় এবং মেরে ফেলে। এই সমস্ত জৈব যোগকে নান রকম ভাবে রাসায়নিক পরিবর্তন বা সুদ্ধকরনের মাধ্যমে বিভিন্ন রকমের জীবনদায়ী ওষুধ তৈরি করা হয় । এদের বলা বল এন্টিবায়োটিক ।
পেনিসিলিন হল বিশ্বের প্রথম এন্টিবায়োটিক, এর আবিষ্কর্তা হলেন অ্যালেকজান্ডার ফ্লেমিগ ।
জ) কি কি উপদান দিয়ে গরমমশলা তৈরি করা হয় ?
উঃ লবঙ্গ , এলাচ, দারচিনি, গোলমরিচ, জৈত্রি, জায়ফল কে একসঙ্গে মিশিয়ে গরম মশলা তৈরি করা হয়। নানা রকমের তরকারিতে রান্নার স্বাদ ও গন্ধ আনতে এর ব্যবহার করা হয়।
ঝ) প্রাইমরডিয়াল ইউট্রিকল কি? ( P 185 )
ঞ) বায়োলুমিনিসেন্স কি? (P – 254)
ট) জরুরীকালিন বা আপদকালিন হরমোন কাকে বলে? এর কারন বা কি ? (P 233)
ঠ ) ওষধি গুন লেখ – ঘৃতকুমারি, নিম, বেল, আমলকি দুটি করে । (P 291, 292 )
ড) শাল গাছের ব্যবহার লেখ । ২ টি। (P 282)
ঢ ) অনাক্রমতা বা ইমিউনিটি কি ? (P 201)
ণ ) মশলা আমারা কেন ব্যবহার করি ? (P 285)
ত) মুনফেস বলতে কি বোঝ ? (P 233)
Class 8 3rd unit test question paper 2024 Science WB Board long Question
৪। তিন থেকে চারতি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫ টি। 5×3
ক) জীবনকুশলতা কাকে বলে? জীবনকুশলতার দিকগুলি লেখ ? (Page – ২৪২)
খ) নয়নতারা ও কচুরিপানার তিনটি ব্যবহার লেখ ? ( Page – ২৯১ , Page – ২৮০)
গ) টীকা লেখ – এস্কিমো , ফাইটোপ্লাঙ্কটন, কেল্প। (Page – ২৫৪, Page – ২৫৫, Page – ২৫৯)
ঘ) ইকোলকেসান কাকে বলে ? পশ্চিমবঙ্গে কোথায় শকুন পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠেছে। (Page – ২৭৭)
ঙ ) অণুজীবের তিনটি বিশিষ্ট লেখ ।
চ) উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ভেতর পার্থক্য লেখ ? (Page – ১৯৩)
ছ) চিত্র অঙ্কন ও ৪ অংশ চিহ্নিত কর । (Page -১৮২, Page -১৮৪)
উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, মাইট্রকনডিয়া , ক্রোমোপ্লাস্টিড , নিউক্লিয়াস। (Page -১৮৩, Page -১৮৬)
যে সমস্ত বড় প্রশ্নগুলির উত্তর দেওয়া নেই তাদের উত্তর তোমরা অতি সহজে বইয়ের অর্থাৎ পাঠ্য পুস্তক থেকে সংগ্রহ করে নেবে, প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে , এই পেজ নম্বর থেকে উত্তর পেয়ে যাবেন ।
কোন প্রশ্ন থাকলে নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করতে পার , আমি চেষ্টা করব তা সমাধান করার ।
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Q. ত্রিফলা বলতে কি বোঝ ?
উঃ ত্রিফলা একটি আয়ুর্বেদিক ওষুধ, এটি তিনটি ফল থেকে তৈরি হয়। এই ফল গুলির নাম হল , আমলকী , হরিতকী , ও বীজ ছাড়া বহেরা কে সমপরিমাণে মিশিয়ে এটা তৈরি করা হয়।
Q. IUCN এর পুরো নাম কি ?
উঃ IUCN এর পুরো নাম হল – International Union for the Conservation of Nature and Natural Resources
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।