Class 9 3rd unit test question paper 2024 History in Bengali , ক্লাস 9 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, Class 9 3rd summative question paper History 2024 in Bengali
Class 9 3rd unit test question paper 2024 History in Bengali , ক্লাস 9 3য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর 2024 – বিষয় ইতিহাস, এই নিবন্ধে আমার 3rd unit test এর ইতিহাস বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
বন্ধুরা নিশ্চই সবাই খুব ভাল আছেন। আজ এই নিবন্ধে আমরা Class 9 3rd unit test question paper 2024 History নিয়ে আলোচনা করব। আমরা নীচে Class 9 3rd unit test question paper 2024 History এর সমস্ত রকমের sample questions দিয়ে দিয়েছি। এবং এর সিলাবাস ও সম্পর্কে সম্পূর্ণ ধারনা ও দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট খুলে এই প্রশ্ন ও উত্তর গুলি পরে নিতে পারেন। অথবা আপনি আপনার নোটবুকে ও লিখে নিতে পারেন। তবে আপনি যদি নোট বুকে “Class 9 3rd unit test question paper 2024 History ” গুলি না তুলে নেন তাহলেও আপনার কোন সমস্যা হবে না। কারন আমরা কোন সময় এই প্রশ্ন উত্তরগুলি উড়িয়ে দেব না। এটা সব সময় আপনাদের জন্য থাকবে। আপনার যখন মনে এই ওয়েবসাইট খুলে Class 9 3rd unit test question paper 2024 History প্রশ্ন ও উত্তর পড়ে নিতে পারেন।
Class 9 3rd unit test question paper 2024 History in Bengali syllabus
অধ্যায় | mcq | saq | 2marks | 4marks | 8 marks |
১নং | 1×3 | 1×3 | 2 x1 | 4 x 2 | ১ নং অথবা ২ নং থেকে ১ টি |
২নং | 1×3 | 1×3 | 2 x1 | 4 x 2 | |
৩নং | 1×3 | 1×3 | 2 x1 | 4 x 2 | ৩ নং অথবা ৪ নং থেকে ১ টি |
৪ নং | 1×3 | 1×3 | 2 x1 | 4 x 2 | |
৫ নং | 1×3 | 1×3 | 2 x1 | 4 x 2 | ৫নং অথবা ৬নং থেকে ১ টি |
৬ নং | 1×3 | 1×3 | 2 x1 | 4 x 2 | |
৭ নং | 1×2 | 1×2 | 2 x1 | ||
প্রদত্ত প্রশ্ন সংখ্যা | 20 | 20 | 14 | 12 | 3 |
উত্তর দিতে হবে | 20 | 16 | 11 | 6 | 1 |
মোট নম্বর | 90 | সময় | 3 ঘণ্টা |
A. নীচের প্রশ্নগুলির উত্তর দাও –
১। ফ্রান্সে বেগার খাটা বা শ্রমকর কে কি বলা হত – (ক) করভী, (খ) টেইলি (গ) গ্যাবেল (ঘ) টাইথ
উঃ- করভী
২। ‘দি স্পিরিট অফ দা লজ” গ্রন্থের রচয়িতা কে হলেন –
(ক) ভলতেয়ার , (খ)রুশো, (গ)মন্তেস্কু (ঘ)অ্যাডাম স্মিথ
উঃ- মন্তেস্কু
৩। তিলসিটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় – (ক) ১৮০৭ (খ) ১৮০৮ (গ) ১৮০৯ (ঘ) ১৮১০
উঃ- ১৮০৭
৪। ফ্যাসিসট কথার অর্থ কি বলা হয় – (ক) জাতীয় সঙ্গীত, (খ) আগুন (গ) দড়িবাঁধা কাস্টদণ্ড, (ঘ) সমস্ত হিসাব।
উঃ- দড়িবাঁধা কাস্টদণ্ড
৫। কতগুলি ধারা ছিল কোড নেপলিয়নে – (ক) ২২৮৭ , (খ) ৩২৫৮, (গ) ২২৮০ (ঘ) ২২৯০
উঃ- ২২৮৭
৬। কতসালে ট্রাফালগার এর যুদ্ধ হয়েছিল ? (ক) ১৮০৫ (খ) ১৯০৫ (গ) ১৮১০ (ঘ.) ১৯৩২
উঃ- ১৮০৫
৭। শিল্পবিপ্লব কথাটি প্রথমে কে বলে ছিলেন ? – (ক) অগাস্তে ব্ল্যাঙ্কি , (খ) কার্ল মার্ক্স (গ) এয়াঙ্গেলস
উঃ- অগাস্তে ব্ল্যাঙ্কি
৮। কোন দেশগুলিকে আয়বেরিয় উপদ্বীপ বলা হয় –
(ক) স্পেন-পর্তুগাল (খ) ফ্রান্স – ডেনমার্ক, (গ) ইংল্যান্ড – স্কটল্যান্ড (ঘ) নরওয়ে –বেলজিয়াম
উঃ- স্পেন-পর্তুগাল
৯। “মেইন ক্যাম্ফ” কে লেখেন – (ক) কার্ল মার্ক্স , (খ) হিটলার (গ)মুসোলিন (ঘ) অগাস্তে ব্ল্যাঙ্কি
উঃ- হিটলার
১০। ‘নারদ’ কথার অর্থ রুশ ভাষা তে কি বলা হয় –
(ক)রাজা (খ) প্রজা (গ) কর্মচারী (ঘ) জনগণ
উঃ- জনগণ
১১। সোভিয়েত রাসিয়ার যে পার্লামেন্ট তাকে কি বলা হয় – (ক) ডুমা (খ) পার্লামেন্ট (গ) হোয়াইট হাউস (ঘ)সিনেট
উঃ- ডুমা
১২।আগে ‘বিশ্বের কারখানা” এই নামে কোন দেশ কে ডাকা হত – (ক) জার্মানি , (খ) আমেরিকা, (গ) ইংল্যান্ড (ঘ) রাশিয়া
উঃ- রাশিয়া
১৩। “কার্বোনারি” নামক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কোন দেশে – (ক) ইতালি, (খ) ইংল্যান্ড , (গ.)স্পেন (ঘ) রাশিয়া ।
উঃ- ইতালি
১৪। রাশিয়ার শাসকদের বলা হত – (ক) জার (খ) রাজা (গ) হিলারি (ঘ) মাউথ
উঃ- জার
১৫। “ব্লিতজ ক্রিগ” কিসের জন্য বিখ্যাত – (ক)রাশিয়ান ট্যাঙ্ক হানা (খ)জার্মান বিমান হানা (গ)আমেরিকান বিমান হানা (ঘ)ইংল্যান্ড ট্যাঙ্ক হানা
উঃ- জার্মান বিমান হানা
১৬। D Day বা মুক্তি দিবস কোন দিন কে বলা হয়? – (ক) ১৯৪৪ ৬জুন (খ) ১৯৪৪ ৭ জুন (খ) ১৯৪৪ ৮ জুন (গ) ১৯৪৪ ৯ জুন (ঘ) ১৯৪৪ ১০ জুন
উঃ- ১৯৪৪ ৬জুন
১৭। আটলান্টিক চার্টার কবে ঘোষিত হয় – (ক)১৯৪১ (খ)১৯৩৯ (গ)১৯৪৩ (ঘ) ১৯৯৪২
উঃ- ১৯৪১
১৮। জাতিসংঘের জনক কাকে বলা হয় – (ক)উইদ্র উইলসন (খ) চার্চিল (গ) রুজভেল্ট (ঘ)মুসোলিন
উঃ- উইদ্র উইলসন
১৯। আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত – (ক) মস্কো , (খ) বার্লিন, (গ)হেগ-এ, (ঘ) লন্ডনে
উঃ- হেগ-এ
২০। জাতিপুঞ্জের প্রথম মহা সচিব কে ছিলেন – (ক) ট্রিগভে হাভডেন লি (খ) কফি আন্নান (গ) বান কি মুন (ঘ) এলিন বাইসন
উঃ- ট্রিগভে হাভডেন লি
Class 9 3rd unit test question paper 2024 History in Bengali – Short Questions
2. নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও ? 2×1
২.১ ফ্রাঙ্কলিন রুজভেলট কে ছিলেন ?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ।
২.২ ‘লেতর দা গ্রেস “ কি ?
উঃ- “লেতর দা গ্রেস” হল এক ধরণের গেপ্তারি পরোয়ানা , এই পরোয়ানা তে যে কোন ব্যাক্তিকে বিনা বিচারে গেপ্তার করা যেত।
২.৩ ব্যাঙ্ক অফ ফ্রান্স –এর প্রতিষ্ঠাতা কে ছিলনে?
উঃ- নেপলিয়ান , ১৮০০ খ্রিষ্টাব্দে তিনি ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন।
২.৪। FAO এর পুরো নাম কি ?
উঃ- Food Agriculture organization.
2.5. জেনারেল ফ্রাঙ্কও কে ছিলেন ?
উঃ- স্পেনের গৃহ যুদ্ধের নায়ক ছিলনে জেনারেল ফ্রাঙ্কও।
২.৬। ‘ভ্রান্ত অর্থনীতির জাদুগর হল ফ্রান্স’ এই কথাটি কে বলেছেন ?
উঃ- অ্যাডাম স্মিথ।
২.৭। “অ্যাঁসিয়া রেজিম” এর অর্থ কি ?
উঃ- ১৭৮৯ খ্রিষ্টাব্দে ফারাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স তথা, ইউরোপের অধিকাংশ দেশে অর্থনৈতিক, রাজনৈতিক, ও সামাজিক যে বৈষম্য মূলক ব্যবস্থা ছিল তাকে অ্যাঁসিয়া রেজিম বলা হয়। “অ্যাঁসিয়া রেজিম” এর অর্থ পূর্বতন সমাজ ।
২.৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া হিসাবে কোন যুদ্ধকে অভিহিত করা হয় ?
উঃ- স্পেনের গৃহযুদ্ধ কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া হিসাবে ধরা হয়।
Class 9 3rd unit test question paper 2024 History in Bengali – True False
সত্য না মিথ্যা নির্ণয় কর –
২.৯। ‘হেটারিয়া ফিলিকে” ছিল গ্রিসের একটি গুপ্ত স্মিতই –
উঃ- সত্য
২.১০ বলকান শব্দের অর্থ তুর্কি ভাষাতে নদী হয়।
উঃ- মিথ্যা , পর্বত ।
২.১২। জাতিপুঞ্জের প্রথম মহা সচিব ছিলেন ট্রিগভে হাভডেন লি ।
উঃ- সত্য
২.১৩। লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন গ্যারিবলডি ।
উঃ- সত্য।
Class 9 3rd unit test question paper 2024 History in Bengali – Fill in the Blanks
শূন্যস্থান পূরণ –
২.১৪। ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেন …………………।
উঃ- জোসেফ মাতসিনি ।
২.১৫। জার্মান সংসদের নাম ছিল – ……………………………. ।
উঃ- রাইখস্ত্যাগ।
২.১৬। জাতিসঙ্ঘের প্রধান কার্যালয় – …………………………….. ।
উঃ- জেনেভা।
২.১৭। স্মমিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর …………………………… ।
উঃ- নিউইয়র্ক ।
Class 9 3rd unit test question paper 2024 History in Bengali – বড় প্রশ্ন উত্তর
৩। নিচের যেকোনো ১১টি প্রশ্ন 2×11
3.1. টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায় ?
৩.২। পোড়ামাটি নিতি সম্পর্কে বুঝিয়ে বল ?
৩.৩। “নেপোলিয়ন হল বিপ্লবের সন্তান” যুক্তি সহকারে বুঝিয়ে বল ?
৩.৪. বাস্তিল দুর্গের পতনের কারণগুলি কি ছিল ?
৩.৫। ফিজিওক্র্যাটস কাদের বলা হত ?
৩.৬। থামিডরিয় প্রতিক্রিয়া কি ?
৩.৭। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি ?
৩.৮। ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে ?
৩.৯। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝ ?
৩.১০। ভারত কে ব্রিতিশ সাম্রাজের রত্ন কেন বলা হত ?
৩.১১ NEP বা New Economy Policy কি?
৩.১২। অছি পরিষদ কি ?
৩.১৩ । মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নিতি কি ?
৩.১৪ ভেটো কি ?
৩.১৫। রোম-বার্লিন – টোকিও জোট কি ?
৩.১৬। অ্যাটলান্টিক চার্টার কি ?
৩.১৭। d-day বলতে কি বোঝ ?
Class 9 3rd unit test question paper 2024 History in Bengali – বড় প্রশ্ন ৪ নম্বর
৪। নীচের প্রতিটি দাগ থেকে ১ টি করে মোট ৬ টি প্রশ্নের উত্তর দাও ? 6×4=24
৪.১। ফরাসি বিপ্লবে নারীদের ভুমিকা কি ছিল ?
অথবা , ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর ?
৪.২। টীকা লেখ – কোড নেপলিয়ান
অথবা – টীকা লেখ – মহাদেশীয় অবরোধ ব্যাবস্থা।
৪.৩। ক্রিমিয়া যুদ্ধের কারণ কি ছিল ?
অথবা , পার্ল হারবারের ঘটনাটি সম্পর্কে লেখ ।
৪.৪ ইতালির ঐক্য আন্দলনের ম্যাতসিনি ও কভুরের ভুমিকা লেখ।
অথবা, – চীন ও আফ্রিকা ব্যবসচ্ছেদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও ।
৪.৫। টীকা লেখ – ইঙ্গ ফরাসি তোষণ নিতি।
অথবা, ইতালিতে ফ্যাসিবাদি শক্তির উত্তান কিভাবে হয়েছিল ?
৮.৬। উডরো উইলসন এর ১৪ দফা নীতির প্রেখ্যাপট বর্ণনা কর ?
ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি কি কি ছিল ?
Class 9 3rd unit test question paper 2024 History in Bengali – ৮ নম্বর
৫। নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও ? 8×1=8
৫.১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারন ও প্রভাব আলোচনা কর ?
৫.২। বিসমার্ক কিভাবে জার্মানি কে ঐক্যবদ্ধ করেছিলেন ।
৫.৩। স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর ? ৫.৪। রুশ বিপ্লবের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পটভূমি কি ছিল ?
বন্ধুরা তোমারা আমাদের Whatsapp গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে , Whatsapp গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডান দিকের "Join WhatsApp Group" ক্লিক করতে হবে। এই গ্রুপে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকব।