Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali , ক্লাস 9 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ভূগোল , Class 9 3rd summative question paper ভূগোল 2024 in Bengali
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali , ক্লাস 9 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ভূগোল , এই নিবন্ধে আমার 3rd unit test এর ভূগোল বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 9 3rd unit test question paper 2024 Geography নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 9 3rd unit test question paper 2024 Geography এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 9 3rd unit test question paper 2024 Geography ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে হবে এই ওয়েবসাইট খুলে Class 9 3rd unit test question paper 2024 Geography প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
শ্রেণী / Class | Class 9 3rd unit test question paper 2024 |
পরীক্ষা / Exam | Class 9 3rd unit test question paper 2024 Geography |
বিষয় | Geography |
পূর্ণ মাণ | 90 |
সময় | 3 hours |
প্রশ্ন মান – ৯০ , সময় – ৩ ঘণ্টা
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali short Question
১। নীচের সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখ । 1×14
১.১) পৃথিবীর সব যায়গায় যদি একই সময় রাত ও দিন হত তবে – পৃথিবী গোলাকার হত / পৃথিবী সমতল হত / পৃথিবী পিরামিড এর মত হত ।
উঃ পৃথিবী সমতল হত
১.২) পৃথিবী উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত্রি কোন দিনে হয় – ২২ সে ডিসেম্বর / ২৫ ডিসেম্বর / ২৩ সে সেপ্টেম্বর ।
উঃ ২২ সে ডিসেম্বর
১.৩) প্রতিপাদ স্থানের দ্রাঘিমা নির্ণয় কর যখন কোন স্থানের 880 30 ‘ – 880 30 ‘ / 910 30 ‘ / 980 30 ‘
উঃ – 910 30 ‘
১.৪) গ্রিনিচ – এর মান মন্দিরের সঙ্গে কলকাতার স্থানীয় সময়ের পার্থক্য কত হবে বল – 5 ঘণ্টা 30 মিনিট / 5 ঘণ্টা 40 মিনিট / 5 ঘণ্টা 50 মিনিট
উঃ 5 ঘণ্টা 30 মিনিট ।
১.৫) যখন কোন শিলার ক্ষয়ীভুত পর্যায়ের স্থানন্তর হয়ে যায় তখন তাকে কি বলা হয় – পুঞ্জিত ক্ষয় / ঘনি ভবন / নগ্নি ভবন ।
উঃ পুঞ্জিত ক্ষয়
১.৬) পাশের পর্বতমালা গুলির ভিতর অমিল কোথায় খুজে পাচ্ছ বল – হিমালয় / আরাবল্লী / ইউরাল
উঃ আরাবল্লী
১.৭) অস্ট্রেলিয়াতে যে ঘূর্ণিঝড় দেখা দেয় তাকে কি বলে – হ্যারিকেন / টাইফুন / উইলি উইলি ।
উঃ উইলি উইলি
১.৮ ) সল্টরেঞ্চ, পাকিস্থানে অবস্থিত পর্বতটি কি ধরনের পর্বত – আগ্নেয় পর্বত / স্তুপ পর্বত / ভঙ্গিল পর্বত ।
উঃ স্তুপ পর্বত
১.৯) তোমার জানা একটি অপ্রচলিত শক্তির উৎস কি হতে পারে – বায়ুশক্তি / কয়লা / খনিজ তেল।
উঃ বায়ুশক্তি ।
১.১০) পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত – ২১ / ২২/ ২৩
উঃ ২৩ ।
১.১১) ভারতে জরিপ বিভাগ কবে স্থাপিত হয়েছিল – 1967 / 1968 / 1969
উঃ 1967 ।
১.১২) বক্সা পাহাড় কোন জেলাতে অবস্থিত – কোচবিহার / দার্জিলিং / জলপাইগুড়ি
উঃ জলপাইগুড়ি
১.১৩) কোন শহর কে ‘সিটি অফ প্যালেস’ বলা হয় – দিল্লী / মুম্বাই / কলকাতা
উঃ- কলকাতা
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali short Question True False
২। ক) নীচের বক্তব্যগুলি সত্য না মিথ্যা তা লেখ । 1×6
ক) নিয়তবায়ু দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে যাওয়ার কারন হল পৃথিবীর আবর্তন গতি।
উঃ ঠিক
খ) একই গোলার্ধের দুই স্থানের দ্রাঘিমা সব সময় একই থাকে।
উঃ ভুল
গ) মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ৬৯ মেইল অগ্রসর হলে মেরু নক্ষত্রের উন্নতি 10 হয়।
উঃ ঠিক।
ঘ) সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে ভূমিকম্প মাপা যায় ।
উঃ ভুল।
ঙ) গ্রানাইট শিলাতে এক্সফলিয়েসান খুব বেশী মাত্রায় দেখা যায় ।
উঃ ঠিক।
চ) হিমালয় পর্বতের উৎপত্তি পামির গ্রন্থি থেকে হয়েছে বলে ধরা হয় ।
উঃ ঠিক ।
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali short Question Fill in the Blanks
৩। নীচের প্রশ্নগুলির শূন্যস্থান পুরন কর । 1×6
৩.১) সম্প্রতি সৃষ্টি হওয়া ঘূর্ণি ঝড় ‘উমপুন ‘ এর নামকরণ …………………….. দেশ করেছিল ।
উঃ থাইল্যান্ড ।
৩.২) অক্সিজেনের সঙ্গে যখন শিলার খনিজের বিক্রিয়া ঘটে তখন তাকে ………………. বলে।
উঃ জারন।
৩.৩) ভারতে বিশ্বের মধ্যে বিখ্যাত চা ………………. রাজ্যে পাওয়া যায়।
উঃ পশ্চিমবঙ্গে ।
৩.৪) রূপনারায়ন নদী সৃষ্টি হয়েছে ……. নদী ও …….. নদীর মিলিত প্রবাহে ।
উঃ দ্বারকেশ্বর ও শিলাবতী।
৩.৫ ) ভারতের প্রথম জল বিদ্যুৎ প্রকল্প স্থাপন হয়েছিল ………………….. ।
উঃ Sidrapong
৩.৬) ভারতের প্রাকৃতিক মানচিত্র …………………… সংস্থা প্রকাশ করে ।
উঃ সার্ভে অফ ইন্ডিয়া
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali short Question Mapping
৪। মিল কর বাম পক্ষ এবং ডান পক্ষ
বাম পক্ষ | ডান পক্ষ |
১) আগ্নেয় পর্বত | ক.) সিঞ্চুলা |
২) অযোধ্যা পাহাড় | খ) তারাপুর |
৩) বক্সা – জয়ন্তী পাহাড় | গ) .টিবেস্টি |
৪) পারমানবিক শক্তি কেন্দ্র | ঘ) গোর্গাবুরু |
উঃ ১ – গ, ২ – ঘ, ৩ – ক , ৪ – খ ।
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali short Question in one line
৫। এক কথায় উত্তর দাও । 1×6
৫.১) পৃথিবীর নিরক্ষরেখা বরাবর ব্যাস কত ?
উঃ 12757 কিমি ।
৫.২) কর্কটক্রান্তি রেখার উপর ২১ মার্চ কত ডিগ্রী কোন করে সূর্য রশ্মি পড়ে ।
উঃ ৬৬ ১/২ ০
৫.৩) এশিয়া মাহাদেশ অবস্থিত দুটি মালভূমি যা পর্বত বেষ্টিত আছে ?
উঃ ইরান, ও আনাতেনিয়া।
৫.৪) ভারতের সবচেয়ে প্রাচীন তৈলখনি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ আসাম রাজ্যে।
৫.৫) মূলমধ্য রেখার বিপরিতে যে দ্রাঘিমা রেখা থাকে তার মান কত ?
উঃ ১৮০০
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali short Question in 2-3 lines
৬। নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত ভাবে দাও । 2×6
৬.১) পৃথিবীর অনুসুর অবস্থান বলতে কি বোঝ ?
৬.২) আদ্র বিশ্লেষণ কে বুঝিয়ে লেখ ?
৬.৩) টীকা লেখ বেনিয়ফ জোন ।
৬.৪) হিমানি সম্প্রপাত বলতে কি জান ?
৬.৫) দাবানল কি ভাবে সৃষ্টি হয় ?
৬.৬) টিকা লেখ – সাগর সম্রাট ।
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali long Question
৭। নীচের প্রশ্নগুলি যুক্তি দিয়ে উত্তর দাও । 3×4
৭.১) আমরা পৃথিবী কে সমতল দেখি কেন ?
৭.২) কিভাবে প্রমান করবে 10 দ্রাগিমার পার্থক্য -এর জন্য সময়ের পার্থক্য 4 মিনিট হয় ।
৭.৩) পার্থক্য লেখ – দুর্যোগ এবং বিপর্যয় ।
৭.৪) অপ্রচলিত শক্তি কি , এর সুবিধা ও অসুবিধা গুলি বল।
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali broad Question
৮। প্রশ্ন গুলি চিত্রসহ ব্যাখ্যা কর । 5×2
৮.১) পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল ।
৮.২) ভঙ্গিল পর্বতের উৎপত্তি , পাতসংস্থান তত্বের ভিত্তিতে ।
৮.৩) যান্ত্রিক অববাহিকার প্রক্রিয়াগুলি।
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali very broad Question
৯। নীচের প্রশ্নগুলির ব্যাখ্যা সহ উত্তর দাও । 5×2
৯.১) পশ্চিমবঙ্গে কার্পাস বয়ন শিল্প কেন উন্নতি লাভ করে ছিল তার কারন গুলি ব্যাখ্যা কর।
৯.২) পূর্ব হিমালয় থেকে যে সমস্ত নদ নদী উৎপন্ন হয়েছে তার বিবরণ দাও।
Class 9 3rd unit test question paper 2024 Geography in Bengali Map pointing
১০। রেখা মানচিত্রে নীচের স্থানগুলি নাম ও প্রতীক সহ চিহ্নিত কর ? 10
ক) তরাই ও ডুয়ারস অঞ্চল খ) তাপ বিদ্যুৎ কেন্দ্রে, গ) ম্যাঙ্গানিজ খনি অঞ্চল , ঘ) পাঞ্চেত পাহাড় ,ঙ) পশ্চিমবঙ্গের খনিজ তৈল শোধনাগার ।
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।