You are currently viewing Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board PDF Download | Class 9 1st summative question paper Physical Science 2024 WB Board PDF Download

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board PDF Download | Class 9 1st summative question paper Physical Science 2024 WB Board PDF Download

Spread the love

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board, ক্লাস IX ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইংরেজ, Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board , ক্লাস IX ১ম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইংরেজি, এই নিবন্ধে আমার ক্লাস IX 1st unit test এর ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board PDF Download | Class 9 1st summative question paper Physical Science 2024 WB Board PDF Download

Subject – Physical Science

Number – 40 Time – 1.15hr

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board syllabus

পরিমাপ

বল ও গতি

পরমাণুর গঠন

Mark Distribution

MCQSAQ2 Marks3 MarksTotal
পরিমাপ 1×31×22×23×112
বল ও গতি1×21×32×33×114
পরমাণুর গঠন 1×31×22×33×114
Total8716940

Group A

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board Short Question

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ । 1×8

ক) নক্ষত্রদের দূরত্ব মাপার জন্য কোন একক ব্যাবহার করা হয় – অ্যাংস্ট্রম / AU / X একক

উঃ – AU

খ) ওজনের মাত্রিয় সংকেত – MLT – 2 / ML-IT – 2 / MLT-3

উঃ MLT-2

গ) নীচে কোন দুটির মাত্রিয় সংকেত একই – দ্রুতি, বেগ / সরণ , কার্য / বেগ, ত্বরণ

উঃ দ্রুতি, বেগ

ঘ) চলন্ত গাড়ি হটাত থেমে গেলে যাত্রিরা সামনের দিকে ঝুঁকে পড়ে কারন – ঘূর্ণন গতি / গতিজাড্য / স্থিতিজাড্য

উঃ গতিজাড্য

ঙ) রকেটের গতি যে সংরক্ষণ নিতির উপর প্রতিষ্ঠিত তা হল – বল/ গতিশক্তি / রৈখিক ভরবেগ

উঃ রৈখিক ভরবেগ

চ) এই ইলেট্রনের তড়িদাধানের পরিমাণ – -1.602×10-19C / -2.602×10-19C / -3.602×10-19C

উঃ -1.602×10-19C

ছ) সবচেয়ে হাল্কা পরমানু কোনটি – হিলিয়াম / ডয়টেরিয়াম / প্রোটিয়াম

উঃ ডয়টেরিয়াম

জ) 18O8 এ নিউট্রন সংখ্যা – ১০ টি / ৮ টি / ৯ টি

উঃ ১০ টি

Group B

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board small type question

2. অতিসংখিপ্ত ভাবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও । 1×7

ক) নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় ?

উঃ নিউটনের ২য় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় ।

খ) CGS এবন SI পদ্ধতি তে পরম একক কি কি ?

উঃ ডাইন , নিউটন

গ) নিস্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে।

উঃ ৪ টি ইলেকট্রন ।

ঘ) পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে ?

উঃ – ইলেকট্রন

ঙ) বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্নাক্ষ সর্বদাই – থাকে ?

উঃ অপরিবর্তিত

চ) দ্রুতি শূন্য হ্লে বেগ শূন্য নাও হতে পারে – সত্য না মিথ্যা ।

উঃ মিথ্যা।

ছ) একটি একক বিহিন রাশির উদাহরণ দাও ।

উঃ আপেক্ষিক গুরুত্ব ।

জ) সাধারন তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত কত?

5:2:2:1

Group C

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board small question answer 2-3 lines

৩। অল্প কথায় উত্তর দাও । 2*8

ক) সাধারন স্কেল ধাতুর না হ্যে কাঠের হয় কেঙ ?

উঃ ধাতু তাপে প্রসারিত হয় এবং শীতল অবস্থায় সংকুচিত হয় । তাই ধাতুর তৈরি স্কেল উষ্ণতা বাড়া বা কমার সাথে সাথে স্কেলের অঙ্ক দুটির দাগের মাঝের দূরত্ব পরিবর্তিত হয় । তাই সঠিক পরিমাপ দেয় না। কিন্তু কাঠ তাপের কুপরিবাহী হয়ায় উষ্ণতা বাড়া বা কমার পরেও সঠিক মাপ দেয় ।

খ) জড়ত্বীয় ভর বলতে কি বোঝ ?

উঃ বস্তুর ভর তাদের স্থিতি ও গতি জাড্যের মান নির্দেশ ক্রে। এই কারনে এই ভরকে জড় ভর বা জড়ত্বীয় ভর বলে।

গ) কামান থেকে গোলা ছুড়লে কামান পিছু হঠে কেন?

উঃ যখন কোন কামান থেকে গোলা ছোড়া হয় তখন গোলার ওপর একটি বল ক্রিয়া করে ফলে গোলাটি সামনের দিকে এগিয়ে যায়। গোলা কামানের ওপর সমান ও বিপরিতমুখি প্রতিক্রিয়া বল প্রয়োগ ক্রে। ফ্লে কামানটি ও পিছন দিকে স্রে যায়। ৩য় গতিসুত্রের সাহায্যে এর ব্যাখ্যা করা যায়।

ঘ) সাধারন তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত উল্লেখ কর ।

উঃ সাধারন তুলা যন্ত্রের সুবেদিতা শর্তগুলি হল দুটি দীর্ঘ বাহু হবে। সূচকটি লম্বা হবে । তুলাদন্ড হালকা হবে।

ঙ) ভরই বস্তুর জাড্যের প্রিমাপ – বাখ্যা কর।

উঃ কোন স্থির বস্তুর স্থির কিংবা গতিশীল বস্তুর গতিশীলতা এর প্রবন্তা হল বস্তুর জাড্য বা জড়তা । যে বস্তুর ভর যত বেশী তার জাড্য তত বেশী। অর্থাৎ কোন হাল্কা যস্তুর তুলনায় ভারী বস্তুকে তার অবস্থানের পরিবর্তন করতে হলে বেশী ব্ল প্রয়োগ করতে হয় । তাই কোন বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ ।

চ) ইলেকট্রনকে সব পদার্থের মূল কনা বলা হয় কেন ?

ক্যাথোড রশ্মি উতপাদনের সময় তড়িৎ মোক্ষণ নলে যে কোন ধাতু নির্মিত ক্যাথোড এবং যে কোন গ্যাস ব্যাবহার করা হোক না কেন, প্রতি ক্ষেত্রে একই আধান এবং একই ভর বিশিস্ত ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন উৎপন্ন হয়। তাই ইলেকট্রন কে প্রমানুর একটি মূল উপাদান রুপে গণ্য করা হয় ।

ছ) আইসোটপের রাসায়নিক ধর্ম একই হয় কেন?

উঃ কোন মৌলের আইসোটোপগুলির পারমানবিক সংখ্যা অর্থাৎ, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় ভরসংখ্যা আলাদা হয়। এদের ইলেকট্রন বিন্যাস একইরকম হওয়ায় এদের রাসয়নিক ধর্ম এক হয়।

জ) রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো ।

উঃ রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান দুটি অসঙ্গতি ছিল।

বিজ্ঞানী নীলস বোর জানান যে, ধনাত্মক চার্জ বাহী নিউক্লিয়াসকে কেন্দ্র ঋণাত্মক কার্যবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী এগুলো থেকে সর্বদা শক্তি বিকিরণ হতে থাকবে। ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে একসময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের ওপর পড়বে অর্থাৎ, পরমানুর আর কোন ইলেকট্রনীয় গঠন থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না যা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি।

নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো অবিরাম ঘুরতে থাকে অই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো থেকে অবিরাম শক্তি বিকীর্ণ হতে থাকে। এর ফ্লে পরমাণুর যে বর্ণালি পাওয়া যাবে, সেটা সূর্যরশ্মির বর্ণালির মতো নিরবচ্ছিন্ন হবে। কিন্তু বস্তবে দেখা যায় পরমাণু রেখা বর্ণালি তৈরি করে। রাদারফোর্ডের পরমাণু মডেল এই ঘটনার ব্যাখ্যা করতে পারে না । যা রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর একটি ত্রুটি বা সীমাবদ্ধতা ।

Group D

Class 9 1st unit test question paper 2024 Physical Science WB Board solution type question

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । 3×3

ক) নিউটনের ২য় গতিসূত্রের সাহায্যে F = ma সমীকরণটি প্রতিষ্ঠা কর।

খ) একটি বস্তুর ভর 7.8 kg আয়তন 1000cm3। বস্তুর ঘনত্ব কত?

গ) তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝ? সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো।

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q.চলন্ত গাড়ি হটাত থেমে গেলে যাত্রিরা সামনের দিকে ঝুঁকে পড়ে কারন

Ans: – গতিজাড্য

Q. রকেটের গতি যে সংরক্ষণ নিতির উপর প্রতিষ্ঠিত তা হল

Ans. রৈখিক ভরবেগ

বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।

Leave a Reply