You are currently viewing Class 9 1st unit test question paper 2024 History WB Board PDF Download | Class 9 1st summative question paper History 2024 WB Board PDF Download

Class 9 1st unit test question paper 2024 History WB Board PDF Download | Class 9 1st summative question paper History 2024 WB Board PDF Download

Spread the love

Class 9 1st unit test question paper 2024 History WB Board, ক্লাস IX ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, Class 9 1st unit test question paper 2024 History WB Board

Class 9 1st unit test question paper 2024 History WB Board , ক্লাস IX ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, এই নিবন্ধে আমার ক্লাস IX 1st unit test এর ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 9 1st unit test question paper 2024 History WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 9 1st unit test question paper 2024 History WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 9 1st unit test question paper 2024 History WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 9 1st unit test question paper 2024 History WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 9 1st unit test question paper 2024 History WB Board PDF Download | Class 9 1st summative question paper History 2024 WB Board PDF Download

Subject – History

Number – 40 Time – 1.30 hr

Class 9 1st unit test question paper 2024 History WB Board syllabus

১। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক।

২। বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্যে ও জাতীয়তাবাদ ।

অধ্যায়MCQSAQ2 MARK4 MARK8 MARKTotal
১। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক1×51×32×24×28×1
২। বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্যে ও জাতীয়তাবাদ1×11×12×1
পূর্ণমান106888

Class 9 1st unit test question paper 2024 History WB Board – short Questions

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । যেকোন তিনটি 1×3

১.১) ফ্রান্সে প্রচলিত শ্রমকর বা বেগার শ্রমকে বলা হয় – করভি / গ্যাবেল / টাইথ

১.২) ‘সামাজিক চুক্তি’ বা ‘সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থের লেখক হলেন – রুশো / মন্তেস্কু / ভলতেয়ার

উঃ রুশো

১.৩) ‘কনফেডারেশন অফ দ্যা রাইন’ গঠিত হয় – ১৮০৬ খ্রিঃ / ১৭০৬খ্রিঃ / ১৭০১ খ্রিঃ

১.৪) ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছেন – অ্যাডাম স্মিথ / ভলতেয়ার / হবসবম

উঃ অ্যাডাম স্মিথ

১.৫) সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় – ইটালিতে / ইংল্যান্ডে / ফ্রান্সে

উঃ ইটালিতে

১.৬) কনস্যুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন – নেপোলিয়ান / আবে সিয়েস / ম্যারাট

উঃ আবে সিয়েস

১.৭) বাস্তিল দুর্গের পতন হয় – ১৭৮৯ খ্রিঃ ১৪ জুলাই / ১৭৭৯ খ্রিঃ ১০ জানুয়ারি / ১৭৮৫ খ্রিঃ ১৫ ফেব্রুয়ারি

উঃ ১৭৮৯ খ্রিঃ ১৪ জুলাই

১.৮) নেপোলিয়ন কোথায় জন্মগ্রহ্ন করেছিলেন কার্সিকা দ্বীপে / জেমিনি দ্বীপে / এলবা দ্বীপে ।

উঃ কার্সিকা দ্বীপে

১.৯) ‘সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি’ আইন বিধিবদ্ধ করা হয় – ১৭৯১ খ্রিঃ / ১৭৯০ খ্রিঃ / ১৭৮৯ খ্রিঃ

উঃ ১৭৯১ খ্রিঃ

১.১০) ‘জাতিসমুহের যুদ্ধ’ নামে পরিচিত – লিপজিগের যুদ্ধ / ওয়াটালুর যুদ্ধ / ট্রাফালগারের যুদ্ধ।

উঃ লিপজিগের যুদ্ধ

Class 9 1st unit test question paper 2024 History WB Board – very small Questions

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । ১-২ লাইনের উত্তর দাও 1×6

২.১) অ্যাসাইনেট কী ?

উঃ অ্যাসাইনেট হল ১৭৯১ খ্রিঃ ফরাসি সংবিধান সভা দ্বারা প্রবর্তিত একধরনের কাগজের নোট ।

২.২) ‘দ্বিতীয় জাস্টিনিয়ান” কাকে বলা হয়?

উঃ নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় ।

২.৩) কাকে ‘ ঐশ্বর্যের ইন্দ্রপুরী’ বলা হয় ?

উঃ ভারসাইয়ের রাজপ্রসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয় ।

২.৪) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?

উঃ ষোড়শ লুই ।

২.৬) কে, কবে ‘ব্যাঙ্ক অফ ফ্রান্স’ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ নেপোলিয়ন বোনাপার্ট, ১৮০০ খ্রিঃ ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন।

২.৭) ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী কী ?

উঃ ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ হল – সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ।

সত্য না মিথ্যা সঠিক করে বল –

২.৮) ফ্রান্সে ধর্মকর টাইথ নামে পরিচিত ছিল।

উঃ সত্য

২.৯) নেপোলিয়ানের মৃত্যু সেন্ট হেলানা দ্বীপে হয়েছিল ।

উঃ সত্য

২.১০) ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার ।

উঃ সত্য

Class 9 1st unit test question paper 2024 History WB Board – small Questions

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 2×4

৩.১) ‘পোড়ামাটি নীতি’ বলতে কী বঝো ?

উঃ পোড়ামাটি নীতি’ হল এক ধরণের রণকৌশল। ১৮১২ খ্রিঃ নেপোলিয়ান যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা সরাসরি যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্যভান্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষ -এর অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলই ‘পোড়ামাটির নীতি নামে পরিচিত ।

৩.২) ‘ লেতর দ্য ক্যাশে’ বলতে কী বোঝো ?

উঃ ‘ লেতর দ্য ক্যাশে’ হল ফ্রান্সে প্রচলিত একপ্রকার রাজকিয় গ্রেপ্তারি পরোয়ানা । এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে- কোনো ব্যাক্তিকে গ্রেফতার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন।

৩.৩) ‘ অঁসিয়া রেজিম’ বা ‘পুরাতন তন্ত্র ‘ বলতে কী বোঝো ?

উঃ অঁসিয়া রেজিম – এর অর্থ হল পূর্বতন সমাজ । ১৭৮১ খ্রিঃ ফরাসি বিপ্লবের পুর্বে ফ্রান্স ত্থা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক অ অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে অঁসিয়া রেজিম বলা হয়।

৩.৪) ‘স্পেনীয় ক্ষত ” কী ?

উঃ স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন ১৮০৮ খ্রিঃ স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোসণা করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন ও তার মর্যাদা ভূলুণ্ঠিত হয় । তার এই ব্যর্থতা ‘ স্পেনীয় ক্ষত” নামে পরিচিত ।

৩.৫) সাঁকুলোৎ কাদের বলা হত ?

৩.৬) ‘কনফেডারেশন অফ দা রাইন’ কী ?

৩.৭) ‘সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি’ বলতে কি বোঝ ?

৩.৮) ‘লিজিয়ন অব অনার’ কী?

৩.৯) ‘ব্রান্স উইক’ ঘোষনা কী ?

Class 9 1st unit test question paper 2024 History WB Board – long Questions

৪। নীচের প্রশ্ন গুলির উত্তর দাও । 4×2

৪.১) টীকা লেখ ।

ক) টেনিশ কোর্টের শপথ । খ) কোড নেপোলিয়ন

৪.২) বাস্তিল দুর্গের পতন এর কারন ও গুরুত্ব লেখ।

৪.৩) ফরাসি বিপ্লবে নারীদের আবদান বিশ্লেষন কর।

৪.৪) টীকা – নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী এবং কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল ?

Class 9 1st unit test question paper 2024 History WB Board – very long Questions

৫। নীচের প্রশ্নের বিস্তারিত উত্তর দাও । 8×1

৫.১) ফরাসি বিপ্লবে রুশো, মন্তস্কু, ভলতেয়ার এর অবদান বর্ণনা কর।

৫.২) নেপোলিয়ানের রাশিয়া অভিযান বা আক্রমণের কারণ ও তার পরাজয় এর কারনগুলি লেখ ।

৫.৩) নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করে ? তার সংস্কারগুলি বর্ণনা কর।

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q.জাতিসমুহের যুদ্ধ’ নামে পরিচিত – কি ছিল ?

Ans: -লিপজিগের যুদ্ধ

Q. বাস্তিল দুর্গের পতন হয় কবে ?

Ans. ১৭৮৯ খ্রিঃ ১৪ জুলাই

Print Friendly, PDF & Email

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply